নতুন বছরের শুরুতেই তুষারপাতের আভাস! উৎসবের আমেজে জমজমাট শৈলশহর
- Published by:Sanchari Kar
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
ইংরেজি নববর্ষের আগে পাহাড়ে এখন উৎসবের মেজাজ। কেভেন্টার্স হোক বা গ্লেনারিজ, লম্বা লাইন! তার সঙ্গেই হিমশীতল ঠান্ডা।
#দার্জিলিং: শেষ চার দিনে সূর্যের দেখা নেই। নেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দর্শনও! কুয়াশা ঘিরে ফেলেছে গোটা পাহাড়কে। হাড়হিম ঠান্ডায় কাঁপছে শৈলশহর। তবে আবহাওয়া নিয়ে মন খারাপের মাঝে আছে ফেস্টিভ মুড। ম্যাল পর্যটকদের ভিড়ে গিজগিজ করছে। তিল ধারণের জায়গা নেই।
হাতে গোনা দিন বাকি। ইংরেজি নববর্ষের আগে পাহাড়ে এখন উৎসবের মেজাজ। কেভেন্টার্স হোক বা গ্লেনারিজ, লম্বা লাইন! তার সঙ্গেই হিমশীতল ঠান্ডা। তাতে কী এসে যায়! কেউই আর হোটেলবন্দি নয়। ইতিউতি চোখ পড়লেই দেখা মিলছে আগুন পোহানোর ছবি। অপেক্ষা এখন তুষারপাতের। সান্দাকফুর তাপমাত্রা নেমে এসেছে ১ ডিগ্রিতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, নতুন বছরের গোড়াতেই বরফ পড়তে পারে পাহাড়ে। আর বছর শেষে পাহাড়ে বেড়াতে এসে যদি ট্যুরিজম ফেস্টিভালের দেখা মেলে, আর কী-ই বা চাই! নাচে-গানে জমজমাট উৎসব। জিটিএর উদ্যোগে শুরু হয়েছে এই দার্জিলিং ট্যুরিজম ফেস্টিভাল। এখানে মিলছে রকমারি খাবার। স্পেশাল মোমো, সিক কাবাব! জিভে জল আনার জোগাড়!
advertisement
advertisement
এখানেই শেষ নয়। রয়েছে স্থানীয়দের তৈরি উলের পোশাক। রকমারি টুপি, মাফলার, হ্যাণ্ড গ্লাভস। মিলছে বেড়াবার নয়া ডেস্টিনেশনের খোঁজ। এক মঞ্চে হাজারো স্টল। ম্যালে জমিয়ে আড্ডার মাঝে স্টলে স্টলে বেড়িয়ে আসা যায়। কিছু খাওয়া আর কিছু কেনা! কুয়াশার মাঝে নিজেকে হারিয়ে ফেলা। হর্স রাইডিংয়ে মেতে কচিকাঁচারা! চলছে দেদার সেল্ফি আর গ্রুপফি তোলা। ঠাণ্ডাকে উপভোগ করতেই যেন এই সময়ে পাহাড়কে বেছে নেওয়া। সঙ্গে বাড়তি পাওনা এই ট্যুরিজম ফেস্টিভাল। পর্যটকরাও অন্য মেজাজে। মূলত পাহাড়ের পর্যটনকে সর্বত্র তুলে ধরতেই এই ফেস্টিভ্যালের আয়োজন।
advertisement
জিটিএর চিফ এগজিকিউটিভ জানান, এখানকার পর্যটন শিল্পকে আকর্ষণীয় করতেই এই উদ্যোগ। এখন অপেক্ষা তুষারপাতের। বেড়াতে আসা পর্যটক ময়ূরিকা ভট্টাচার্য ও শ্রাবণী নিয়োগীরা বলছেন, ঠান্ডাকে উপভোগ করতেই তো এই সময়টাকে বেছে নেওয়া। বরফ দেখার অপেক্ষাই রয়েছি। টাইগার হিল বা চিড়িয়াখানায় শুধুই ভিড় আর ভিড়। খুশী পর্যটন ব্যবসায়ীরাও।
পার্থ প্রতিম সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2022 8:28 PM IST