Promise Day 2023: কথা দিয়ে কথা রাখেন না এই ৫ নারী! কাদের কথায় পা দেবেন না? জেনে নিন প্রমিস ডে-তে

Last Updated:

Promise Day 2023: যাঁরা দেওয়া কথা রাখতে পারেন না, বার বার প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তাঁরা কি ইচ্ছে করেই করেন! কারা প্রতিশ্রুতি রাখতে পারবেন না, তা বোঝা যায় আগে থেকেই।

প্রমিস ডে
প্রমিস ডে
সবাই কি পারেন দেওয়া কথা রাখতে! কেউ কেউ কথা রাখেন না কোনও দিনই। সকলেই তেমন নন। তবে যাঁরা দেওয়া কথা রাখতে পারেন না, বার বার প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তাঁরা কি ইচ্ছে করেই করেন! কারা প্রতিশ্রুতি রাখতে পারবেন না, তা বোঝা যায় আগে থেকেই। এই পাঁচ রাশির জাতিকা কোনও দিনই দেওয়া কথা রাখতে পারেন না। তাই সম্পর্কে আবদ্ধ হওয়ার আগেই বিষয়টি জেনে রাখা ভাল, যাতে পরবর্তী কালে মনে কষ্ট না থাকে। জানুন এই প্রমিস ডে-তে।

কুম্ভ

এঁরা যখন যা মনে হয় সেই রকম প্রতিশ্রুতি দিয়ে বসেন। এঁদের মধ্যে খানিকটা স্বার্থপরতা কাজ করে। ফলে একবার নিজের স্বার্থ চরিতার্থ হয়ে গেলে অনেক সময়ই আর পিছন ফিরে তাকাতে চান না তাঁরা। কুম্ভ রাশির মানুষের দেওয়া কথায় খুব একটা বিশ্বাস না করাই ভাল।
advertisement
advertisement

মিথুন

এঁরা খুবই দ্বন্দ্ব দিয়ে তৈরি। এঁদের ব্যক্তিত্বের মধ্যেও দ্বন্দ্ব কাজ করে। তাই এঁরা কখন কী করেন তা বোঝা ভার। তা ছাড়া মিথুন রাশির জাতিকারা খুবই স্বপ্রতিভ হন, তাঁরা নিজেরা অনেক কাজ করে থাকেন। ফলে দেওয়া কথা রাখার মতো সময়ই হয়তো তাঁদের হয় না! তাই সতর্ক থাকাই ভাল।
advertisement

মীন

এই রাশির জাতিকারা কাউকেই মুখের উপর না বলতে পারেন না। কিন্তু হ্যাঁ, বলে দেওয়ার পরও দেখা যায় সেই কাজটি করা তাঁর পক্ষে প্রায় অসম্ভব। ফলে প্রতিশ্রুতি ভঙ্গের কারণে অনেক সময়ই তাঁরা অন্যের কাছে অবিশ্বাসের পাত্রী হন।
advertisement

তুলা

এঁরা সব সময় বৈধতা খুঁজে বেড়ান। মানুষকে খুশি রাখতে চাওয়াও এই রাশির জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে এঁরা অনেক সময়ই ব্যর্থ হন।

ধনু

এঁরা সব সময় নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেন। কিন্তু অন্যেক কাছে ভাল হওয়ার তাগিদে এঁরা বেশির ভাগ সময়ই এমন সব প্রতিশ্রুতি দিয়ে বসেন যে তা শেষ পর্যন্ত পূরণ করাই সম্ভব হয় না!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Promise Day 2023: কথা দিয়ে কথা রাখেন না এই ৫ নারী! কাদের কথায় পা দেবেন না? জেনে নিন প্রমিস ডে-তে
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement