Tulsi Leaves Vastu Tips: অভাব দূর হয়ে হাতে আসবে টাকার বন্যা! মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তুলসিপাতা রাখুন এভাবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tulsi Leaves Vastu Tips: শুকনো তুলসি পাতা কিন্তু বাস্তুশাস্ত্রে উপযোগী
তুলসিগাছের মতো এর পাতাও খুবই শুভ। বাড়িতে তুলসিগাছ রাখা শুভ বলে মনে করা হয়। তুলসি গাছ কোনও কারণে শুকিয়ে গেলে তা বাড়িতে রাখা মোটেও উচিত নয়৷ তাতে সংসারের অহিত হয়৷
তবে শুকনো তুলসি পাতা কিন্তু বাস্তুশাস্ত্রে উপযোগী৷ যদি অনেক দিন ধরে আর্থিক দুরবস্থা চলতে থাকে, তাহলে কিছু শুকনো তুলসিপাতা নিয়ে লাল কাপড়ে মুড়ে রাখুন৷ তার পর ওই পুঁটুলি রেখে দিন আলমারিতে৷
advertisement
মনে করা হয় এই বাস্তু টোটকা মেনে চললে মা লক্ষ্মীর কৃপা সব সময় বর্ষিত হয় সংসারে৷ কোনওদিন অর্থের অভাব হয় না৷ যদি গৃহ থেকে বাস্তু দোষ কাটাতে হয়, তাহলে এক ঘটি গঙ্গাজলে মিশিয়ে নিন শুকনো তুলসিপাতা৷ তার পর সেই জল চারদিকে ছড়িয়ে দিন৷ অনেক সময় পড়াশোনায় মনসংযোগ করতে সমস্যা হয় বাচ্চাদের৷
advertisement
আরও পড়ুন : কমলালেবুকে ইংরেজিতে কিন্তু মোটেও ‘Orange’ বলে না! ৯৯% মানুষই জানেন না সঠিক জবাব
সেক্ষেত্রে তাদের পড়ার বইয়ে রেখে দিন শুকনো তুলসিপাতা৷ মনে করা হয় এতে তাদের একাগ্রতা শক্তি বৃদ্ধি পাবে৷ পরীক্ষা, চাকরির ইন্টারভিউ-সহ অন্যান্য শুভ কাজে বার হলে সঙ্গে রাখুন শুকনো তুলসিপাতা৷ সাফল্যের পথ সুগম হবে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 5:50 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tulsi Leaves Vastu Tips: অভাব দূর হয়ে হাতে আসবে টাকার বন্যা! মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তুলসিপাতা রাখুন এভাবে