Indoor plants in winter : শীতে কীভাবে ভাল রাখবেন ইন্ডোর প্ল্যান্টদের, আপনার গৃহ-উদ্যানের জন্য রইল টিপস

Last Updated:

কীভাবে ইন্ডোর প্ল্যান্ট ভাল থাকবে (keeping indoor plants well in winter)

হাসপাতালে প্রকৃতির প্রবেশ রোগী, দর্শনার্থী এবং স্বাস্থ্য়কর্মীদের চাপ কমাতে পারে৷ 'হেলথ এনভায়রনমেন্টস রিসার্চ অ্যান্ড ডিজাইন জার্নালে' প্রকাশিত তথ্য় এমনটাই জানান দিচ্ছে।
হাসপাতালে প্রকৃতির প্রবেশ রোগী, দর্শনার্থী এবং স্বাস্থ্য়কর্মীদের চাপ কমাতে পারে৷ 'হেলথ এনভায়রনমেন্টস রিসার্চ অ্যান্ড ডিজাইন জার্নালে' প্রকাশিত তথ্য় এমনটাই জানান দিচ্ছে।
অন্দরসজ্জার অন্যতম উপকরণ এখন ইন্ডোর প্ল্যান্ট৷ গৃহকোণ দেখতে যেমন ভাল লাগে, একইসঙ্গে বিশুদ্ধ হয় পরিবেশও৷ বাড়ির পাশাপাশি বিভিন্ন অফিসেও সৌন্দর্য বাড়াতে রাখা হয় নানা রকমের ইন্ডোর প্ল্যান্ট৷ আউটডোর গাছের তুলনায় এর যত্নআত্তির ধরন বেশ আলাদা৷ অনেক সময় দেখা যায় নার্সারি থেকে আনার কিছু দিন পর ইন্ডোর প্ল্যান্ট শুকিয়ে যাচ্ছে৷ তার কারণ ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে না৷ আসুন, জেনে নিন কীভাবে ইন্ডোর প্ল্যান্ট ভাল থাকবে (keeping indoor plants well in winter)-
জলের পরিমাণ কম-
শীতকালে বেশিরভাগ ইন্ডোরপ্ল্যান্ট নির্জীব হয়ে পড়ে৷ এ সময় বেশি জল দেবেন না৷ বেশি জল দিলে গাছের ক্ষতি৷ গাছ থেকে গাছের জলের পরিমাণে তারতম্য ঘটে৷ শীতকালে দু’ সপ্তাহে এক বার জল দিলেও যথেষ্ট৷
advertisement
advertisement
শীতে দিনের দৈর্ঘ্য কমে আসে৷ তাই এমন জায়গায় ইন্ডোর প্ল্যান্ট রাখুন, যেখানে সেগুলি প্রচুর আলো পায়৷ তবে একটি গাছের তুলনায় অন্য গাছে লাইট সেনসিভিটির তারতম্য আছে৷ অতিরিক্ত সূর্যালোক ইন্ডোর প্ল্যান্টের ক্ষতি করে৷ নির্দিষ্ট গাছের কতটা প্রয়োজন, সেটা বুঝেই আলো ব্যবস্থা করুন৷
advertisement
গাছের পাতায় ধুলো জমলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়৷ ফলে কীটপতঙ্গের ক্ষতির আশঙ্কা বেড়ে যায়৷ তাই নিয়মিত পাতা পরিষ্কার করুন৷ কোনও পাতায় কীট সংক্রমিত হলে সেটি ফেলে দেওয়াই ভাল৷ কারণ তার ফলে গাছের রোগ দেখা দিতে পারে৷ ব্রাশ দিয়ে গাছের পাতা পরিষ্কার রাখুন৷
advertisement
ঘরের আবহাওয়ায় আর্দ্রতা বজায় রাখুন৷ তাহলে আপনার ইন্ডোর প্ল্যান্টও ভাল থাকবে৷ পাশাপাশি তাপমাত্র্রার সামঞ্জস্যও বজায় রাখুন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Indoor plants in winter : শীতে কীভাবে ভাল রাখবেন ইন্ডোর প্ল্যান্টদের, আপনার গৃহ-উদ্যানের জন্য রইল টিপস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement