Weight Loss Tips: ভাতের পাশে একবাটি এই ডাল...দ্রত কমাবে ওজন, কাছে আসবে না হৃদরোগ, ক্যানসার

Last Updated:

Weight Loss Tips: কালোজিরে, ঘি, শুকনোলঙ্কার ফোড়নে মটরডালের স্বাদ অমৃত। শীতে এর মধ্যে পড়ে মরশুমি সবজি।

কালোজিরে, ঘি, শুকনোলঙ্কার ফোড়নে মটরডালের স্বাদ অমৃত
কালোজিরে, ঘি, শুকনোলঙ্কার ফোড়নে মটরডালের স্বাদ অমৃত
বাঙালি হেঁশেল মানেই ভাতের সঙ্গে ডাল। নানারকম ডাল খাওয়ার রীতি আছে বাঙালি বাড়িতে। ফোড়ন বিশেষে পাল্টে যায় একই ডালের স্বাদ। প্রচলিত সেরকমই একটি ডাল হল মটরডাল। ভাঙা মটর হলে হলে সেটা রান্না করা হয় ডাল হিসেবে। গোটা মটরদানায় তৈরি হয় ঘুগনি। কালোজিরে, ঘি, শুকনোলঙ্কার ফোড়নে মটরডালের স্বাদ অমৃত। শীতে এর মধ্যে পড়ে মরশুমি সবজি। স্বাদের পাশাপাশি গুণের দিকেও এই ডাল অতুলনীয়। বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।
প্রোটিনের ভান্ডার
উদ্ভিজ্জ প্রোটিন প্রচুর পরিমাণে আছে এই ডালে। এক কাপ বা ২৪০ গ্রাম মটর ডালে প্রায় ১৭ গ্রাম প্রোটিন থাকে। শরীরের কোষ, টিস্যু, পেশির সুস্থতার জন্য প্রোটিন প্রয়োজনীয়।
advertisement
ফাইবার সরবরাহ
মটরডালে অত্যাবশ্যকীয় ফাইবার প্রচুর পরিমাণে আছে। পরিপাক ক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে ফাইবার। হৃদরোগ ও টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে দেয়।
advertisement
ভিটামিন ও খনিজ সরবরাহ
ভিটামিন সি, ভিটামিন বি-১, বি-২, বি-৩, বি-৬ প্রচুর পরিমাণে আছে এই ডালে। পাশাপাশি আছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং জিঙ্ক। শারীরিক বিভিন্ন কার্যকারিতার জন্য এই উপাদানগুলি প্রয়োজনীয়।
রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি
মটরডালের অ্যান্টি অক্সিড্যান্ট শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। মরশুমি অসুখ থেকে দেয় সুস্থতা।
advertisement
হৃদরোগের আশঙ্কা কমায়
এই ডালের ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম হৃদরোগের আশঙ্কা রোধ করে।
ডায়াবেটিসের ঝুঁকি কমায়
ফাইবার সমৃদ্ধ মটরডালে গ্লাইসেমিক ইনডেক্স কম। পলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
advertisement
ফাইবার সমৃদ্ধ মটরডাল দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা রোধ করে। ওজন বৃদ্ধির আশঙ্কাও দূর হয়।
ক্যানসারের ঝুঁকি কম
অ্যান্টি অক্সিড্যান্ট ভরপুর মটরডাল free radical থেকে শরীরকে রক্ষা করে। কোষের ক্ষতি এবং ক্যানসারের আশঙ্কা রোধ হয় এর গুণে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss Tips: ভাতের পাশে একবাটি এই ডাল...দ্রত কমাবে ওজন, কাছে আসবে না হৃদরোগ, ক্যানসার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement