হোম /খবর /স্বাস্থ্য /
ব্রেন টিউমার অপসারণ করা যায় মাথা পুরোপুরি না কেটে, হাসপাতালে এল আধুনিক যন্ত্র

Health News: ব্রেন টিউমার অপসারণ করা যায় মাথা পুরোপুরি না কেটে, সরকারি হাসপাতালে এল অত্যাধুনিক যন্ত্র

Health News: এই মেশিনের নাম স্টিরিওট্যাক্টিক ফ্রেম মেশিন। এর সাহায্যে মাথায় মাত্র ১ সেমি ছিদ্র করে সহজেই টিউমার বার করে আনা যায়।

  • Share this:

গোয়ালিয়র: ব্রেন টিউমার বা মস্তিষ্কের টিউমারের রোগীদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ করল মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলা সরকারি হাসপাতাল জেএএইচ। আসলে সম্প্রতি এই হাসপাতালে ৫০ লক্ষ টাকা খরচ করে একটি অত্যাধুনিক মেশিন বসানো হয়েছে। যা মস্তিষ্কের টিউমার তো অপসারণ করবেই, সেই সঙ্গে ওই টিউমারের বায়োপ্সিও করবে। সবথেকে বড় কথা হল, এই মেশিনের সাহায্যে ব্রেন টিউমার অপসারণ করা যায় মাথা পুরোপুরি না কেটেই। ফলে ব্রেন টিউমারের রোগীদের আর শহরের বাইরে যেতে হবে না।

নিউ সার্জারি বিভাগের প্রধান ডা. অবিনাশ শর্মা জানান যে, এই মেশিনের নাম স্টিরিওট্যাক্টিক ফ্রেম মেশিন। এর সাহায্যে মাথায় মাত্র ১ সেন্টিমিটার ছিদ্র করে সহজেই টিউমার বার করে আনা যায়। আর একেবারে বায়োপ্সিও করে নেওয়া সম্ভব। তিনি আরও বলেন যে, “আমাদের নিউরোসার্জারি বিভাগ রাজ্যের সবথেকে বড় নিউরোসার্জারি বিভাগ। যেখানে শুধু রোগীদের চিকিৎসাই করা হয় না, এর পাশাপাশি যোগ্য চিকিৎসকদেরও এখানে তৈরি করা হয়। প্রতি বছর এখান থেকে প্রায় ৮ জন চিকিৎসক পাশ করে বেরোন।”

আরও পড়ুন: হুল্লোড়ের মাঝেই হুড়মুড়িয়ে নেমে এল বরফের স্রোত! নিমেষেই চাপা পড়ে গেলেন পর্যটকেরা, দেখুন সিকিমের ছাঙ্গুর হাড়হিম করা ভিডিও

কিন্তু কীভাবে কাজ করে আধুনিক প্রযুক্তির উন্নত মানের এই নতুন মেশিন? সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন ডা. অবিনাশ। তিনি জানান যে, এই মেশিনে একটি ফ্রেম থাকে, যা রোগীর মাথায় শক্ত করে বেঁধে দেওয়া হয়। রোগীর অবশ্য় এতটা সিটি স্ক্যান করা হয়। যার মাধ্যমে রোগীর অবস্থার মূল্যায়ন করা হয়ে থাকে। এর পর ওই যন্ত্রটি তিনটি উপায়ে সম্পূর্ণ মস্তিষ্কের পরীক্ষা করে এবং টিউমারটি কোথায়, কতটা গভীর, তা খুঁজে বার করে। সম্পূর্ণ তথ্য আহরণের ফলে যে সুবিধাটা হয়, সেটা হল রোগীদের টিউমার অপারেশনের জন্য পুরো মাথাটা খুলতে হয় না।

ওই মেডিক্যাল কলেজের ডিন ডা. অক্ষয় নিগমের কথায়, “আমরা দীর্ঘ দিন ধরেই এর জন্য চেষ্টা করছিলাম। বর্তমানে তা সম্পূর্ণ হয়েছে। নতুন ও উন্নত যন্ত্রের পাশাপাশি নিউরোসার্জারি বিভাগের জন্য একটি ১০ শয্যার ওয়ার্ডও প্রস্তুত করা হয়েছে। যেখানে রোগীদের অস্ত্রোপচারের আগে এবং অস্ত্রোপচারের পরে কিছু সময়ের জন্য রাখা যেতে পারে, যাতে তাঁদের কোনও ধরনের সমস্যা না হয়। আর এই মেশিনটি তো যুগান্তকারী। এর মাধ্যমে রোগীরা ব্রেন টিউমারের উন্নত চিকিৎসা পেতে পারবেন।”

Published by:Rachana Majumder
First published:

Tags: Health News