বাইরের রাজ্যে থাকলেও দেওয়া যাবে ভোট, নতুন পদ্ধতি নিয়ে ভাবনা নির্বাচন কমিশনের
- Published by:Suvam Mukherjee
- Written by:Rajib Chakraborty
Last Updated:
ভোটদানের হার এতো কম হওয়ায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। আর সেই জন্যই এবার আরভিএমের ভোটদান ব্যবস্থা চালু করতে চলেছে কমিশন।
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: দেশে লোকসভা নির্বাচনে ভোটদানের হার অত্যন্ত কম। সারা দেশের বৈধ ভোটারের মাত্র এক তৃতীয়াংশ ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের তরফে এমনই জানানো হয়েছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ লোকসভা নির্বাচনে সারা দেশে ভোটদানের হার ছিল মাত্র ৩৫ শতাংশ। ২০১৯ সালে ভোটদানের হার সামান্য বেড়ে হয় ৩৬ শতাংশ।
ভোটদানের হার এতো কম হওয়ায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। আর সেই জন্যই এবার আরভিএমের ভোটদান ব্যবস্থা চালু করতে চলেছে কমিশন। কর্মসূত্রে অন্য জায়গায় থাকা যে ভোটাররা ভোটদান করতে পারেন না, তাঁদের জন্য এই ব্যবস্থা চালু করা হবে।
মূল ভাবনার বিষয়, ইভিএম এর মতোই এক্ষেত্রে রিমোর্ট ভোটিং মেশিন রাখা হবে। কর্মসূত্রে অন্য রাজ্যে থাকা ভোটাররা নিজের এলাকায় এসে ভোটদান করতে না পারলে এই রিমোর্ট ব্যবহার করে ভোটদান করা যাবে।
advertisement
advertisement
রিমোর্ট ভোটিং মেশিন চালু করা নিয়ে রাজনৈতিক দলগুলির মতামত ইতিমধ্যে চেয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি রাজনৈতিক দলকে দুজন করে প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে। তাঁদের সঙ্গে সরাসরি এনিয়ে আলোচনা করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
কমিশনের বক্তব্য, দেশের ৯০ কোটি ভোটারের মধ্যে ভোটদানে বিরত থাকেন কমপক্ষে ৩০ কোটির বেশি ভোটার। তাঁরা প্রত্যেকেই কর্মসূত্রে ভিন্ন জায়গায় থাকেন। ২০১৫ সালে সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। ১৬ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রিমোর্ট ভোটদান নিয়ে আলোচনা করবে নির্বাচন কমিশন।
advertisement
ভিন্ন জায়গায় থাকা ভোটারদের জন্য নানান দিক ভাবনা চিন্তা করছে নির্বাচন কমিশন। তারমধ্যে রয়েছে ইলেকট্রনিক ট্রানজিট পোস্টাল ব্যালট, ইন্টারনেটের সাহায্যে ভোটদান। এক্ষেত্রে ভোটারের পরিচয় পত্র দেখার পর তাঁর কেন্দ্র যাচাই করবেন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার।
advertisement
তারপরেই স্ক্রিনে দেখা যাবে দলের প্রতীক। সেখান থেকেই রিমোর্ট ব্যবহার করে ভোটদান করতে পারবেন ভোটদাতারা। সঙ্গে সঙ্গে সেই ভোটদান রাজ্যের কোড এবং কেন্দ্র অনুযায়ী রেকর্ড হয়ে যাবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2022 2:09 PM IST