Holi 2022: উৎসবে মিষ্টিমুখ হবেই, ক্যালোরি কমাতে দোলের দিন মেনে চলুন এই ডায়েট

Last Updated:

Holi Diet Tips: বাড়তি ক্যালোরির খাবার খেতে না চাইলে মেনে চলা যায় ডায়েটিশিয়ানদের পরামর্শ-সম্মত এই রুটিন।

উৎসবে মিষ্টিমুখ হবেই, ক্যালোরি কমাতে দোলের দিন মেনে চলুন এই ডায়েট
উৎসবে মিষ্টিমুখ হবেই, ক্যালোরি কমাতে দোলের দিন মেনে চলুন এই ডায়েট
#কলকাতা: হোলি মানেই রঙের উৎসব। বসন্তকালে সারা ভারত জুড়ে এই উৎসব পালিত হয়। সঙ্গত কারণেই হোলির দিনে বিভিন্ন ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার খাওয়ারও প্রচলন রয়েছে। যার বেশিরভাগটাই জুড়ে থাকে নানা রকমের মিষ্টি। কিন্তু উৎসবের দিনে মজা করতে গিয়ে ওজন বাড়াতে না চাইলে খাওয়া-দাওয়ার দিকে অবশ্যই নজর দিতে হবে। সেক্ষেত্রে বাড়তি ক্যালোরির খাবার খেতে না চাইলে মেনে চলা যায় ডায়েটিশিয়ানদের পরামর্শ-সম্মত এই রুটিন (Holi Diet Tips)।
হোলির পার্টির খাবার থেকে সাবধান
advertisement
হোলিতে রঙ খেলতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই পেট ভরে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করে নিয়ে বেরোতে হবে। তাহলে আর বাইরে বেশি ক্যালোরির খাবার খেয়ে পেট ভরাতে হবে না। স্বাস্থ্যকর ব্রেকফাস্ট হিসাবে এক্ষেত্রে কী কী খাওয়া যায় দেখে নেওয়া যাক-
advertisement
দুধ ও ফল দিয়ে এক বাটি মুসলি
১ বাটি ফল
২টো ইডলি কিংবা একটা ধোসা এবং ধনেপাতার চাটনি
দুধ দিয়ে এক বাটি ওটস
এক প্লেট ভেজিটেবল পোহা এবং স্প্রাউট
advertisement
স্বাস্থ্যকর পানীয়
হোলিতে যাতে শরীরে ডিহাইড্রেশন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে ভাঙের শরবত এড়িয়ে যাওয়া উচিত হবে, কেন না তা শরীরকে ডিহাইড্রেট করে তুলবে। নেশার ঘোরে জল খাওয়ার কথাও খেয়াল থাকবে না। আর ডিহাইড্রেশন হলে মাথা ব্যথা, ক্লান্তিভাব, পেশিতে টান, স্থূলতা, অন্ত্রের অসুস্থতা হতে পারে। তবে সোডা কিংবা কৃত্রিম ফ্লেভারড পানীয়র বদলে হোলিতে পরিমিত জল খেতে হবে। এছাড়াও কিছু রিফ্রেশমেন্ট পানীয়ও খেতে পারি আমরা। যেমন-লেবুর জল, টাটকা ফল ও সবজির জুস
advertisement
, ডাবের জল কিংবা ঘোল ৷
এছাড়া যে খাবারগুলি এড়িয়ে বদলে যে খাবারগুলি খাওয়া উচিত, দেখে নেওয়া যাক -
একটা গুজিয়ায় থাকে ২৭০ ক্যালোরি, পরিবর্তে খাওয়া যায় একটি খাখরা (৯০ ক্যালোরি)
একটা পুরন পুলিতে থাকে ২২০ ক্যালোরি, পরিবর্তে খাওয়া যায় এক বাটি ওটস এবং আপেল দিয়ে ফিরনি/দুটো ড্রাই ফ্রুট লাড্ডু (১৭৫/১৫০ ক্যালোরি)
advertisement
একটা মালপোয়ায় থাকে ৩৪০ ক্যালোরি, পরিবর্তে খাওয়া যায় একটা রসগোল্লা (১৮৬ ক্যালোরি)
ভাঙ ছাড়া এক গ্লাস হোল মিল্ক ঠান্ডাইতে থাকে ২৪৫ ক্যালোরি, পরিবর্তে খাওয়া যায় ভাঙ ছাড়া ১ গ্লাস স্কিমড মিল্ক ঠান্ডাই (১১০ ক্যালোরি)
advertisement
হোলির রাতের ডায়েট
সারাদিন ভারী খাবার খেয়ে রাতে হালকা ডিনার করাই ভালো, এক্ষেত্রে খাওয়া যেতে পারে-
১ বাটি নিরানিষ/আমিষ স্যুপ
১ বাটি স্যালাড অথবা স্টার ফ্রায়েড সবজি
১ বাটি খিচুড়ি এবং দই
সবজি/পনির/চিকেন স্যান্ডউইচ
গ্রিন মুগ ডাল/ওটস চিলা/ধোকলা/ইডলি/ধোসা, সঙ্গে পুদিনা ও ধনেপাতার চাটনি
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2022: উৎসবে মিষ্টিমুখ হবেই, ক্যালোরি কমাতে দোলের দিন মেনে চলুন এই ডায়েট
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement