ফুলে ফুলে ভরে যাবে গাছ...! ফেলে দেওয়া শাকসবজির খোসা-সবজির টুকরো দিয়ে 'এইভাবে' বানিয়ে ফেলুন জৈব সার! দেখুন হাতে নাতে রেজাল্ট

Last Updated:

Gardening: শাক সবজির পচে যাওয়া অংশ এবং খোসা দিয়ে বাড়িতেই তৈরি করুন জৈব সার , এই অর্গানিক শাড়ি বাড়ির বাগানে ফুটবে রংবেরঙের ফুল

+
গার্ডেনিং

গার্ডেনিং টিপস

দার্জিলিং: উত্তরবঙ্গ মানেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক মায়াবী জায়গা। এখানকার প্রকৃতি বরাবরই মন মুগ্ধ করে পর্যটকদের যার টানে শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর ধরেই দূর-দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। তবে এই শীত আসলে যেন উত্তরবঙ্গ পর্যটকদের এক রঙিন দেশ উপহার দেয়। শীতের মৌসুমে উত্তরবঙ্গ জুড়ে যেন ফুলের মেলা চলে।
বর্তমান যুগে ফুল ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। দিনে দিনে এই ফুলের সৌখিনতা যেন বেড়েই চলেছে। শীত আসতেই দেখা যায় নিজের বাড়িকে রঙিন সাজে সাজাতে বাড়ির বাগান থেকে শুরু করে বারান্দা ভরে উঠে বিভিন্ন রংবেরঙের ফুলের গাছে। শীত আসতেই চারিদিক জুড়ে যেন ফুলের উৎসব।
advertisement
advertisement
বর্তমান যুগে বাড়ি সাজাতে বিভিন্ন অরনামেন্ট  গাছের পাশাপাশি চাহিদা বাড়ছে ফুল গাছেরও। শীত আসতেই ঘন কুয়াশা, ফ্যাকাশে আকাশ এবং ঝরে যাওয়া গাছের  পাতার মাঝেও যেন রংবেরঙের ফুল রঙিন করে তোলে সমস্ত জায়গা।তবে যারা বাড়িতে ফুল গাছ লাগাতে ভালোবাসেন তারা সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করলেই  বাড়ির ফুল গাছ হয়ে উঠবে আরও সুন্দর ফুলও হবে বেশি।
advertisement
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগের দায়িত্বে থাকা অমরেন্দ্র পান্ডে জানান শীত আসলেই চারিদিক যেন ফুলের উৎসবে মেতে ওঠে। শীতকালে সব থেকে চাহিদা থাকে মেরিগোল্ড অর্থাৎ গাঁদা ফুলের, এর পাশাপাশি পিটুনিয়া, রক্ত গেদা, সূর্যমুখী সহ আরো বিভিন্ন রংবেরঙের ফুলে ভরে উঠে চারদিক। তবে এই ফুল গাছের জন্য সামান্য একটু যত্ন প্রয়োজন কোন কীটনাশক নয় আপনার প্রতিনিয়ত ফেলে দেওয়া শাক-সবজির অংশ পচিয়ে সার তৈরি করেই গাছের গোড়ায় দিলে ফুল গাছগুলি বেশ ভাল হবে এবং গাছে ফুলও বেশি হবে।
advertisement
বর্তমানে যারা ফুলপ্রেমী এবং ফুল গাছ লাগাতে ভালোবাসেন তারা এই ছোট্ট পদ্ধতি অবলম্বন করলেই ফুল বেশ ভালো হবে। শীত আসতেই ইতিমধ্যেই চারিদিক রংবেরঙের ফুলে ভরে উঠেছে। শীতের ছুটিতে আপনিও যদি উত্তরবঙ্গে পাহাড়ি গ্রামে ঘুরতে যাওয়ার কথা ভাবেন যেদিকেই তাকাবেন সেদিকেই রং বেরঙের ফুল মন মুগ্ধ করবে আপনার।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ফুলে ফুলে ভরে যাবে গাছ...! ফেলে দেওয়া শাকসবজির খোসা-সবজির টুকরো দিয়ে 'এইভাবে' বানিয়ে ফেলুন জৈব সার! দেখুন হাতে নাতে রেজাল্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement