Health News: বাজারে আমড়া দেখেও কেনেন না? বড় ভুল করছেন...রোজ এভাবে খান, ফল মিলবে হাতেনাতে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Health News: বহু গুণে ভরা টক আমড়া! গ্রামাঞ্চলের মানুষের কাছে অতি পরিচিত এই আমড়া, এর উপকারী গুণ রয়েছে দারুন
হাওড়া: বহু গুণে ভরা টক আমড়া! গ্রামাঞ্চলের মানুষের কাছে অতি পরিচিত এই আমড়া। গরমের শুরু থেকে শীত পর্যন্ত একটানা পাওয়া যায় আমড়া। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কচি আমড়া টক বা টক ডালে, আচার বানিয়ে খাওয়া যায়। কচি অবস্থায় আঁটি বা বীজ থাকে না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আঁটি বা বীজ শক্ত হয়। কচি অবস্থায় টক এবং কোনও কোনও সময় কষা ভাব থাকে। একটু বড় হলে আচার, ডাল, টক বা চাটনি খাওয়ার চল রয়েছে।
পাকা আমড়া সুগন্ধি, অতুলনীয় স্বাদ। এই আমড়ার চাটনি বা টক খুবই সুস্বাদু। এই টক জাতীয় ফল একটানা কয়েকমাস পাওয়া যায়। বাজারে গেলে চোখে পড়ে বিক্রি হচ্ছে আমড়া। কাঁচা অবস্থায় সবুজ হলেও, পাকলে হালকা হলুদ রঙের হয়। আমড়া গাছ বৃক্ষ জাতীয়। গাছে আঙুরের মতো থোকা আকারের ফল হয়। এই গাছে পাতা দেখতে অনেকটা পেয়ারা পাতার মতো। পাকলে বোঁটা আলগা হয়ে ঝরে পড়ে। গ্রামের অধিকাংশ পরিবারে টক খাওয়ার জন্যও আমড়া ব্যবহার হয়।
advertisement
আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে ওজন কমবে! মাখনের মতো ঝলমল করবে ত্বক! ঘরোয়া এই পানীয়ে ৭ দিনেই মিলবে ফল
তবে বর্তমানে আমড়া খাওয়ার প্রবণতা কমছে। বর্তমানে গ্রামে বহু মানুষ রয়েছে আমরা চোখে দেখলেও চেখে দেখেননি। তবে ডাক্তারি মতে এই আমড়ার গুণ অনেক। সেদিক থেকে আমড়ার উপকারী গুণ জানলে চমকে যাওয়ার মত। বর্তমানে গ্রামের বাজারে এই আমড়া ২০-৩০ টাকা কেজি প্রতি বিক্রি হয়।
advertisement
advertisement
আমড়াতে রয়েছে পেকটিন জাতীয় ফাইবার, যা বদহজম ও কোষ্ঠকাঠিন্য সারাতে প্রতিরোধে সাহায্য করে। খিদে বাড়াতে আমড়ার জুড়ি নেই। একইসঙ্গে মুখের অরুচি ভাব কাটাতেও দারুন ভূমিকা রয়েছে । অবাক করার মতো আমড়ার পুষ্টি গুণ। এ প্রসঙ্গে ডা: সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, সহজ লভ্য হলেও এই আমড়ার অসম্ভব গুণ। হজম শক্তি বাড়াতে এবং মুখের রুচি ফেরাতে আমড়ার জুড়ি নেই।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2023 7:04 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health News: বাজারে আমড়া দেখেও কেনেন না? বড় ভুল করছেন...রোজ এভাবে খান, ফল মিলবে হাতেনাতে