Healthy Lifestyle: এই ভুলগুলির জন্য পণ্ড হতে পারে সঙ্গমসুখ, মহিলারা মনে রাখুন

Last Updated:
Healthy Lifestyle: যৌনতার সময় কোন কোন ভুল থেকে বিরত থাকবেন মেয়েরা? জেনে নিন৷
1/7
যৌনজীবন দাম্পত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ৷ যৌনজীবন তথা ঘনিষ্ঠ সময়কে মধুর করে তুলতে পুরুষ ও নারী দু’জনেরই ভূমিকা আছে৷ যৌনতার সময় কোন কোন ভুল থেকে বিরত থাকবেন মেয়েরা? জেনে নিন৷
যৌনজীবন দাম্পত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ৷ যৌনজীবন তথা ঘনিষ্ঠ সময়কে মধুর করে তুলতে পুরুষ ও নারী দু’জনেরই ভূমিকা আছে৷ যৌনতার সময় কোন কোন ভুল থেকে বিরত থাকবেন মেয়েরা? জেনে নিন৷
advertisement
2/7
অনেক সময়েই দেখা যায় পুরুষের তুলনায় মহিলারা বেশি কথা বলছেন৷ এমনকি, ঘনিষ্ঠতার মুহর্তেও তাঁরা গল্প করতে আগ্রহী হন৷ এর ফলে কিন্তু বিলম্বিত লয়ে ছন্দোপতন হয়ে যায়৷ সমস্যা এড়াতে বরং মনে রাখুন, কথা কম, কাজ বেশি৷
অনেক সময়েই দেখা যায় পুরুষের তুলনায় মহিলারা বেশি কথা বলছেন৷ এমনকি, ঘনিষ্ঠতার মুহর্তেও তাঁরা গল্প করতে আগ্রহী হন৷ এর ফলে কিন্তু বিলম্বিত লয়ে ছন্দোপতন হয়ে যায়৷ সমস্যা এড়াতে বরং মনে রাখুন, কথা কম, কাজ বেশি৷
advertisement
3/7
দিনের পর দিন একই পজিশনে যৌনতা করতে গিয়েও কিন্তু একঘেয়েমি আসতে পারে৷ অনেক সময় দেখা যায় মহিলারা নতুন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হতে চাইছেন না৷ সেক্ষেত্রে প্রথমেই তীব্র প্রতিবাদ না জানিয়ে ধীরে ধীরে নরমভাবে আপনার অসুবিধে বা অনিচ্ছের কথা জানান৷
দিনের পর দিন একই পজিশনে যৌনতা করতে গিয়েও কিন্তু একঘেয়েমি আসতে পারে৷ অনেক সময় দেখা যায় মহিলারা নতুন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হতে চাইছেন না৷ সেক্ষেত্রে প্রথমেই তীব্র প্রতিবাদ না জানিয়ে ধীরে ধীরে নরমভাবে আপনার অসুবিধে বা অনিচ্ছের কথা জানান৷
advertisement
4/7
বাধ্যতামূলক বা পরিষেবা বা শর্ত হিসেবে নয়৷ যৌনতাকে দেখুন খেলা হিসেবে ৷ তাহলে আড়ষ্টতা কেটে গিয়ে যৌনতা উপভোগ করতে পারবেন ৷
বাধ্যতামূলক বা পরিষেবা বা শর্ত হিসেবে নয়৷ যৌনতাকে দেখুন খেলা হিসেবে ৷ তাহলে আড়ষ্টতা কেটে গিয়ে যৌনতা উপভোগ করতে পারবেন ৷
advertisement
5/7
মহিলারা ফোরপ্লে অনেক বেশি উপভোগ করেন ঠিকই৷ কিন্তু ফোরপ্লে হল যৌনইচ্ছেকে জাগ্রত করা৷ তার সঙ্গে সঙ্গমের তফাৎ অনেকটাই৷ অনেকেই ফোর প্লে-তে আটকে থাকে৷ বার বার ফোরপ্লে-এর উল্লেখ করতে থাকেন৷ এর ফলেও কিন্তু রসভঙ্গ হতে পারে৷
মহিলারা ফোরপ্লে অনেক বেশি উপভোগ করেন ঠিকই৷ কিন্তু ফোরপ্লে হল যৌনইচ্ছেকে জাগ্রত করা৷ তার সঙ্গে সঙ্গমের তফাৎ অনেকটাই৷ অনেকেই ফোর প্লে-তে আটকে থাকে৷ বার বার ফোরপ্লে-এর উল্লেখ করতে থাকেন৷ এর ফলেও কিন্তু রসভঙ্গ হতে পারে৷
advertisement
6/7
সঙ্গী আপনার মনের খবর পড়তে পারবেন না৷ তাই আপনি নিজে কী চান, সেটাও জানান৷ এটা প্রথম প্রথম লজ্জা ও অস্বস্তির হলেও সময়ের সঙ্গে সঙ্গে রপ্ত হয়ে আসবে৷
সঙ্গী আপনার মনের খবর পড়তে পারবেন না৷ তাই আপনি নিজে কী চান, সেটাও জানান৷ এটা প্রথম প্রথম লজ্জা ও অস্বস্তির হলেও সময়ের সঙ্গে সঙ্গে রপ্ত হয়ে আসবে৷
advertisement
7/7
অর্গ্যাজমের জন্য সব সময় সঙ্গীর উপর নির্ভর করবেন না৷ ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ্য করে তুলতে নিজেও সক্রিয় হোন৷
অর্গ্যাজমের জন্য সব সময় সঙ্গীর উপর নির্ভর করবেন না৷ ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ্য করে তুলতে নিজেও সক্রিয় হোন৷
advertisement
advertisement
advertisement