Kulthi Lentils: চেনা ডালের ভিড়ে অবহেলিত এই কালো ডালই বহু জটিল অসুখের ওষুধ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
অপেক্ষাকৃত অবহেলিত হল কুলত্থ কলাই বা হিন্দিতে কুলথি ডাল (benefits of Kulthi Lentils)
শরীরের প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি পূরণ করে বিভিন্ন রকম ডাল৷ পুষ্টিমূল্যে ভরপুর হলেও ক্যালরিতে অনেক কম৷ ডালের কথা এলে আমরা মুসুর, মুগ, অড়হর, ছোলা, মটরডাল বেশি খাই৷ এছাড়াও খাই বিউলি ডাল, যা অনেকের কাছে কলাইয়ে ডাল৷ কলাই গোত্রীয় ডালের মধ্যে মাসকলাই বা তড়কার ডালও খুব জনপ্রিয়৷ কিন্তু অপেক্ষাকৃত অবহেলিত হল কুলত্থ কলাই বা হিন্দিতে কুলথি ডাল (benefits of Kulthi Lentils)৷
গাঢ় খয়েরি কুলত্থ কলাই মূলত দক্ষিণ ভারতে উৎপাদিত হয়৷ দক্ষিণভারতীয় রসম বা সম্বরে প্রচুর ব্যবহৃত হয়৷ আয়ু্র্বেদিক মতে, কুলত্থ কলাইয়ের উপকারিতার শেষ নেই৷
আরও পড়ুন : এ ভাবে রাখলে দীর্ঘ দিন তাজা থাকবে মটরশুঁটি
মধুমেহ রোগে-
advertisement
অনিয়ন্ত্রিত মধুমেহ একাধিক জটিল সমস্যার উৎস৷ মধুমেহ রোগ নিয়ন্ত্রণে এই ডাল ফলপ্রসূ৷
advertisement
হৃদযন্ত্রের সুস্থতায়-
পুষ্টিকর কুলত্থ কলাই হৃদয্ন্ত্রকে সুস্থ রাখে৷ নিয়মিত এই ডাল খেলে হৃদযন্ত্রকে প্রতিহত করা যায়৷
আরও পড়ুন : শারীরিক সম্পর্কের আগে ভুলেও এগুলি খাবেন না
কোলেস্টরল নিয়ন্ত্রণ-
অ্যান্টি ইনফ্লেম্যাটরি হওয়ায় কুলত্থ কলাইয়ে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রিত হয়৷ ফলে ভাল কোলেস্টলের উৎপাদন বাড়ে৷ খারাপ কোলেস্টেরল কমে৷
advertisement
কিডনি স্টোন-
আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়, আগের রাতে ভেজানো ডাল পরের দিন সকালে খালি পেটে খেলে মুক্তি পাওয়া যায় কিডনি স্টোন বা ইউরিক অ্যাসিডের আধিক্যের জেরে গোড়ালি-সহ পায়ের অন্যান্য অংশে ব্যথা কমে৷
আরও পড়ুন : শীতে কীভাবে ভাল রাখবেন ইন্ডোর প্ল্যান্টদের, আপনার গৃহ-উদ্যানের জন্য রইল টিপস
মরশুমি ঠান্ডা-
advertisement
কুলত্থ কলাই উষ্ণ হওয়ার কারণে ঠান্ডা লাগার সমস্যা কমে৷ রেহাই মেলে মরশুমি ফ্লু থেকে৷
কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি-
ফাইবারে ভরপুর উৎস এই ডাল কোষ্ঠকাঠিন্য-সহ জহমের অন্যান্য সমস্যা কমায়৷
ওবেসিটি-
স্থূলতার সমস্যায় জেরবার যাঁরা রোগা হতে চাইছেন, তাঁরা নিয়মিত খান কুলত্থ কলাই৷ সার্বিক স্বাস্থ্য ভাল রেখে সাহায্য করবে রোগা হতে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 11:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kulthi Lentils: চেনা ডালের ভিড়ে অবহেলিত এই কালো ডালই বহু জটিল অসুখের ওষুধ