Boiled Eggs in Winter : শীতকালে দৈনিক ডায়েটে রাখতেই হবে ডিমসিদ্ধ, জানুন এর একাধিক উপকারিতা সম্বন্ধে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
ডিমকে প্রোটিনের (egg protein) সেরা উৎস বলে মনে করা হয় ৷ তাছাড়া পুষ্টির দিক দিয়ে ডিমকে বলা হয় পাওয়ারহাউস (powerhouse)
ডিমকে প্রোটিনের (egg protein) সেরা উৎস বলে মনে করা হয় ৷ তাছাড়া পুষ্টির দিক দিয়ে ডিমকে বলা হয় পাওয়ারহাউস (powerhouse)৷ এ ছাড়াও ডিমের বহুল প্রচলনের অন্যতম বড় কারণ হল একে নানাভাবে খাওয়া যায়৷ সিদ্ধ, অমলেট, স্ক্র্যাম্বলড বা ভাজা-ডিমের রূপভেদের শেষ নেই৷
সিদ্ধ ডিমে প্রচুর হেলদি ফ্যাট আছে, যেখানে ওজনবৃদ্ধির ঝুঁকি বেশি নেই৷ ডিমের কুসুমে প্রচুর ভিটামিন ডি আছে৷ যার ফলে সর্দিকাশি এবং ফ্লু থেকে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে৷ তাছাড়া নিয়মিত ডিমসিদ্ধ খেলে মজবুত হয় রোগ প্রতিরোধ ব্যবস্থা৷ ত্বক, চোখ ও চুলের জন্যও ডিম উপকারী৷
আরও পড়ুন: ভাইফোঁটায় ভাইকে খাওয়ান কষা গলদা চিংড়ির গা মাখা ঝোল, রেসিপি দিলেন ‘ভিল ফুড’-এর ঠাকুমা
একটি সিদ্ধ ডিম থেকে ৭৭ ক্যালরি পাওয়া যায়৷ তাছাড়া ডিমে আছে ০.৬ গ্রাম কার্বোহাইড্রেটস, ১.৬ গ্রাম স্যাচিওরেটেড ফ্যাট, ৫.৩ গ্রাম ফ্যাট, ২ গ্রাম মোনোস্যাচিওরেটেড ফ্যাট, ৬.৩ গ্রাম প্রোটিন, ২১২ মিলিগ্রাম কোলেস্টেরল, ৬% ভিটামিন এ, ৯% ভিটামিন বি-১২, ১৫% ভিটামিন বি-২, ৭% ভিটামিন বি-৫, ২২% সেলেনিয়াম এবং ৮৬ মিলিগ্রাম ফসফরাস৷ শীতকালের ডায়েটে নিয়মিত থাকার জন্য ডিম আদর্শ ৷
advertisement
advertisement
আরও পড়ুন: শীতে ঠোঁট ফাটার হাত থেকে রেহাই চাই? এখনই মানুন এই নিয়মগুলি
ডায়েটে ডিম থাকার মূল কারণগুলি দেখা যাক-
# ডিমে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট মস্তিষ্ক ও চোখের জন্য উপকারী৷ কোলাইন রাসায়নিক স্মৃতিশক্তি এবং স্নায়ুতন্ত্রকে উজ্জীবিত করে৷ উজ্জ্বল দৃষ্টিশক্তির জন্য ভিটামিন এ কার্যকর৷
# একটি ডিমে ৬ গ্রামের বেশি প্রোটিন আছে৷ ডিম খাওয়ার ফলে শরীরের প্রোটিনের খামতি মেটায়৷ আমাদের শরীরের জন্য প্রোটিন প্রয়োজনীয়৷
advertisement
আরও পড়ুন: আগের থেকে কমলেও শ্যামাপোকার সমস্যা হয় এ সময়েই, জেনে নিন দূর করার ঘরোয়া উপায়
# ডিমে প্রচুর পরিমাণে আয়রন আছে৷ শরীরের ক্লান্তির শেষ রেশটুকু মিলিয়ে যায় ডিমের প্রভাবে৷ ডিমের কুসুমের জন্য প্রোটিনের অভাব পূর্ণ হয় ৷
# দৈনিক ডিমসিদ্ধ খেলে শরীর মজবুত হয়৷ ডিমে অ্যান্টিঅক্সিড্যান্ট, প্রোটিন এবং আরও অনেক প্রয়োজনীয় পুষ্টিমূল্য আছে, যার দৌলতে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায়৷
Location :
First Published :
October 30, 2021 12:56 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Boiled Eggs in Winter : শীতকালে দৈনিক ডায়েটে রাখতেই হবে ডিমসিদ্ধ, জানুন এর একাধিক উপকারিতা সম্বন্ধে