Storing peas at home easily: এ ভাবে রাখলে দীর্ঘ দিন তাজা থাকবে মটরশুঁটি

Last Updated:

বছরভর মটরশুঁটির স্বাদ পেতে ঠিকমতো সংরক্ষণ করতে হবে একে৷ কীভাবে?( Storing peas at home easily)

আলুরদম থেকে কচুরি-শীত মানেই মটরশুঁটির স্বাদবিলাস৷ শীতের পরও হিমায়িত মটরশুঁটি বাজারে পাওয়া যায় ঠিকই৷ কিন্তু তার স্বাদ গন্ধ বা বর্ণ অটুট থাকে না৷ তাছাড়া হিমায়িত মটরশুঁটি সংরক্ষণ করা হয় রাসায়নিকের প্রভাবে৷ ফর ফলে শারীরিক ক্ষতি হতে পারে৷ তাই সব সমস্যা এড়িয়ে বছরভর মটরশুঁটির স্বাদ পেতে ঠিকমতো সংরক্ষণ করতে হবে একে৷ কীভাবে?( Storing peas at home easily) আসুন, জেনে নিই-
সিদ্ধ না করে সংরক্ষণ-
বাজার থেকে সরু আকৃতির বা ‘পেন্সিল পিজ’ কিনুন৷ এগুলির দানা বেশি পাকা হয় না৷ দরকারমতো মটরশুঁটি ছাড়িয়ে নিন৷ এ বার এক চামচ সর্ষের তেল নিন৷ মটরশুঁটির দানা উপর ভাল করে মাখিয়ে নিন৷ এতে মটরশুঁটির দানা অনেক দিন নরম থাকবে৷ তেলের কোটিং একে হিমায়িত হতে দেবে না৷ এ বা পলিথিনে ভরে ফ্রিজে রাখুন৷
advertisement
advertisement
আরও পড়ুন : শারীরিক সম্পর্কের আগে ভুলেও এগুলি খাবেন না
সিদ্ধ করে সংরক্ষণ-
মটরশুঁটির খোসা ছাড়িয়ে মসৃণ ও অমসৃণ দানা আলাদা করে রাখুন৷ তার পর ধুয়ে নিয়ে অনেকটা জলে সিদ্ধ করুন৷ যখন জল ফুটতে শুরু করবে, আস্তে আস্তে মটরশুঁটির দানাগুলি দিয়ে দিন৷ ২ মিনিট ধরে সিদ্ধ করার পর গ্যাসের আভেন বন্ধ করুন৷ এ বার সিদ্ধ দানাগুলির উপর ঢালুন ঠান্ডা জল৷ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মোটা শুকনো কাপড়ের উপর রেখে শুকিয়ে নিন৷ জল পুরো শুকিয়ে গেলে মটরশুঁটির দানা পলিথিনে ভরে রাখুন ফ্রিজে৷
advertisement
আরও পড়ুন : রক্তাল্পতায় ভুগছেন? ডায়েটে রাখুন এই খাবারগুলি
এ ভাবে সিদ্ধ করে বা না করে অনেক দিন অবধি মটরশুঁটি তাজা অবস্থায় সংগ্রহ করুন৷ বাজারের হিমায়িত বা ফ্রোজেন মটরশুঁটির উপর ভরসা করতে হবে না৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Storing peas at home easily: এ ভাবে রাখলে দীর্ঘ দিন তাজা থাকবে মটরশুঁটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement