Hypertension may affect intimate moments : বিঘ্নিত যৌনজীবন? উচ্চরক্তচাপ এর কারণ নয় তো?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
দেখা যাক উচ্চরক্তচাপ কী করে যৌন জীবনকে ব্যাহত করে৷(sexual life may be affected by hypertension)
শুধু হৃদযন্ত্র বা কিডনিই নয়৷ হাইপারটেনশন বা উচ্চরক্তচাপ প্রভাব ফেলে যৌনাঙ্গের উপরও৷ ফলে ব্যাহত হয় যৌনজীবনও৷ দেখা যাক উচ্চরক্তচাপ কী করে যৌন জীবনকে ব্যাহত করে৷(sexual life may be affected by hypertension)
মনে রাখবেন, হাইপারটেনশন শরীরের যে কোনও অঙ্গের ক্ষতিসাধন করতে পারে৷ এর ফলে ব্যাহত হয় রক্তপ্রবাহ৷ মাস্তিষ্ক থেকে পায়ের পাতা অবধি যে কোনও অঙ্গ এর ফলে ক্ষতির মুখোমুখি হতে পারে৷ পরিণামে, সারা শরীর জুড়েই হাইপারটেনশনের কুপ্রভাব দেখা দিতে পারে৷
হাইপারটেনশনের প্রভাবে সঙ্কুচিত হয়ে পড়ে আর্টারি৷ পাশাপাশি উচ্চরক্তচাপের জেরেই ঘনিষ্ঠ সময়ে পেলভিক এরিয়ায় স্বাভাবিক রক্তপ্রবাহ বাধা পায়৷ এর ফলে নারী পুরুষ নির্বিশেষে বিঘ্নিত হয় যৌনজীবন৷
advertisement
advertisement
আরও পড়ুন : ঘরে বাইরে সামলাতে গিয়ে নাস্তানাবুদ? ব্যক্তিগত ও পেশাদার জীবনের মধ্যে ভারসাম্য রাখুন এভাবেই
ইরেক্টাইল ডিসফাংশন-
নারীদের তুলনায় পুরুষদের যৌনজীবনের উপর হাইপার টেনশনের প্রভাব বেশি পড়ে৷ পেনিসে অপর্যাপ্ত ব্লাড সার্কুলেশন হয় উচ্চরক্তচাপের কারণে৷ ফলে ইরেক্টাইল ডিসফাংশনের মতো সমস্যা দেখা দেয়৷ দীর্ঘ দিন যৌন জীবন ব্যাহত হলে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে উচ্চরক্তচাপ সংক্রান্ত অন্যান্য সমস্যার চিকিৎসা প্রয়োজনীয়৷
advertisement
আরও পড়ুন : উপুর হয়ে ঘুমনোর অভ্যাস? জানেন কি এর ফলে মৃত্যুও হতে পারে
শারীরিক সম্পর্কের ইচ্ছে কমে যাওয়া-
মহিলাদের উচ্চরক্তচাপের সমস্যা বেশি থাকলে লিবিডো কমে যায়৷ ফলে শারীরিক সম্পর্কের ইচ্ছেও তলানিতে এসে পৌঁছয়৷ কারণ উচ্চরক্তচাপের ফলে মিলারা সহজেই ক্লান্তির শিকার হন৷ যদি মহিলাদের জেনিটালিয়ায় রক্তের প্রবাহ কম পৌঁছয়, তাহলে সঙ্গমের সময় তাঁদের সাড়া দিতে সমস্যা হতে পারে৷
advertisement
আরও পড়ুন : দীর্ঘ স্ক্রিনযাপনে চোখ রণক্লান্ত? দৃষ্টিশক্তি উজ্জ্বল করতে সঙ্গে থাকুক এই আয়ুর্বেদিক উপাদানগুলি
মানসিক সমস্যা-
যৌন জীবন ব্যাহত হলে নারী পুরুষের মানসিক স্বাস্থ্যও ভেঙে পড়তে পারে৷ অনেকেই স্ট্রেস ও উদ্বেগের শিকার হয়ে পড়েন৷ ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার হয়ে পড়েন অনেকেই৷ উপশমের সেরা উপায় হল চিকিৎসকের পরামর্শ নেওয়া৷ এছাড়া প্রয়োজনে সাহায্য নেওয়া যেতে পারে মনোবিজ্ঞানীরও৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2022 3:51 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hypertension may affect intimate moments : বিঘ্নিত যৌনজীবন? উচ্চরক্তচাপ এর কারণ নয় তো?