Health benefits of soaked almond : প্রাতরাশে খান রাতভর ভেজানো আমন্ড, বাড়বে স্মৃতিশক্তি ও কমবে মধুমেহ

Last Updated:

ভেজানো আমন্ড হজম করা সহজ৷ তাছাড়া ভেজানো থাকলে এর স্বাদও বেড়ে যায় অনেকটাই (health benefits of soaked almond)

ফাইবার, পুষ্টিকর ফ্যাট-সহ একাধিক প্রয়োজনীয় উপাদানে ভরা আমন্ড ভিটমিন ই-এর গুরুত্বপূর্ণ উৎস৷ কাঁচা অথবা রোস্টেড, দু’ভাবেই খাওয়া যায় এই বাদাম৷ অনেকেই সকালে খালি পেটে ভেজানো আমন্ড (soaked almomd) খান৷ ভেজানো আমন্ড খেলে পরিপাকশক্তি বাড়ে৷ প্রয়োজনীয় পুষ্টি গ্রহণে সাহায্য করে৷ আয়ুর্বেদিক বিশেষজ্ঞ গীতা ভারা বলেছেন, ভেজানো আমন্ড হজম করা সহজ৷ তাছাড়া ভেজানো থাকলে এর স্বাদও বেড়ে যায় অনেকটাই (health benefits of soaked almond) ৷ এই প্রসঙ্গে গীতা ফিরে গিয়েছেন শৈশবে৷ জানিয়েছেন, তিনিও ভেজানো আমন্ড খেতেন বাড়ির বড়দের কথামতো৷ দিব্যি উপভোগ করতেন এর স্বাদ ও স্বাস্থ্যগুণ৷
আরও পড়ুন : ওমিক্রনের সংক্রমণ থেকে বাঁচতে সঙ্গী হোক এই পানীয়গুলি
তিনি জানিয়েছেন, আমন্ডের উপর যে পাতলা খোসার আস্তরন থাকে, সেটিতে আছে ফাইটিক অ্যাসিড এবং অ্যান্টি নিউট্রিয়েন্ট ট্যানিন৷ এর জেরে দেহে পুষ্টি আত্তীকরণে সমস্যা হতে পারে৷ তাই সেক্ষেত্রে গীতার পরামর্শ, আমন্ড খেতে হবে ভিজিয়ে এবং তার পর তার খোসা ছাড়িয়ে৷
advertisement
advertisement
আরও পড়ুন : সমস্যা এড়িয়ে চুল কালো ও ঝলমলে রাখতে ভরসা রাখুন আয়ুর্বেদে
তাঁর মতে, রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ৫-১০ টা আমন্ড ভিজিয়ে রাখুন৷ সকালে সেগুলির খোসা ছাড়িয়ে খেতে হবে৷ শীতে খাওয়া যায় ওটস বা পরিজে মিশিয়ে ৷ গরমে তৈরি করা যায় আমন্ডের স্মুদি৷ এছাড়াও যে কোনও খাবারে মিশিয়ে নেওয়া যায় আমন্ড৷ বাকি সব বাদামে মধ্যে আমন্ড সবথেকে বেশি পুষ্টিকর৷ আমন্ডে থাকা মোনোস্যাচিওরেটেড ফ্যাট কমিয়ে দেয় দেহে এলডিএল বা খারাপ কোলেস্টেরল৷ এছাড়া প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ওমেগা থ্রি, ওমেগা সিক্স, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, জিঙ্কের গুণে এই বাদাম নিয়ন্ত্রণে রাখে মধুমেহ ও উচ্চরক্তচাপ৷ মস্তিষ্ক ও স্নায়ুর জন্য উপকারী এই বাদাম স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে৷ এছাড়াও পেশির দুর্বলতা দূর করে৷ যৌন ক্ষমতাও বৃদ্ধি পায় আমন্ডের গুণে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health benefits of soaked almond : প্রাতরাশে খান রাতভর ভেজানো আমন্ড, বাড়বে স্মৃতিশক্তি ও কমবে মধুমেহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement