Indoor plants in winter : শীতে কীভাবে ভাল রাখবেন ইন্ডোর প্ল্যান্টদের, আপনার গৃহ-উদ্যানের জন্য রইল টিপস

Last Updated:

কীভাবে ইন্ডোর প্ল্যান্ট ভাল থাকবে (keeping indoor plants well in winter)

হাসপাতালে প্রকৃতির প্রবেশ রোগী, দর্শনার্থী এবং স্বাস্থ্য়কর্মীদের চাপ কমাতে পারে৷ 'হেলথ এনভায়রনমেন্টস রিসার্চ অ্যান্ড ডিজাইন জার্নালে' প্রকাশিত তথ্য় এমনটাই জানান দিচ্ছে।
হাসপাতালে প্রকৃতির প্রবেশ রোগী, দর্শনার্থী এবং স্বাস্থ্য়কর্মীদের চাপ কমাতে পারে৷ 'হেলথ এনভায়রনমেন্টস রিসার্চ অ্যান্ড ডিজাইন জার্নালে' প্রকাশিত তথ্য় এমনটাই জানান দিচ্ছে।
অন্দরসজ্জার অন্যতম উপকরণ এখন ইন্ডোর প্ল্যান্ট৷ গৃহকোণ দেখতে যেমন ভাল লাগে, একইসঙ্গে বিশুদ্ধ হয় পরিবেশও৷ বাড়ির পাশাপাশি বিভিন্ন অফিসেও সৌন্দর্য বাড়াতে রাখা হয় নানা রকমের ইন্ডোর প্ল্যান্ট৷ আউটডোর গাছের তুলনায় এর যত্নআত্তির ধরন বেশ আলাদা৷ অনেক সময় দেখা যায় নার্সারি থেকে আনার কিছু দিন পর ইন্ডোর প্ল্যান্ট শুকিয়ে যাচ্ছে৷ তার কারণ ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে না৷ আসুন, জেনে নিন কীভাবে ইন্ডোর প্ল্যান্ট ভাল থাকবে (keeping indoor plants well in winter)-
জলের পরিমাণ কম-
শীতকালে বেশিরভাগ ইন্ডোরপ্ল্যান্ট নির্জীব হয়ে পড়ে৷ এ সময় বেশি জল দেবেন না৷ বেশি জল দিলে গাছের ক্ষতি৷ গাছ থেকে গাছের জলের পরিমাণে তারতম্য ঘটে৷ শীতকালে দু’ সপ্তাহে এক বার জল দিলেও যথেষ্ট৷
advertisement
advertisement
শীতে দিনের দৈর্ঘ্য কমে আসে৷ তাই এমন জায়গায় ইন্ডোর প্ল্যান্ট রাখুন, যেখানে সেগুলি প্রচুর আলো পায়৷ তবে একটি গাছের তুলনায় অন্য গাছে লাইট সেনসিভিটির তারতম্য আছে৷ অতিরিক্ত সূর্যালোক ইন্ডোর প্ল্যান্টের ক্ষতি করে৷ নির্দিষ্ট গাছের কতটা প্রয়োজন, সেটা বুঝেই আলো ব্যবস্থা করুন৷
advertisement
গাছের পাতায় ধুলো জমলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়৷ ফলে কীটপতঙ্গের ক্ষতির আশঙ্কা বেড়ে যায়৷ তাই নিয়মিত পাতা পরিষ্কার করুন৷ কোনও পাতায় কীট সংক্রমিত হলে সেটি ফেলে দেওয়াই ভাল৷ কারণ তার ফলে গাছের রোগ দেখা দিতে পারে৷ ব্রাশ দিয়ে গাছের পাতা পরিষ্কার রাখুন৷
advertisement
ঘরের আবহাওয়ায় আর্দ্রতা বজায় রাখুন৷ তাহলে আপনার ইন্ডোর প্ল্যান্টও ভাল থাকবে৷ পাশাপাশি তাপমাত্র্রার সামঞ্জস্যও বজায় রাখুন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Indoor plants in winter : শীতে কীভাবে ভাল রাখবেন ইন্ডোর প্ল্যান্টদের, আপনার গৃহ-উদ্যানের জন্য রইল টিপস
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement