Common immunity boosters: ওমিক্রন রোধে চিনে নিন রোগ প্রতিরোধকারী সাধারণ এই উপকরণগুলিকে

Last Updated:

আয়ুর্বেদিক নানা উপকরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে৷ তুলসিপাতা, হলুদ, গোলমরিচ ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে (Common immunity boosters)

ওমিক্রন-সহ কোভিড-১৯-এর অন্যান্য ভ্যারিয়্যান্ট প্রতিরোধে রোগ প্রতিরোধ শক্তি খুবই গুরুত্বপূর্ণ৷ করোনাভাইরাস এবং অসুখ দূরে রাখতে ইমিউনিটি-ই সবথেকে বড় শক্তি৷ আয়ুর্বেদিক নানা উপকরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে৷ তুলসিপাতা, হলুদ, গোলমরিচ ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে (Common immunity boosters)৷
অ্যান্টিভাইরাল, অ্যান্টিইনফ্লেম্যাটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ প্রচুর তুলসিপাতা, হলুদ ও গোলমরিচে৷ জ্বর সর্দিকাশি প্রতিহত করার পাশাপাশি শরীরে যে কোনও ইনফ্লেম্যাশন রোধ করে এই উপকরণগুলি৷ শরীরের যন্ত্রণা নিবারণ করে, হজমের সমস্যা ও ক্লান্তি দূর করে এই প্রাকৃতিক উপকরণগুলি৷ পুষ্টিমূল্য ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই উপকরণ মরশুমি অসুখ ও করোনাভাইরাসের ভ্যারিয়্যান্ট থেকে প্রতিরোধ শক্তি গড়ে তোলে৷
advertisement
আরও পড়ুন : গাজরের মতো এর শাকও খুবই উপকারী
তুলসিপাতা-
advertisement
রোগপ্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে তুলসিপাতা৷ রক্ষা করে ব্যাকটেরিয়াল ও ভাইরাল সংক্রমণ থেকে৷ তুলসির ক্বাত্থ বা চায়ে তুলসি মিশিয়ে পান করা যায় রোগ ব্যাধিকে দূরে রাখতে৷
গোলমরিচ-
জ্বর, সর্দিকাশি ও অন্যান্য সংক্রমণ রোধ করে গোলমরিচ৷ মেটাবলিজম বাড়িয়ে পেটের স্বাস্থ্য ও মস্তিষ্কের কাজ মসৃণ রাখে এই মশলা৷
advertisement
কাঁচা হলুদে আছে কারকিউমিন৷ যন্ত্রণা ও আঘাত উপশম করে হলুদ৷ মেটাবলিজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে হলুদ৷ দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে ইনসমনিয়া, ফ্লু-সহ একাধিক অসুখ থেকে শরীরকে রক্ষা করে সেই পানীয়৷
advertisement
আরও পড়ুন : কাজের ইচ্ছে চলে গিয়ে দিনভর ক্লান্তি? চুমুক দিন এই ঘরোয়া পানীয়ে
কীভাবে খাবেন এই প্রাকৃতিক উপাদানগুলি-
৫ থেকে ৬ টা তুলসিপাতা, ২ চিমটে গোলমরিচগুঁড়ো, এক টুকরো কুচিয়ে নেওয়া হলুদ মেশাতে হবে এক গ্লাস জলে৷ তার পর ওই মিশ্রণ ফুটিয়ে নিতে হবে৷ এর পর ফুটিয়ে নেওয়া জল অর্ধেক হয়ে যাবে৷ এর পর মধু মিশিয়ে পান করুন৷ যদি বেশি মিষ্টি স্বাদ ভাল না লাগে বিটনুন আর লেবু মিশিয়ে নিন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Common immunity boosters: ওমিক্রন রোধে চিনে নিন রোগ প্রতিরোধকারী সাধারণ এই উপকরণগুলিকে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement