Promise day 2023: কথা দিয়ে কথা রাখুন, টিকে যাবে সম্পর্ক, সঙ্গীকে কী প্রতিশ্রুতি দেবেন প্রমিস ডে-তে
- Published by:Teesta Barman
- trending desk
Last Updated:
Promise day 2023: এই বছর ‘প্রমিস ডে’-তে তাই মনের মানুষের হাতে হাত রেখে করা যাক বিশেষ বাস্তবসম্মত অঙ্গীকার, তা সে নতুন প্রেমই হোক বা দশ বছরের পুরনো।
প্রেম এবং প্রতিশ্রুতি পরস্পর জোট বেঁধে থাকে। প্রতিশ্রুতি ভঙ্গের মতো সমস্যায় অনেক সময়ই ভেঙে যেতে পারে সম্পর্ক। আসলে এই পৃথিবীতে মানুষের পাশে মানুষ থাকবে, এটাই সব থেকে বড় সত্য। সেখানে জীবনের বিশেষ মানুষটি যদি প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে সমস্যা তো হওয়ারই কথা। আর এমন প্রতিশ্রুতি কাউকে দেওয়াই উচিত নয় যা কখনও ভঙ্গ করা যেতে পারে।
এই বছর ‘প্রমিস ডে’-তে তাই মনের মানুষের হাতে হাত রেখে করা যাক বিশেষ বাস্তবসম্মত অঙ্গীকার, তা সে নতুন প্রেমই হোক বা দশ বছরের পুরনো। বন্ধন জোরদার হবে।
কাছাকাছি থাকার প্রতিশ্রুতি
advertisement
জীবন প্রবল গতিতে দৌড়চ্ছে। তাই একটু সময়ও মিলছে না কাছাকাছি থাকার। গতিশীল জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে কিছুটা ভাল সময় মনের মানুষকে দিতেই হবে। ঘড়ির কাঁটায় যদি তা খুব অল্প হয় তবে সেই সময়টুকুকেই করে তুলতে হবে অনন্য। এটুকু প্রতিশ্রুতি দাবি করতেই পারেন মনের মানুষ আর তা পূরণ করার দায়ও বর্তায়।
advertisement
মন খুলে কথা বলার প্রতিশ্রুতি
সম্পর্কে আবদ্ধ হয়ে পড়লে নিজের মন খুলে কথা বলার মতো একটা খোলামেলা আবহ থাকা একান্ত প্রয়োজন। না হলে সেই সম্পর্কে দম বন্ধ হয়ে আসতে পারে। তাই নিজের মন খুলে সব কথা বলে ফেলার প্রতিশ্রুতি দেওয়া যাক মনের মানুষকে। তাতে নিজের মনও হালকা হবে।
advertisement
কথা শোনার প্রতিশ্রুতি
শুধু নিজের মন খুলে কথা বলাই সব নয়, বরং উল্টোদিকে থাকা মানুষটিকেও দিতে হবে সেই অবসর, যাতে তিনিও নিজেকে ব্যক্ত করতে পারেন। সব কথা শুনতে হবে খোলা মনে। তাই প্রমিস ডে-তে থাক মন দিয়ে সব কথা শোনার প্রতিশ্রুতিও।
advertisement
স্বাধীনতার প্রতিশ্রুতি
সব মানুষই নিজের নিজের মতো করে স্বাধীন। সম্পর্কে আবদ্ধ হলে যেন দু’টি মানুষ তাঁদের জীবনে আবদ্ধতা অনুভব না করেন। পরস্পরেরই প্রয়োজন পরস্পরকে সেইটুকু জায়গা ছেড়ে দেওয়া যাতে অন্যজন তাঁর স্বাধীনতা, স্বাভাবিকতা বজায় রাখতে পারেন। তাই স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতিও বজায় থাক এই প্রমিস ডে-তে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 5:45 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Promise day 2023: কথা দিয়ে কথা রাখুন, টিকে যাবে সম্পর্ক, সঙ্গীকে কী প্রতিশ্রুতি দেবেন প্রমিস ডে-তে