Viral: মৃত স্বামীর দেহ থেকে সংগ্রহ করা শুক্রাণুর সাহায্যে মা হবেন ৬২ বছরের বৃদ্ধা! অনুমতি আদালতের

Last Updated:

Viral: ঠিক করেন, ৬১ বছর স্বামীর শুক্রাণুর সাহায্যে সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভ করবেন

বিচারককে বোঝান, মৃত্যুর আগে একবার সন্তানের মুখ দেখতে চান তিনি
বিচারককে বোঝান, মৃত্যুর আগে একবার সন্তানের মুখ দেখতে চান তিনি
দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মৃত স্বামীর শুক্রাণুর উপর অধিকার পেলেন ৬২ বছর বয়সি বৃদ্ধা। বিচারককে বোঝান, মৃত্যুর আগে একবার সন্তানের মুখ দেখতে চান তিনি। প্রসঙ্গত ২০১৯ সালে পথ দুর্ঘটনায় তাঁদের ৩১ বছর বয়সি পুত্রসন্তান মারা যান। ৬ বছর পর জলে ডুবে অকালমৃত্যু হয় তাঁদের ২৯ বছর বয়সি কন্যার।
এই দুই ঘটনার অভিঘাতে শোকস্তব্ধ হয়ে যান ওই দম্পতি। ঠিক করেন, ৬১ বছর স্বামীর শুক্রাণুর সাহায্যে সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভ করবেন। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই গত ১৭ ডিসেম্বর প্রয়াত হন প্রৌঢ় স্বামী। হাসপাতালের মর্গে আবেদন করেন প্রৌঢ়া। যাতে তাঁর স্বামীর শুক্রাণু সংগ্রহ করে রাখা হয়।
তাঁর আবেদনে সাড়া দেয়নি হাসপাতাল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট থেকে জরুরিকালীন আদেশ আনার জন্য প্রৌঢ়াকে নির্দেশ দেওয়া হয়। গবেষকদের ধারণা, মৃত্যুর এক থেকে দুই দিনের মধ্যে রিপ্রোডাক্টিভ টিস্যু সংগ্রহ করে নিতে হবে।
advertisement
advertisement
বৃদ্ধার আবেদনে সাড়া দেন বিচারক ফিয়োনা সিওয়ার্ড। তবে সেইসঙ্গে এই নির্দেশও দেন যে ফার্টিলাইজেশনের জন্য ওই শুক্রাণু ব্যবহারের আগে আলাদা কোর্ট অর্ডার দরকার হবে। গত ২১ ডিসেম্বর আদালত এই আদেশ দিলেও তা প্রকাশ্যে এসেছে এত দিনে।
আরও পড়ুন : ভাতের পাশে একবাটি এই ডাল…দ্রত কমাবে ওজন, কাছে আসবে না হৃদরোগ, ক্যানসার
অভিনব হলেও মৃত সঙ্গীর দেহ থেকে বীর্য সংগ্রহ করার ঘটনা নতুন নয় অস্ট্রেলিয়ায়। গত বছর জুন মাসে অস্ট্রেলীয় তরুণী অনুমতি পান তাঁর ২৯ বছর বয়সি স্বামীর দেহ থেকে শুক্রাণু সংগ্রহ করার। সেই তালিকায় এবার যুক্ত হল এই বৃদ্ধার নামও। তবে তাঁর নাম পরিচয় প্রকাশ্যে আনেনি অস্ট্রেলীয় সংবাদমাধ্যম।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: মৃত স্বামীর দেহ থেকে সংগ্রহ করা শুক্রাণুর সাহায্যে মা হবেন ৬২ বছরের বৃদ্ধা! অনুমতি আদালতের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement