Haemoglobin Deficiency : শরীরে হিমোগ্লোবিন কম? রক্তাল্পতা রোধে সঙ্গী করুন এই খাবারগুলিকে

Last Updated:

দেখে নেওয়া যাক কোন কোন খাবার আমাদের দেহে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তোলে (Haemoglobin Deficiency )

হিমোগ্লোবিন শরীরে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান৷ এই উপাদানের জন্যই রক্তের রং লাল হয়৷ বিশ্বের বহু মানুষের দেহে হিমোগ্লোবিনের অভাবের জন্য রক্তাল্পতা দেখা দেয়৷ দেখে নেওয়া যাক কোন কোন খাবার আমাদের দেহে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তোলে (Haemoglobin Deficiency )৷
অমরনাথ গাছের পাতা ও বীজ-
অমরনাথ গাছের বীজ ও পাতা ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন এবং ভিটামিন এ, বি এবং সি-তে ভরপুর৷ লাড্ডু, পরিজ, পরোটা, টিক্কি-সহ বিভিন্ন খাবারে অমরনাথ গাছের পাতা দেওয়া যায়৷ শরীরে আয়রনের ঘাটতি কমাতে অমরনাথ গাছের পাতা নিয়মিত সেবন করা প্রয়োজন৷
advertisement
advertisement
পালংশাকের মতো সব্জি আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ৷ শীতে প্রচুর পরিমাণে পালংশাক খাওয়া হয়৷
গুড়-
চিনির তুলনায় গুড়ে ক্যালরি অত্যন্ত কম৷ গুড়ে প্রচুর পরিমাণে আছে ম্যাগনেসিয়াম, আয়রন এবং পটশিয়াম৷ হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি পরিপাক ক্রিয়া ও পিরিয়ড ক্র্যাম্পস উপশমে সাহায্য করে গুড়৷
advertisement
শরীরে আয়রনের ঘাটতি রোধ করে ব্রকোলি৷ এই সব্জিতে প্রচুর পরিমাণে আছে ভিটামিন সি৷ একাধিক অসুখ থেকে শরীরকে রক্ষা করে ভিটামিন সি৷ শীতে প্রচুর পরিমাণে ভিটামনি সি সমৃদ্ধ ব্রকোলি খান৷
শীতে দেখুন আপনার ডায়েটে যেন প্রচুর ভিটামিন সি থাকে৷ এর ফলে আপনার দেহে সহজেই আয়রন শোষিত হতে পারবে৷ এই উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে৷ ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দেয়৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Haemoglobin Deficiency : শরীরে হিমোগ্লোবিন কম? রক্তাল্পতা রোধে সঙ্গী করুন এই খাবারগুলিকে
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement