Hollong Bunglow Reopen: বড়দিনের আগেই এল সুখবর...! হলং বন বাংলো নিয়ে বড় আপডেট, পর্যটকদের মুখে ফুটবে চওড়া হাসি

Last Updated:

Hollong Bunglow Reopen: বন বাংলোর মূল আকৃতি অপরিবর্তিত রেখে রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছিল বন দফতরের পক্ষ থেকে। এই প্রস্তাব অনুমোদন পাওয়ার পর খুশি হাওয়া জলদাপাড়া জাতীয় উদ্যানে।

+
হলং

হলং বাংলো

মাদারিহাট, অনন্যা দে: অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া হলং বন বাংলো পুনরায় নির্মাণের জন্য মিলল অনুমোদন। বন বাংলোর মূল আকৃতি অপরিবর্তিত রেখে রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছিল বন দফতরের পক্ষ থেকে। এই প্রস্তাব অনুমোদন পাওয়ার পর খুশি হাওয়া জলদাপাড়া জাতীয় উদ্যানে।
১৮ জুন, ২০২৪ তারিখ ছিল জলদাপাড়া জাতীয় উদ্যানের বুকে একটি কালো দিন। দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের জেরে  হলং বন বাংলো সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের স্থান ছিল হলং বন বাংলো। একবার এই বন বাংলোতে রাত্রিযাপনের সুযোগ কোনও পর্যটক হাতছাড়া করতে চাইতেন না। ১৯৬৭ সালে হলং বাংলো তৈরি হয়৷ প্রধান আকর্ষণ ছিল কাঠের তৈরি কাঠামো৷ সেই কারণেই দেশ-বিদেশের পর্যটকরা ছুটে আসতেন এই বাংলোয়৷ এমনকী, যাঁরা থাকার জায়গা পেতেন না, তাঁরা শুধু ছবি তোলার জন্য জলদাপাড়ার এই বাংলোয় আসতেন৷ সেই বিষয়টিও নতুন করে তৈরির সময় মাথায় রাখছে বন দফতর৷
advertisement
আরও পড়ুনঃ চোখ খুললেই সামনে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ! বড়দিনের ভিড় এড়াতে ঘুরে আসুন ‘সামথার’, কালিম্পংয়ের ‘হিডেন জেম’
১৮ জুন রাতে হঠাৎই আগুন লেগে পুড়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বন বাংলো। এটি ঘণ্টাখানেকের মধ্যেই ভস্মীভূত হয়ে যায়। পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকরা চাইছিলেন এই বাংলোটি তৈরি করা হোক নতুন করে। আগুনে পুড়ে যাওয়ার পর রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা জলদাপাড়া আসেন। বাংলোটি পুনরায় করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। অবশেষে বাংলোটি তৈরি হতে চলেছে। তাই পুনরায় হলং বাংলো তৈরির খবরে উচ্ছ্বসিত বন দফতর ও পর্যটন ব্যবসায়ীরা। জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাশওয়ান জানান, “আগের মতই হলং বাংলো তৈরি করা হবে। কাঠের বাংলো তৈরি করা হবে। আগামী সপ্তাহেই টেন্ডার করা হবে। যত টুকু জায়গাতে বাংলোটি ছিল, তত টুকু জায়গাতেই তৈরি হবে।”
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hollong Bunglow Reopen: বড়দিনের আগেই এল সুখবর...! হলং বন বাংলো নিয়ে বড় আপডেট, পর্যটকদের মুখে ফুটবে চওড়া হাসি
Next Article
advertisement
Khaleda Zia Passed Away: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী থেকে ক্ষমতার চূড়ায় থাকা শীর্ষ নেত্রী, দক্ষিণ এশিয়ার ‘পাওয়ার ওম্যানদের’ অন্যতম, চিনে নিন খালেদা জিয়াকে
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী থেকে ক্ষমতার চূড়ায় থাকা শীর্ষ নেত্রী -খালেদা জিয়া
  • বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, ৮০ বছর বয়সে মারা গেছেন. তিনি ১৯৯১-১৯৯৬ ও ২০০১-২০০৬ দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন. তাঁর মৃত্যু নির্বাচনের আগে বিএনপিতে নেতৃত্ব সংকট ও আবেগঘন পরিস্থিতি তৈরি করেছে.

VIEW MORE
advertisement
advertisement