Women With Epilepsy: মহিলাদের মধ্যে বাড়ছে মৃগীরোগের ঝুঁকি! কী কী ক্ষতি হতে পারে? কী বলছেন বিশেষজ্ঞ

Last Updated:

Women With Epilepsy: আলোচনা করছেন বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কাবেরী হাসপাতালের কনসালট্যান্ট নিউরোলজিস্ট এবং এপিলেপ্টোলজিস্ট এমডি, ডিএম (নিউরোলজি) ডা. সোনিয়া তাম্বে।

মহিলাদের মধ্যে বাড়ছে মৃগীরোগের ঝুঁকি
মহিলাদের মধ্যে বাড়ছে মৃগীরোগের ঝুঁকি
বেঙ্গালুরু: মৃগী রোগের সম্পর্কে কম-বেশি সকলেই জানেন। আর এটা মস্তিষ্কের এমন একটা রোগ, যেখানে খিঁচুনি ওঠে আর রোগী অচৈতন্য হয়ে পড়েন। খিঁচুনির উপসর্গ সাধারণত মস্তিষ্কের নির্দিষ্ট অংশের উপর নির্ভর করে। আর এর উপসর্গগুলির মধ্যে অন্যতম হল অঙ্গ-প্রত্যঙ্গের ঝাঁকুনি, চক্ষু বিস্ফারিত হয়ে আসা, আচমকা পড়ে যাওয়া, বিভ্রান্তি, অচৈতন্য হয়ে পড়া, অদ্ভুত ধরনের আবেগ অনুভূতি, উত্তেজনা, সাইকোসিস এবং আরও নানা কিছু। যদিও এই রোগ যে কোনও বয়সের, যে কোনও লিঙ্গের মানুষের মধ্যে দেখা দিতে পারে। তবে মহিলাদের মধ্যে মৃগীরোগের বাড়বাড়ন্ত দেখে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এই বিষয়েই আলোচনা করছেন বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কাবেরী হাসপাতালের কনসালট্যান্ট নিউরোলজিস্ট এবং এপিলেপ্টোলজিস্ট এমডি, ডিএম (নিউরোলজি) ডা. সোনিয়া তাম্বে।
বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কাবেরী হাসপাতালের কনসালট্যান্ট নিউরোলজিস্ট এবং এপিলেপ্টোলজিস্ট এমডি, ডিএম (নিউরোলজি) ডা. সোনিয়া তাম্বে। বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কাবেরী হাসপাতালের কনসালট্যান্ট নিউরোলজিস্ট এবং এপিলেপ্টোলজিস্ট এমডি, ডিএম (নিউরোলজি) ডা. সোনিয়া তাম্বে।
মৃগীরোগ এবং হরমোনাল/ মেনস্ট্রুয়াল সাইকেল:
advertisement
মহিলাদের মধ্যে সব থেকে জরুরি হরমোন হল ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন হল প্রো-কনভালস্যান্ট (খিঁচুনি ঝুঁকি বাড়ায়) এবং প্রোজেস্টেরন হল অ্যান্টি-কনভালস্যান্ট (খিঁচুনির ঝুঁকি কমায়)। মহিলাদের জীবনের বিভিন্ন সময়ে হরমোনের মাত্রা এবং ভারসাম্যে পরিবর্তন হয়। আর সেই সময়ে খিঁচুনির মতো উপসর্গের ঝুঁকি বাড়ে। আবার কিছু মহিলা মাসিক চক্র চলাকালীনই নির্দিষ্ট সময়ে বিশেষ করে পিরিয়ডসের ঠিক আগেই এই সমস্যার সম্মুখীন হন। যাকে ক্যাটামেনিয়াল এপিলেপ্সি বলা হয়।
advertisement
মৃগীরোগে আক্রান্ত মহিলার গর্ভনিরোধক:
অধিকাংশ ক্ষেত্রেই অ্যান্টি-সিজার ড্রাগের কারণে হরমোনাল বার্থ কন্ট্রোল কম কার্যকরী হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আবার উল্টোটাও হয়ে থাকে। ফলে যাঁদের মৃগীরোগ রয়েছে, তাঁদের ক্ষেত্রে গর্ভনিরোধক হিসেবে কন্ডোম অথবা ডায়াফ্রাম কিংবা ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস ব্যবহার করা বাঞ্ছনীয়।
advertisement
মহিলাদের মৃগীরোগ এবং ফার্টিলিটি:
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে, যাঁদের মৃগীরোগ আছে, তাঁদের সন্তানের সংখ্যা কম। এর সম্ভাব্য কারণ হল এঁদের মধ্যে সন্তানধারণ সংক্রান্ত ভয় কাজ করে। আবার সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, স্বাভাবিক মহিলাদের মতোই গর্ভাবস্থার হার দেখা যায় মৃগীরোগী মহিলাদের মধ্যে।
মৃগীরোগ এবং প্রেগনেন্সি:
অধিকাংশ মৃগীরোগী মহিলার ক্ষেত্রেই মাতৃত্বের সফরটা সুন্দর হয় না। অনিয়ন্ত্রিত খিঁচুনির কারণে অবস্থার অবনতি ঘটে। সেই সঙ্গে ওষুধের মাত্রার উপরেও নজর রাখতে হয়। গবেষণা বলছে, কিছু ওষুধ আবার সন্তানের অস্বাভাবিকতার ঝুঁকি বাড়িয়ে দেয়।
advertisement
স্তনদুগ্ধদান এবং খিঁচুনির ওষুধ:
সদ্যোজাতকে স্তন্যপান করানোর অনেক উপকারিতা রয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, অ্যান্টি-সিজার ওষুধের প্রভাব স্তনদুগ্ধের উপর খুবই নগণ্য। তবে শিশুর কিছু বিষয়ের উপর নজর রাখা বাঞ্ছনীয়।
মৃগীরোগ এবং সামাজিক কলঙ্ক
advertisement
এই রোগে আক্রান্ত মহিলাদের নানা বাধা-বিপত্তির মুখে পড়তে হয়। পড়াশোনা, চাকরি, কাজকর্ম সব কিছুতেই প্রভাব পড়ে। এমনকী তাঁরা সমাজে তেমন মেলামেশাও করতে পারেন না। এমনও অনেক ঘটনা রয়েছে, যেখানে দেখা যায় মৃগীরোগে আক্রান্ত মহিলাকে নানা ভাবে বিদ্রুপ এবং অবহেলার মুখে পড়তে হয়। এই সমস্যা রুখতে এবং মৃগীরোগী মহিলাদের জীবনের মান উন্নত করতে এগিয়ে আসতে হবে স্বাস্থ্য এবং সমাজকর্মীদের।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Women With Epilepsy: মহিলাদের মধ্যে বাড়ছে মৃগীরোগের ঝুঁকি! কী কী ক্ষতি হতে পারে? কী বলছেন বিশেষজ্ঞ
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement