Reasons behind Low Libido: শারীরিক সম্পর্কের ইচ্ছে দিন দিন কমছে? এই কারণগুলি দায়ী নয় তো?

Last Updated:

যৌনতার ইচ্ছে (sex drive) কমে গেলে তার প্রভাব অবধারিতভাবে পড়বে সম্পর্কে৷ কী করে বাড়াবেন শারীরিক সম্পর্কের ইচ্ছে? (Reasons behind Low Libido)

ভারতীয় সমাজে ‘সেক্স’ বা যৌনতা নিয়ে আলোচনা এখনও ট্যাটু৷ এই প্রসঙ্গে লুকিয়ে চুরিয়ে কথা বলাই দস্তুর৷ কিন্তু শত বিধিনিষেধ সত্ত্বেও এই ব্যবহারিক ও ব্যক্তিগত জীবনে যৌনতার প্রাসঙ্গিকতা কমে যায় না৷ সুমসৃণ যৌনজীবন কাম্য সবারই৷ কিন্তু বর্তমানে লিবিডো বা সেক্স ড্রাইভ কমে যাওয়ার সমস্যায় ভুগছেন অনেকেই৷ স্ট্রেস বা ক্লান্তি থেকে ওষুধের প্রভাব, যৌনমিলনের ইচ্ছে কমতে পারে যে কোনও কারণে৷ এছাড়াও আছে একাধিক কার্যকারণ সম্পর্ক৷ যৌনতার ইচ্ছে (sex drive) কমে গেলে তার প্রভাব অবধারিতভাবে পড়বে সম্পর্কে৷ কী করে বাড়াবেন শারীরিক সম্পর্কের ইচ্ছে? (Reasons behind Low Libido) রইল কিছু টিপস-
# ক্যাফেইনের স্বাদ মনোরম, তাতে সন্দেহ নেই৷ কিন্তু অতিরিক্ত ক্যাফেইনের জেরে কমে যায় শারীরিক সম্পর্ক তৈরির ইচ্ছে৷ বেশি কফিপানে অ্যাড্রিনালিন গ্ল্যান্ডস থেকে স্ট্রেস হরমোন নির্গত হয়৷ তাই কফিপান সীমিত রাখুন৷
আরও পড়ুন : চড়, লাথিতে সাজানো উদযাপন! জানেন কি অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক-ও কিন্তু হয়?
# জড়িয়ে আছে মানসিক গঠনও৷ নিজের সম্পর্কে ক্রমাগত হীন ধারণা পোষণ করবেন না৷ তার প্রভাব পড়বে শারীরিক সম্পর্কেও৷
advertisement
advertisement
# সঙ্গী বা সঙ্গিনীর শরীর থেকে দুর্গন্ধ বার হয়? সেই কারণেই আপনি দূরে সরে যাচ্ছেন না তো?
# কোথায় যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছেন, তার পরিচ্ছন্নতাও গুরুত্বপূর্ণ৷ তাই বিছানার চাদর, বালিশের ওয়ার পরিষ্কার কিনা দেখে নিন৷ পরিচ্ছন্ন রাখুন ঘরের পরিবেশও৷
আরও পড়ুন : চেনা ডালের ভিড়ে অবহেলিত এই কালো ডালই বহু জটিল অসুখের ওষুধ
# বেশি চিনি খেলে আপনার শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়৷ ফলে টেস্টোটেরন ও ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়৷ এর ফলে ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
# স্ট্রেস বা মানসিক উদ্বেগ থেকে আসে অনিদ্রা বা ইনসমনিয়া৷ তার ফলেও লিবিডো কমে যেতে পারে৷ কারণ আপনার মন সেক্ষেত্রে আগে থেকেই ভরে থাকবে নেগেটিভ চিন্তাভাবনায়৷ সেক্সুয়াল ডিসফাংশনও দেখা দিতে পারে অপর্যাপ্ত ঘুম থেকে৷
আরও পড়ুন : এ ভাবে রাখলে দীর্ঘ দিন তাজা থাকবে মটরশুঁটি
# প্রচলিত ধারণা হল, স্বমেহন বা মাস্টারবেটিং স্বাস্থ্যের জন্য হানিকর৷ কিন্তু এই ধারণা উড়িয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা৷ ২০১৬ সালে একটি সমীক্ষা চালানো হয়৷ সেখানে দেখা গিয়েছে, ৫৭ বছর বয়স অবধি পুরুষরা যাঁদের স্বমেহনের অভ্যাস আছে, তাঁদের শরীরে টেস্টোটেরনের মাত্রা বেশি৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Reasons behind Low Libido: শারীরিক সম্পর্কের ইচ্ছে দিন দিন কমছে? এই কারণগুলি দায়ী নয় তো?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement