রূপচর্চাই হোক বা শারীরিক কোনও সমস্যা-প্রকৃতির কাছে গেলে সে আমাদের কখনওই ফিরিয়ে দেয় না৷ পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর (Rujuta Diwekar) প্রাকৃতিক উপাদানের উপর বরাবরই নির্ভর করেন৷ আরও এক বার সে প্রমাণ রাখলেন তিনি৷ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তাঁর প্রাকৃতিক ফর্মুলা৷ এমন সমস্যার সমাধান লুকিয়ে আছে সেই ফর্মুলায়, তাতে ভুক্তভোগী অগণিত মানুষ৷ সেই সমস্যা হল ড্রাই স্ক্যাল্প, চুল পড়া এবং অকালপক্বতা৷ চুলের এই সমস্যাগুলিতে নাজেহাল বয়স নির্বিশেষে নারী পুরুষ উভয়েই৷
রুজুতা জানিয়েছেন এমন এক তেলের কথা, যাতে দূর হবে এই সব সমস্যাই (Homemade Winter special oil for dry scalp, hair fall and greying hair)৷ সম্পূর্ণ প্রাকৃতিক সেই তেল তৈরি করা সহজ৷ তৈরি করা যাবে বাড়িতেই৷ উপকরণ হিসেবে নিতে হবে ২০ টা জবাফুল, ৩০ টা নিমপাতা, ৩০ টা কারিপাতা, ৫ টা ছোট পেঁয়াজ, ১ চামচ মেথিদানা, ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছের পাতা ১ টি, জুঁইফুল ১৫ থেকে ২০ টা, নারকেল তেল ১ লিটার৷ ১ লিটার তেলে সারা বছরের চুলের রসদ তৈরি থাকবে৷ তেলের পরিমাণ কমলে তার সঙ্গে মানানসই করে কমাতে হবে বাকি উপকরণও৷
আরও পড়ুন : ভেজাল দেওয়া মাখন খাচ্ছেন নাকি? যাচাই করুন সহজ পরীক্ষায়
মেথিদানা জলে ভিজিয়ে রাখুন আধঘণ্টার জন্য৷ ঘৃতকুমারী বা অ্যালোভেরার পাতা ছোট ছোট টুকরো করে কেটে রাখুন৷ এ বার সব উপকরণ একসঙ্গে বেটে নিন শিলনোড়ায়৷ যদি শিলনোড়া না থাকে, মিক্সিতেও পিষে মিশিয়ে নিতে পারেন৷ এ বার এক লিটার নারকেল তেল গরম করতে বসান৷ তার মধ্যে মিশিয়ে দিন সব উপকরণের মিশ্রণ৷ ঢিমে আঁচে গরম করুন প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট ধরে৷ তেলের রং পাল্টে ঘন সবুজ হয়ে যাবে৷ এ বার নামিয়ে তেল ঠান্ডা হতে দিন৷ তার পর তেল ছেঁকে নিন৷ তেল সংগ্রহ করে রাখুন বোতলে৷ ছাঁকনিতে রয়ে যাওয়া মিশ্রণের মণ্ড ব্যবহার করুন স্ক্রাবার হিসেবে৷
আরও পড়ুন : ঠোঁটের রং কালো হয়ে গিয়েছে? রইল একগুচ্ছ ঘরোয়া টোটকা
রুজুতা তেল তৈরির পুরো প্রক্রিয়াই শেয়ার করেছেন ভিডিওতে৷ কিন্তু তেল তৈরি করলেই তো হবে না৷ মাখতেও হবে সঠিক উপায়ে৷ কীভাবে মালিশ করলে তেলের উপকারিতা পাওয়া যাবে পুরোপুরি? সেটাও ধাপে ধাপে দেখিয়েছেন রুজুতা৷
আরও পড়ুন : চুল পড়ার সমস্যায় নাজেহাল? দেখুন তো এই কারণগুলি দায়ী কিনা
আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন এই জাদু-তেল৷ আপনার চুল ও ত্বকের যত্ন হাজির হবে একইসঙ্গে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।