Knowledge Story: কমলালেবুকে ইংরেজিতে কিন্তু মোটেও 'Orange' বলে না! ৯৯% মানুষই জানেন না সঠিক জবাব
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Knowledge Story: কমলালেবুকে ইংরেজিকে কী বলে জানেন? 'Orange' কিন্তু ভুল উত্তর! ৯৯% মানুষই জানেন না সঠিক জবাব
কমলালেবুর ইংরেজি কী, বললেই চোখ বন্ধ করে আপনি উত্তর দেবেন ‘অরেঞ্জ’। কিন্তু জানেন কি ব্যাকরণগত ভাবে এটাই প্রচলিত হলেও উদ্ভিদবিজ্ঞানের দিক থেকে এটা সঠিক নয়। সেদিক থেকে Orange বললে মোটেও সরাসরি কমলালেবুকে বোঝাবে না।
কৃষিবিদদের মতে, আমরা যাকে অরেঞ্জ বলে চিনি, সেটা আসলে ম্যান্ডারিন (Mandarin)। সহজে বললে, লেবুজাতীয় যে ফল খোসা ছিড়ে, কোষ আলাদা করে খায়, সেটা ম্যান্ডারিন বা ম্যান্ডারিন অরেঞ্জ। আর যে ফল কেটে খেতে হয়, সেটাই হল সুইট অরেঞ্জ (sweet orange) বা অরেঞ্জ (orange)। এর মধ্যে রয়েছে মাল্টা, মুসাম্বি, ভ্যালেন্সিয়া জাতীয় ফল। সুইট অরেঞ্জের বিজ্ঞানসম্মত নাম সাইট্রাস সাইনেনসিস (Citrus Sinensis)। অন্যদিকে ম্যান্ডারিনের বিজ্ঞানসম্মত নাম সাইট্রাস রেটিকুলাটা (Citrus Reticulata)।
advertisement
তাহলে দেখা যাচ্ছে, বিজ্ঞানের দিক থেকে অরেঞ্জ বললে বোঝাবে মাল্টা, মুসাম্বি, ভ্যালেন্সিয়া জাতীয় ফল। কমলা বা কমালেবু হল ম্যান্ডারিন বা ম্যান্ডারিন অরেঞ্জ। ভারতের বাইরে ফলের দোকানে orange বলতে বোঝাবে মাল্টা, মুসাম্বি, ভ্যালেন্সিয়া জাতীয় ফল। কমলালেবু খাওয়ার ইচ্ছে হলে বলতে হবে ম্যান্ডারিন, ট্যাঞ্জারিন বা ক্লেমেন্টাইন্স। এগুলি সবই বিভিন্ন প্রজাতির কমলালেবু। আমাদের দেশে সাধারণত যেটি পাওয়া যায়, সেটি ম্যান্ডারিন।
advertisement
advertisement
বহুল প্রচলনের কারণে আমাদের অভিধানেও কমলালেবুর ইংরেজি আছে অরেঞ্জ (orange)। ব্যবহারগত দিক থেকেও ভারতের মাটিতে কমলালেবুকে অরেঞ্জ নামে ইংরেজিতে ডাকা ভুল নয়। কিন্তু বিজ্ঞানের দিক থেকে জেনে রাখুন কমলালেবু র ইংরেজি হল Mandarin বা Mandarin Orange। পাশাপাশি Orange বলতে বোঝাবে মাল্টা, মুসাম্বিকে।
আরও পড়ুন : মৃত স্বামীর দেহ থেকে সংগ্রহ করা শুক্রাণুর সাহায্যে মা হবেন ৬২ বছরের বৃদ্ধা! অনুমতি আদালতের
তবে নামের কচকচি যা-ই হোক না কেন, গুণের দিক থেকে পুষ্টিতে ঠাসা কমলালেবু, মুসাম্বি থেকে শুরু করে মাল্টা-সবই। তাই ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শ নিয়ে শীতকালীন ডায়েটে রাখতে ভুলবেন না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 1:03 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Knowledge Story: কমলালেবুকে ইংরেজিতে কিন্তু মোটেও 'Orange' বলে না! ৯৯% মানুষই জানেন না সঠিক জবাব