Health Benefits of Jamun Kernel : রোগা হবেন? ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন? কালোজাম খেয়ে এর বীজ ভুলেও ফেলে দেবেন না

Last Updated:

Health Benefits of Jamun Kernel : গবেষকদের মতে, কালোজামের শাঁসে আছে অ্যান্থোসায়ানিন ৷ এই উপাদান ক্যানসার ও হৃদরোগের ক্ষেত্রে বিশেষ উপকারী ৷ দেখে নেওয়া যাক কালোজামের বীজের আর কী কী গুণাগুণ আছে

Health Benefits of Jamun Kernel
Health Benefits of Jamun Kernel
বর্ষাকালে বাজারে গেলে ডালাভরা কালোজাম ভিড় করে থাকে মৌমাছির মতো ৷ স্বাদের পাশাপাশি কালোজামে অ্যান্টিঅক্সিড্যান্ট, ক্যালসিয়াম, ফসফরাস এবং ফ্ল্যাভনয়েড আছে প্রচুর পরিমাণে ৷ এত পুষ্টিগুণের জন্য কালোজাম ডায়েটে রাখা প্রয়োজনীয় ৷ শুধু কালোজামের শাঁসের অংশই নয় ৷ এর বীজও খুব উপকারী ৷ আয়ুর্বেদ মতে, কালোজাম দানার একাধিক উপকারিতা আছে ৷ তাই এ বার জাম খেয়ে এর বীজ ছুড়ে ফেলে দেওয়ার আগে দ্বিতীয় বার ভাবুন ৷ গবেষকদের মতে, কালোজামের শাঁসে আছে অ্যান্থোসায়ানিন ৷ এই উপাদান ক্যানসার ও হৃদরোগের ক্ষেত্রে বিশেষ উপকারী ৷ দেখে নেওয়া যাক কালোজামের বীজের আর কী কী গুণাগুণ আছে-
কালোজামের বীজ সাহায্য করে ওজন কমাতে৷ কালোজামের বীজ নিয়ে প্রথমে গুঁড়ো করে নিতে হবে ৷ এই বীজচূর্ণ প্রতিদিন সকালে খালি পেটে খান৷ কিছু দিনের মধ্যেই আপনার ওজনে পরিবর্তন লক্ষ করতে পারবেন ৷
ফেস মাস্কেও ব্যবহার করতে পারেন কালোজামের বীজের অংশ৷ এতে ব্রণ ও অ্যাকনে এবং এর দাগ হাল্কা হয়ে যায় ৷
advertisement
advertisement
মধুমেহ রোগীদের কাছেও কালোজাম ও এর বীজের উপকারিতার শেষ নেই ৷ তাঁরা ডায়েটে এই ফল রাখতে পারেন প্রচুর পরিমাণে ৷ কালোজামের বীজের গুঁড়ো ব্যবহৃত হয় মধুমেহ রোগীদের ওষুধ তৈরিতে ৷ কালোজামের কার্বোহাইড্রেটস, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ফোলিক অ্যাসিডের মতো উপাদান সাহায্য করে মধুমেহ নিয়ন্ত্রণে ৷
আরও পড়ুন : ভুরুতেও হয় ‘হেয়ারফল’, আসে অকালপক্বতা, জেনে নিন আপনার ভ্রু নিয়ে কাজের কথা
উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণেও কাজে লাগান কালোজাম এবং এর বীজকে ৷ কালোজামের গুঁড়ো রোজ সকালে পান করুন ৷ এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে ৷ এর ফলে রক্তপ্রবাহও ঠিক থাকে শরীরে ৷
advertisement
আরও পড়ুন : এই ভুলগুলির জন্য পণ্ড হতে পারে সঙ্গমসুখ, মহিলারা মনে রাখুন
কালোজামের বীজে ঠিক থাকে পেটের স্বাস্থ্যও ৷ ফাইবার থাকায় পরিপাক ক্রিয়া উন্নত করে কালোজামের বীজের গুঁড়ো ৷ ইনটেস্টানাল ইনফ্লেম্যাশনস কমাতে কালোজামের বীজের গুঁড়ো খেতে পারেন ওষুধ হিসেবে ৷
আরও পড়ুন : হৃদরোগ থেকে গেঁটে বাত ইলিশেই কুপোকাত, বর্ষায় চুটিয়ে খান জলের রুপোলি শস্য
কালোজামে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে৷ কালাজামের বীজে আছে ফ্ল্যাভোনয়েডস এবং ফেনোলিক কম্পাউন্ডস ৷ এই অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরে ক্ষতিকারক উপাদান দূরে রাখে৷ ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Benefits of Jamun Kernel : রোগা হবেন? ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন? কালোজাম খেয়ে এর বীজ ভুলেও ফেলে দেবেন না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement