Common immunity boosters: ওমিক্রন রোধে চিনে নিন রোগ প্রতিরোধকারী সাধারণ এই উপকরণগুলিকে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
আয়ুর্বেদিক নানা উপকরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে৷ তুলসিপাতা, হলুদ, গোলমরিচ ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে (Common immunity boosters)
ওমিক্রন-সহ কোভিড-১৯-এর অন্যান্য ভ্যারিয়্যান্ট প্রতিরোধে রোগ প্রতিরোধ শক্তি খুবই গুরুত্বপূর্ণ৷ করোনাভাইরাস এবং অসুখ দূরে রাখতে ইমিউনিটি-ই সবথেকে বড় শক্তি৷ আয়ুর্বেদিক নানা উপকরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে৷ তুলসিপাতা, হলুদ, গোলমরিচ ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে (Common immunity boosters)৷
অ্যান্টিভাইরাল, অ্যান্টিইনফ্লেম্যাটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ প্রচুর তুলসিপাতা, হলুদ ও গোলমরিচে৷ জ্বর সর্দিকাশি প্রতিহত করার পাশাপাশি শরীরে যে কোনও ইনফ্লেম্যাশন রোধ করে এই উপকরণগুলি৷ শরীরের যন্ত্রণা নিবারণ করে, হজমের সমস্যা ও ক্লান্তি দূর করে এই প্রাকৃতিক উপকরণগুলি৷ পুষ্টিমূল্য ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই উপকরণ মরশুমি অসুখ ও করোনাভাইরাসের ভ্যারিয়্যান্ট থেকে প্রতিরোধ শক্তি গড়ে তোলে৷
advertisement
আরও পড়ুন : গাজরের মতো এর শাকও খুবই উপকারী
তুলসিপাতা-
advertisement
রোগপ্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে তুলসিপাতা৷ রক্ষা করে ব্যাকটেরিয়াল ও ভাইরাল সংক্রমণ থেকে৷ তুলসির ক্বাত্থ বা চায়ে তুলসি মিশিয়ে পান করা যায় রোগ ব্যাধিকে দূরে রাখতে৷
গোলমরিচ-
জ্বর, সর্দিকাশি ও অন্যান্য সংক্রমণ রোধ করে গোলমরিচ৷ মেটাবলিজম বাড়িয়ে পেটের স্বাস্থ্য ও মস্তিষ্কের কাজ মসৃণ রাখে এই মশলা৷
advertisement
কাঁচা হলুদে আছে কারকিউমিন৷ যন্ত্রণা ও আঘাত উপশম করে হলুদ৷ মেটাবলিজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে হলুদ৷ দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে ইনসমনিয়া, ফ্লু-সহ একাধিক অসুখ থেকে শরীরকে রক্ষা করে সেই পানীয়৷
advertisement
আরও পড়ুন : কাজের ইচ্ছে চলে গিয়ে দিনভর ক্লান্তি? চুমুক দিন এই ঘরোয়া পানীয়ে
কীভাবে খাবেন এই প্রাকৃতিক উপাদানগুলি-
৫ থেকে ৬ টা তুলসিপাতা, ২ চিমটে গোলমরিচগুঁড়ো, এক টুকরো কুচিয়ে নেওয়া হলুদ মেশাতে হবে এক গ্লাস জলে৷ তার পর ওই মিশ্রণ ফুটিয়ে নিতে হবে৷ এর পর ফুটিয়ে নেওয়া জল অর্ধেক হয়ে যাবে৷ এর পর মধু মিশিয়ে পান করুন৷ যদি বেশি মিষ্টি স্বাদ ভাল না লাগে বিটনুন আর লেবু মিশিয়ে নিন৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2022 5:12 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Common immunity boosters: ওমিক্রন রোধে চিনে নিন রোগ প্রতিরোধকারী সাধারণ এই উপকরণগুলিকে