Honey: জলের সঙ্গে, দুধের সঙ্গে নাকি...কোষ্ঠকাঠিন‍্য, ব্লাড প্রেশার, হাজার রোগের মহৌষধ মধু! কীভাবে খেলে মিলবে উপকার? জেনে নিন

Last Updated:

আয়ুর্বেদ মত অনুসারে আট রকম মধু আছে। এরমধ্যে কোনও মধু তৈরি করে বড় বড় মৌমাছি। আবার কোনটি ছোট মৌমাছি। আবার কোনটি তৈরি করে ভ্রমরা। কোনোটি বা ফুল থেকে আপনি ঝরে পড়ে। মধু অনেক রোগ সারিয়ে দেয়। 

মধু 
মধু 
উত্তর দিনাজপুর: প্রাচীনকালে অনেক লোক মধু খেয়ে দীর্ঘ জীবন লাভ করেছেন। একজন স্বাস্থ্যবান দীর্ঘজীবীর কাছে তার সুস্থ ও দীর্ঘ জীবনের রহস্য জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন “আমার অখণ্ড দৈহিক শক্তির একমাত্র কারণ আমি প্রতিদিন এক চামচ পরিমাণে মধু গরম জলে ফুটিয়ে পান করি”।
আয়ুর্বেদিক চিকিৎসক ড: জিতেন্দ্র বর্মন জানান, আয়ুর্বেদ মত অনুসারে আট রকম মধু আছে। এরমধ্যে কোনও মধু তৈরি করে বড় বড় মৌমাছি। আবার কোনটি ছোট মৌমাছি। আবার কোনটি তৈরি করে ভোমরা। কোনোটি বা ফুল থেকে আপনি ঝরে পড়ে। মধু অনেক রোগ সারিয়ে দেয়।
advertisement
advertisement
১) মধু খুব পুষ্টিকর এবং সব রকম চোখের রোগে উপকারী। নতুন মধু একটু শ্লেষ্মা সৃষ্টি করলেও যারা রোগা তারা খেলে একটু মোটা হবেন আর পুরাতন মধু খেলে আবার যারা মোটা তারা রোগা হবেন।
২) এছাড়াও মধু কুষ্ঠ, অর্শ, রক্তপিত্ত , ক্লান্তি, বমি, ইত্যাদি রোগ উপশম করে। মধুর সঙ্গে গুড় মিশিয়ে খেলে বমি বন্ধ হয়।
advertisement
৩) বয়স্কদের সকালের জলখাবার আটার রুটি ও গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে তা যেমন তৃপ্তিকর তেমনি পুষ্টিকরও। কোষ্ঠ রক্ত পরিষ্কারক বলকর ও স্বাস্থ্যকর।
৪) এছাড়াও জলের সঙ্গে অল্প মধু মিশিয়ে খেলে পাকস্থলীর ক্ষত সারে। চোখের অসুখেও মধু উপকার। এছাড়াও দুই চামচ পাতিলেবুর রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে যারা ব্লাড প্রেসারে ভুগছেন তাদের উচ্চ রক্তচাপ কমবে।
advertisement
৫) শরীরের বাইরে কোন অংশের ক্ষততে মধুর প্রলেপ লাগালে অনেক সময় মলম-এর চেয়েও বেশি উপকার পাওয়া যায়। চায়ের সঙ্গে মধু ও আদার রস মিশিয়ে খেলে সর্দি ও শ্লেষ্মা রোগের উপশম হয় । এছাড়াও দুর্বল শিশুকে দু-একফোঁটা মধু দুধের সঙ্গে মিশিয়ে দিনে দুবার খাওয়ালে তার স্বাস্থ্য ভাল হয়, শক্তি লাভ করে।
advertisement
দীর্ঘ জীবন সুস্থ থাকার চাবিকাঠি হল মধু। তাই রোজ মধু খেতে কিন্তু ভুলবেন না।
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Honey: জলের সঙ্গে, দুধের সঙ্গে নাকি...কোষ্ঠকাঠিন‍্য, ব্লাড প্রেশার, হাজার রোগের মহৌষধ মধু! কীভাবে খেলে মিলবে উপকার? জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement