Worst Indian Food: পৃথিবীর জঘন্যতম খাবারের মধ্যে আছে এই ভারতীয় খাবারও! খেয়েছেন নাকি কখনও? দেখুন তো...

Last Updated:

Worst Indian Food: ভাবছেন তো কী সেই খাবার? যা বিশ্বের জঘন্যতম খাবারের একটি বলে বিবেচিত হয়েছে৷

বিশ্বের নানা দেশ থেকে বেছে নেওয়া হয়েছে সেই খাবারগুলিকে
বিশ্বের নানা দেশ থেকে বেছে নেওয়া হয়েছে সেই খাবারগুলিকে
বিশ্বের জঘন্যতম খাবারের তালিকা প্রকাশ করল ফুড পোর্টাল ‘টেস্ট অ্যাটলাস’৷ মোট ১০০ টি খাবারকে তারা স্থান দিয়েছে সেই তালিকায়৷ বিশ্বের নানা দেশ থেকে বেছে নেওয়া হয়েছে সেই খাবারগুলিকে৷ সেখানে রয়েছে একটি ভারতীয় খাবারও৷ তার স্থান ৬০ নম্বরে৷
ভাবছেন তো কী সেই খাবার? যা বিশ্বের জঘন্যতম খাবারের একটি বলে বিবেচিত হয়েছে৷ ভারতের নানা প্রদেশে খাবারের বৈচিত্রের অভাব নেই৷ স্থানকালপাত্র ভেদে পাল্টে যায় খাবারের স্বাদ৷ অগণিত ভারতীয় খাবারের মধ্যে আলু বৈগন বা আলু বেগুন৷
advertisement
মূলত উত্তর ভারতীয় এই খাবার তৈরি করা হয় আলু, বেগুন, পেঁয়াজ, টম্যাটো, আদারসুন পেস্ট, ধনেপাতা ও মশলা দিয়ে৷ রুটির সঙ্গে সাইড ডিশ হিসেবে খাওয়া হয় এই মশলাদার খাবার৷ ৫-এর মধ্যে ২.৭ রেটিং পেয়েছে এই আলু বেগুন৷
advertisement
বিশ্বের জঘন্যতম খাবারের তালিকায় প্রথম স্থানে আছে আইসল্যান্ডের ‘হাকার্ল’৷ ৩ মাস ধরে গেঁজানো হাঙরের মাংস দিয়ে তৈরি হয় এই খাবার৷ স্থানীয় মদ ব্রেনিভিনের সঙ্গে টুথপিকে গেঁথে সার্ভ করা হয় হাকার্ল৷ আইসল্যান্ডবাসীর কাছে প্রিয় খাবার হলেও বহিরাগতদের কাছে প্রথম প্রচেষ্টায় এটা ভাল নাও লাগতে পারে৷ এই ডিশের অ্যামোনিয়া থাকার কারণে গলায় আটকে যেতে পারে৷
advertisement
আরও পড়ুন : অভাব দূর হয়ে হাতে আসবে টাকার বন্যা! মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তুলসিপাতা রাখুন এভাবে
তালিকার দ্বিতীয় স্থানে আছে আমেরিকার ‘র‌্যামেন বার্গার৷’ র‌্যামেন নুডল বান দিয়ে তৈরি করা হয় এই বার্গার৷ সঙ্গে থাকে মিট প্যাটি৷ তৃতীয় স্থানে আছে জেরুজালেমের য়েরুশালমি কুগেল৷ এই ক্যাসারোল ডিশ তৈরি হয় ক্যারামেলাইডজ সুগার দিয়ে৷ ইহুদিদের বিভিন্ন পরবে এই খাবার খাওয়া হয়৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Worst Indian Food: পৃথিবীর জঘন্যতম খাবারের মধ্যে আছে এই ভারতীয় খাবারও! খেয়েছেন নাকি কখনও? দেখুন তো...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement