কলকাতা দাপাচ্ছেন হোম-বেকাররা, সাফল্যের রহস্য কী? বাড়িতে আপনিও শুরু করুন ব্যবসা!

Last Updated:

দীর্ঘদিন ধরেই বাঙালি ঘরের মহিলারা শখে, আহ্লাদে নিজেদের মতো করে কেক তৈরি করেছেন। গত কয়েক বছরে সেখানে লেগেছে পেশাদারিত্বের ছোঁয়া।

কেক বিস্কুটের ইতিহাস ঘাঁটতে গেলে খুব সহজেই উঠে আসে কলকাতার নাম। অন্তত ভারতবর্ষের ইতিহাসে তো বটেই। কারণটা খুব সহজ— ব্রিটিশ উপনিবেশের রাজধানী এই শহর।
বেকারির ইতিহাসে মিশরীয় না রোমান, কাদের নাম আগে আসবে তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু ৩০০ খ্রীস্টপূর্বাব্দে রোমানদের বেকিং প্রীতি বেশ জনপ্রিয় হয়ে পড়ে। আর শুধু ব্রিটিশ নয়, ডাচ, পর্তুগিজ, ফরাসিরা একে একে এ দেশে এসে কলকাতা, চন্দননগর, শ্রীরামপুরের মতো একাধিক শহরে জমিয়ে বসেছিল তাদের কর্তৃত্ব। তাই সেই সংস্কৃতি তো রয়েই গিয়েছে।
advertisement
আজও এই শীত-শীত উত্তুরে হাওয়া বইতে শুরু করলে বাঙালি গুটিগুটি এগিয়ে যায় কেকের দোকানের দিকে। দূর দূরান্ত থেকে মানুষ এসে জড়ো হন বো-ব্যারাকে। হরেক কিসিমের কেক নিয়ে তখন ব্যস্ত সেখানকার প্রতিটি ঘর। শুধু কলকাতা কেন! দূরপাল্লার যে সব ট্রেন বাঁকুড়া-পুরুলিয়া পেরিয়ে বিহারের দিকে মোড় নেয়। সে সব ট্রেনের যাত্রীরাও মুখিয়ে থাকেন আদ্রা জংশনের জন্য। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে অসাধারণ স্বাদের কেক তাঁরা ভরে নেন ঝোলায়। ওই সব এলাকায় ছোট ছোট ঘরে গড়ে ওঠে বেকারি। স্বাদে গন্ধে কোনও অংশে দামি ব্র্যান্ডের চেয়ে কম নয়।
advertisement
advertisement
সেই ঐতিহ্য আর ইতিহাসকে পুঁজি করেই গত এক দশকে কলকাতায় গড়ে উঠেছে হোম বেকারি। দীর্ঘদিন ধরেই বাঙালি ঘরের মহিলারা শখে, আহ্লাদে নিজেদের মতো করে কেক তৈরি করেছেন। গত কয়েক বছরে সেখানে লেগেছে পেশাদারিত্বের ছোঁয়া। একদিকে যেমন খুলেছে রোজগারের নতুন পথ। তেমনই স্বাদেও এসেছে নতুনত্বের ছোঁয়া। শুধু স্বাদই বা কেন, ইদানীং কালে দর্শনধারী কেক নিয়েও তুঙ্গে মাতামাতি।
advertisement
সেখানে ব্র্যান্ডের চেয়ে কয়েকগুণ এগিয়ে থাকছে হোম-বেকারিগুলি। যাঁরা বাড়িতে কেক বানান, তাঁরা একই সঙ্গে তৈরি করেন কুকি, বিস্কুট, চকোলেট— সবই। ফলে এই মরশুমে দম ফেলার ফুরসত থাকে না।
কলকাতা ও সংলগ্ন এলাকায় এই হোম-বেকারি জনপ্রিয় হয়ে ওঠার বেশ কিছু কারণ রয়েছে।
পছন্দ মতো কেক—
নিজের মনের মতো স্বাদ আর মনে মতো চেহারার কেক, পেস্ট্রি পেতে কার না ভাল লাগে। গত কয়েক বছরে এই বিষয়টিকেই গুরুত্ব দিয়েছেন হোম-বেকাররা। আর সেখানেই জয় হয়েছে তাঁদের। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় অনেকেই এখন কম মিষ্টি খেতে পছন্দ করেন। তাই কম চিনি, গ্লুটেন-ফ্রি কেকের কদর বাড়ছে। নামী দামি হলেই সাধারণ ব্র্যান্ডে সেই ভরসা রাখতে পারেন না অনেকেই। তার কারণ ব্যপ্তি। পছন্দের হোম-বেকারের কাছ থেকে কেক নেওয়াকে তাই অনেকেই নিরাপদ বলে মনে করেন।
advertisement
তাছাড়া কেক হয়ে উঠেছে শিল্প। প্রিয় মানুষের জন্মদিন বা বিবাহবার্ষিকী বা অন্য কোনও বিশেষ দিনে কেক কিনতে হলে আজকাল অনেকেই কেকের নকশার উপর জোর দেন। শুধু ফুলেল নকশা বা সিন্ডারেলার দিন গিয়েছে। তাবড় হোম-বেকারের হাতের কেরামতিতে কেক হয়ে ওঠে ‘আপনি যা চান, ঠিক তাই’।
advertisement
পরিচ্ছন্নতা—
বেকারির পরিচ্ছন্নতা নিয়ে সব সময়ই একটা প্রশ্নচিহ্ন ঝুলে থাকে। সাধারণ বেকারির পণ্যে খুব বেশি পরিচ্ছন্নতা আশা করাও যায় না। বরং অপরিচ্ছন্নতাই একটা প্রবাদের মতো হয়ে গিয়েছে।
সেখানে হোম বেকার নিজের বাড়িতে বসে একটি কেক বানাবেন, তাঁকে ভরসা করা অনেক সহজ। বিশ্বাসযোগ্যতাই এই ব্যবসার মূল ভরসা।
advertisement
সকলের থেকে আলাদা—
অনেক অভিজ্ঞ হোম বেকারই ব্যবহার করেন কোনও না কোনও ‘সিক্রেট রেসিপি’। এই বিশেষত্বও হোম-বেকারদের প্রতি আকৃষ্ট করছে মানুষকে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কলকাতা দাপাচ্ছেন হোম-বেকাররা, সাফল্যের রহস্য কী? বাড়িতে আপনিও শুরু করুন ব্যবসা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement