Promise Day 2023: সম্পর্কে বার বার প্রতিশ্রুতি ভাঙছে ? এই প্রমিস ডে-তে জেনে নিন কীভাবে মোকাবিলা করবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সঙ্গী বা সঙ্গিনী যদি প্রতিশ্রুতিভঙ্গ করেন, তাহলে কীভাবে তার মোকাবিলা করা যায়?
পারস্পরিক বিশ্বাস এবং সম্মান। এই দুটো জিনিসই যে কোনও সম্পর্কের ভিত। প্রতিশ্রুতি ভঙ্গ করলে বিশ্বাসের উপর নেতিবাচক প্রভাব পড়ে। মাথায় রাখতে হবে, বিশ্বাস ভঙ্গুর। একবার ভাঙলে আর জোড়া লাগে না। অবশ্য প্রতিশ্রুতি ভঙ্গ মানেই সম্পর্ক শেষ, এমনটাও নয়। সুতরাং সতর্ক থাকতে হবে। প্রতিশ্রুতি দিলে তা পূরণ করতে হবে। কারণ একটু একটু করেই বিশ্বাস গড়ে ওঠে। বিন্দুতে বিন্দুতে সিন্ধুর মতো। এখন সঙ্গী বা সঙ্গিনী যদি প্রতিশ্রুতিভঙ্গ করেন, তাহলে কীভাবে তার মোকাবিলা করা যায়?
সময় নিন: ‘ও কথা রাখে না’। প্রতিশ্রুতি ভাঙলেই এমন সিদ্ধান্তে আসা ঠিক নয়। বরং সময় নিতে হবে। চিন্তা করতে হবে, প্রতিশ্রুতিটা কি বাস্তবসম্মত ছিল? কিংবা এটা কি খুব গুরুত্বপূর্ণ? এছাড়া সঙ্গী বা সঙ্গিনী কতবার এমনটা করলেন, সেটাও ভেবে দেখা উচিত। নিয়মিত ঘটনা না কি একবারের ব্যাপার? এই প্রশ্নগুলোর উত্তর পেলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
advertisement
কেন এমনটা হল তা নিয়ে আলোচনা: শুধু বিশ্বাস এবং সম্মান নয়, দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য খোলামেলা আলোচনাটাও জরুরি। সুতরাং প্রতিশ্রুতি ভঙ্গের মতো ঘটনা ঘটলে প্রথম কাজই হবে, তাঁর সঙ্গে কথা বলা। এতে প্রতিশ্রুতি ভঙ্গের মূল কারণটা বোঝা যাবে। এতে একে অন্যের আরও কাছাকাছি আসা যায়।
advertisement
একসঙ্গে সমাধানে আসা: কেন প্রতিশ্রুতি রাখা সম্ভব হল না সেই নিয়ে কথা বলা ছাড়াও এই সমস্যার সম্ভাব্য সমাধান কী হতে পারে, তা নিয়েও আলোচনা করতে হবে। যাতে পুনরায় এমনটা না ঘটে সেটা নিশ্চিত করাই প্রধান কাজ। আবার ঘটলে তার পরিণতি কী হতে পারে সেই নিয়েও আলোচনা করা যায়। এই আলোচনার মধ্যে দিয়েই ধীরে ধীরে হারানো বিশ্বাস ফিরে আসবে।
advertisement
ক্ষমা করে দেওয়াই ভাল, কিন্তু ভোলা উচিত নয়: মানুষ প্রতিশ্রুতি দেয়। কিন্তু সবসময় তা পালন করা সম্ভব হয় না। কিন্তু তাই বলে তারা খারাপ মানুষ হয়ে যায় না। সোজা কথায় ভুল হতেই পারে। তাই ক্ষমা করে দেওয়াই ভাল। কিন্তু ঘটনাটা ভুলে যাওয়া উচিত নয়। বিশেষ করে যদি তার গুরুত্ব অপরিসীম হয়। সেটা মনে জোর এনে দেবে, তৈরি রাখবে ভবিষ্যতের জন্যও।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 3:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Promise Day 2023: সম্পর্কে বার বার প্রতিশ্রুতি ভাঙছে ? এই প্রমিস ডে-তে জেনে নিন কীভাবে মোকাবিলা করবেন