Summer Hazards: গরমে কনুই, ঘাড়, স্তনের নীচের অংশ, যৌনাঙ্গ-সহ শরীরের নানা জায়গায় এই সমস্যা দেখা দেয়, প্রতিকার কী ভাবে হবে?

Last Updated:

Heat Rash : শরীরের ভাঁজে ভাঁজে যে অংশে পোশাকের সঙ্গে ত্বকের ঘর্ষণ হয়, সেখানেই মূলত এই ধরনের সমস্যাগুলি দেখা দেয়৷ কনুইয়ে, ঘাড়ে, গলায়, স্তনের নীচে, বাহুমূলে এবং যৌনাঙ্গে এই সংক্রমণ হয়৷

Heat Rash
Heat Rash
গরমে যে শরীরিক সমস্যার জন্য জেরবার হয়ে যেতে হয়, তার মধ্যে অন্যতম ত্বকের সংক্রমণ৷ গরমে অতিরিক্ত আর্দ্রতায় ত্বকে নানা রকমের সংক্রমণ দেখা দেয়৷ যখন স্কিন পোরস আটকে যায়, তখন ঘাম ত্বকের ভিতর থেকে বাইরে আসতে পারে না৷ সাধারণ ফোস্কা থেকে বড় আকারের লাল ফোঁড়া-দেখা দিতে পারে অনেক কিছুই৷ ঘামাচি ছাড়াও এই ধরনের সংক্রমণ গরমের কষ্ট বাড়িয়ে তোলে৷ সাধারণত এই সংক্রমণ নিজের থেকেই সেরে যায়৷ তবে অতিরিক্ত চুলকানি, জ্বালা ও যন্ত্রণায় নাকাল হয়ে চিকিৎসকের কাছে যেতেই হয়৷
উপসর্গ –
শরীরের ভাঁজে ভাঁজে যে অংশে পোশাকের সঙ্গে ত্বকের ঘর্ষণ হয়, সেখানেই মূলত এই ধরনের সমস্যাগুলি দেখা দেয়৷ কনুইয়ে, ঘাড়ে, গলায়, স্তনের নীচে, বাহুমূলে এবং যৌনাঙ্গে এই সংক্রমণ হয়৷
advertisement
advertisement
# ত্বকের স্বেদগ্রন্থি দিয়ে ঘাম ঠিকমতো বাইরে বার হতে না পারলে এই সমস্যা দেখা দেয়৷ ত্বকের নীচের স্তরে ঘাম, তেল আটকে থেকে ইনফ্লেম্যাশন ও সংক্রমণ দেখা দেয়৷ কোন কোন কারণে স্বেদগ্রন্থি বন্ধ হয়ে যায়, জানুন-
# সদ্যোজাতর স্বেদগ্রন্থি পরিপূর্ণ হয় না৷ সেগুলি সহজেই ক্ষতিগ্রস্ত হয়৷ ফলে জন্মের কয়েক দিন পরই সংক্রমণ দেখা দিতে পারে৷
advertisement
# অতিরিক্ত গরম ও আর্দ্রতায় এই সমস্যা হয়৷
# বেশি কায়িক শ্রমে বেশি ঘাম নির্গত হয়৷ ফলে ত্বকে সংক্রমণ হতে পারে৷
গরমে যতটা সম্ভব সুতির হাল্কা পোশাক পরুন৷ চাপা পোশাক একদমই পরবেন না৷ সব সময় ঢিলেঢালা পোশাক পরুন৷ যাতে বাতাস চলাচল করতে পারে৷ বেশি গরমে থাকবেন না৷ চেষ্টা করুন রোদ এড়িয়ে ছায়ায় থাকতে৷ রাতে ঠান্ডা জায়গায় ঘুমোতে যান৷ আপনার ঘুমনোর জায়গা যেন দমবন্ধ করা গুমোট না হয়৷
advertisement
গরমজনিত ত্বকের সংক্রমণ সাধারণত এমনিতেই সেরে যায়৷ চন্দন বা ক্যালামাইন জাতীয় প্রলেপ দেওয়া যায়৷ তবে অনেক সময়েই বাচ্চাদের ক্ষেত্রে সংক্রমণ তীব্র হয়৷ সংক্রমণের অংশে যন্ত্রণা হয়ে গেলে, ফুলে গেলে, সেখান থেকে পুঁজ বার হলে, জ্বর বা কাঁপুনি এলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Hazards: গরমে কনুই, ঘাড়, স্তনের নীচের অংশ, যৌনাঙ্গ-সহ শরীরের নানা জায়গায় এই সমস্যা দেখা দেয়, প্রতিকার কী ভাবে হবে?
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement