Malda Silk: পশমি জমিনে বোনা হয় রেশমি স্বপ্ন! GI Tag পেল মালদহের ঐতিহ্যবাহী সিল্ক ও রেশমচাষ শিল্প

Last Updated:

Malda Silk: মালদহের আমের পর এবারে জিআই তকমা রেশম চাষ করে। বিশ্ব বাজারে এবারে দেখা মিলবে মালদহের রেশম। এরপর ফলে লাভবান হবেন জেলার রেশম চাষের সঙ্গে যুক্ত চাষিরা।

+
তৈরি

তৈরি করা হচ্ছে রেশম

জিএম মোমিন, মালদহ: মালদহ জেলার মুকুটে আরও এক নতুন পালক। আমের পর এবারে জি.আই তকমা পেল মালদহ জেলার রেশম। আর এই খবর পাওয়ার পর আশায় বুক বেঁধেছেন রেশম চাষের সঙ্গে যুক্ত জেলার অধিকাংশ চাষি। মালদহ জেলার কালিয়াচক, মানিকচক, হরিশ্চন্দ্রপুর, চাঁচল ও গাজোল ব্লক এলাকার অধিকাংশ বাড়িতেই ঘাই মেশিন দেখা যায়। সেই ঘাই মেশিনের মাধ্যমে তৈরি হয় রেশম সুতো। আর সেই সুতো বিক্রি করা হয় জেলা ও ভিন রাজ্যে। বাজারে এই রেশম সুতোর দাম প্রায় ৩২০০-৫২০০ টাকা প্রতি কেজি। মূলত মালদহ জেলার অর্থনীতি নির্ভর করে রেশম চাষ ও আম চাষের উপর। আর এবারে আম চাষের পর জেলার নিস্তারি রেশম কে জি.আই তকমা মেলায় আশায় বুক বেঁধেছেন রেশম চাষিরা।
মালদহ জেলার অধিকাংশ এলাকায় রেশম চাষ লক্ষ করা যায়। রেশম চাষের জন্য কাঁচামাল অর্থাৎ তুঁত জমিতে চাষের পর গুটি তৈরি করা হয়। আর সেই গুটি থেকে ঘাই মেশিন দিয়ে তৈরি করা হয় রেশম সুতো। এই রেশম সুতো থেকেই তৈরি হয় উন্নত মানের পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাপড় ও নামী দামি কার্পেট যা দেশ-বিদেশে রফতানি করা হয়।
advertisement
আরও পড়ুন : রাতে ঘুমনোর আগে `এই ৪ জন’ এভাবে খান জাস্ট ২ টি লবঙ্গ! সকালে উঠেই দেখবেন সাফ এই সব কষ্ট
মালদহ জেলায় প্রায় ৬০ হাজার পরিবার এই রেশম চাষের সঙ্গে যুক্ত। জি.আই প্রাপ্ত নিস্তারি রেশম মূলত মালদহ জেলাতেই চাষ করা যায়। জেলায় নিস্তারি রেশম সুতোর চাহিদা অন্যান্য রেশম সুতো থেকে অনেক বেশি। নিস্তারি রেশমের গুটি মূলত মানিকচক ও গাজোল ব্লক এলাকায় চাষ করা হয়।
advertisement
advertisement
রাজ্যের প্রায় ৭০ শতাংশ রেশম চাষ হয় মালদহ জেলায়। জেলার অধিকাংশ অর্থনৈতিক অবস্থা নির্ভরশীল আম চাষ এবং রেশম চাষের উপর। জেলার রেশম চাষ বিশ্বের দরবারে জি.আই অর্থাৎ জিওগ্রাফিকাল ইন্ডিকেশন তকমা পাওয়ায় রেশম চাষের ক্ষেত্রে আরও আগ্রহী করে তুলবে বলে মনে করছেন অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Malda Silk: পশমি জমিনে বোনা হয় রেশমি স্বপ্ন! GI Tag পেল মালদহের ঐতিহ্যবাহী সিল্ক ও রেশমচাষ শিল্প
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement