Love Tips: প্রাক্তন প্রেম বড্ড কষ্ট দিচ্ছে? কীভাবে ভাঙা প্রেমের ব্যথা ভুলে নতুন পথে এগোবেন? জানাচ্ছেন বিশেষজ্ঞ

Last Updated:

কীভাবে পুরনো প্রেমের ক্ষত ভুলে নতুন জীবন শুরু করবেন? জানাচ্ছেন মনোবিজ্ঞানের অধ্যাপক

break up
break up
ভালবাসা এমন একটা জিনিস, যখন আমাদের জীবনে আসে তখন যেমন সব ঠিক হয়ে যায়, তেমনই যখন ব্রেকআপ হয়, তখন দূরত্ব যত বাড়ে, হৃদয়ও গভীর ভাবে আঘাত পায়। সেই মানুষটির চলে যাওয়ার পর থেকে মনে হয় যেন পৃথিবী শেষ হয়ে গিয়েছে। সেই সময় এটাও মনে হয় যেন আমাদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব কেউই আমাদের পাশে নেই। তাঁরা যেন আমাদের কষ্ট বুঝতে পারবেন না।
এই বছরে ভ্যালেন্টাইনস ডে আসতে আর মাত্র কয়েকদিন বাকি। এই দিনে মানুষ তাদের ভালোবসার মানুষের কাছে নিজের মনের কথা প্রকাশ করে। তবে প্রপোজ করার মানে এই নয় যে সবাই নিজেদের ভালবাসার মানুষকে খুঁজে পায়। কেউ এতে সফল হয়, আবার অনেকের হৃদয় ভেঙে যায়। আমাদের সকলেরই ভালবাসার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় লাগে, তবে মনে রাখতে হবে আমরা নিশ্চয়ই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারব। এই বিষয়ে, উত্তরাখণ্ডের আলমোড়ায় কর্মরত মনোবিজ্ঞানের অধ্যাপক মধু লতা নয়ল আলোচনা করেছেন।
advertisement
অধ্যাপক নয়ল আমাদের জানিয়েছেন যে, আর কয়েকদিন পরই আসছে ভ্যালেন্টাইনস ডে। এটি আসলে পাশ্চাত্য সংস্কৃতির প্রতীক, কিন্তু ভারতীয় সংস্কৃতিতে শুধুমাত্র একটি দিন নয়, বরং ৩৬৫ দিনই প্রেমদিবস। শুধু ভালোবাসা দিবসের সময়ই যে পুরুষ বা নারী একে অপরকে নিজের মনের কথা জানায় তা নয়, অন্য দিনেও তাঁরা নিজেদের মনের কথা জানাতে পারেন। তবে আজকের প্রজন্ম একে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে। প্রায়শই আমরা প্রেমকে সাফল্য এবং ব্যর্থতার দিক থেকে বিবেচনা করি, তবে এমনটা হওয়া উচিত নয়। প্রেমে ব্যর্থতাকে ব্যর্থতা মনে করা উচিত নয়, কারণ আমাদের ভালবাসা ব্যর্থ হতে পারে না।
advertisement
advertisement
প্রেম শারীরিক আকর্ষণ নয়
অধ্যাপক নয়ল বলেন, তরুণ প্রজন্ম শারীরিক আকর্ষণকে ভালবাসা মনে করলে তাঁরা ভুল ভাবছেন। প্রেম করতে হয় মানসিক ভাবে। ফলে কেউ যদি প্রেমে ব্যর্থ হন তবে তিনি নিজেকে পুনরায় অনুপ্রাণিত করতে পারেন এবং নিজের ভালবাসা ফিরে পেতে পারেন। আপাতত হৃদয় ভেঙে গিয়েছে বলে মনে হলেও সেটি আসলে বিষণ্ণতা।
advertisement
জীবনের লক্ষ্য নির্ধারণ
অধ্যাপক নয়ল বলেন, নিজের জন্য নিজেরই লক্ষ্য নির্ধারণ করা উচিত। পড়াশুনা, খেলাধুলো বা অন্য যে কোনও ক্ষেত্রেই আমরা মনোযোগ দিতে পারি। তাছাড়া, যদি ভাঙা সম্পর্ক ভুলতে কষ্ট হয় তাহলে মেডিটেশনও করা যেতে পারে বা মনোবিজ্ঞানীর কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। এই চাপ কাটিয়ে উঠতে, আমরা পরিবার এবং বন্ধুদেরও সাহায্যও নিতে পারি। এই সময় নিজেকে কোনও না কোনও কাজে ব্যস্ত রাখা উচিত। এতে করে নিজেকে মানসিক চাপমুক্ত বোধ হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Love Tips: প্রাক্তন প্রেম বড্ড কষ্ট দিচ্ছে? কীভাবে ভাঙা প্রেমের ব্যথা ভুলে নতুন পথে এগোবেন? জানাচ্ছেন বিশেষজ্ঞ
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement