জিনসের সঙ্গে শাড়ি, ব্লাউজের বদলে ক্রপ টপ, পুজোর সুপারহিট ফ্যাশনের হদিশ দিলেন ‘আঁকিবুকি’র ডিজাইনার অদিতি

Last Updated:

বাঙালির পুজোর সাজে প্রথম পছন্দ শাড়ি ৷ তবে শাড়ির চিরকালীন আবেদনকে এবার দিতে পারেন অন্য ট্যুইস্ট ৷

সারা বছরের প্রতীক্ষা শেষে হাজির দুর্গাপুজোর পাঁচদিন ৷ এই পাঁচদিন শুধু ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া, আড্ডা ও মন ভরে সাজগোজ ৷ সারা বছর বিনা সাজে অগোছালো থাকা মেয়েরও পুজোর কদিন সাজে থাকে বাড়তি নজর ৷ এবারে পুজোর ট্রেন্ড কী আর কী পরলেই পুজোর ভিড়ে সকলের নজর থাকবে আপনার দিকে, পরামর্শ দিলেন ‘আঁকিবুকিঁ’ বুটিকের কর্ণধার-ডিজাইনার অদিতি চক্রবর্তী ৷
বাঙালির পুজোর সাজে প্রথম পছন্দ শাড়ি ৷ তবে শাড়ির চিরকালীন আবেদনকে এবার দিতে পারেন অন্য ট্যুইস্ট ৷ এবার পুজোয় ব্লাউজ নিয়ে একটু চ্যালেঞ্জ নেওয়া যেতেই পারে ৷ ব্লাউজ নয়, শাড়ির সঙ্গে পরতে পারেন ক্রপ টপ ৷ ব্যাক নট, নুডল স্ট্র্যাপ, ব্যাক লেস ডিজাইনের ক্রপ টপ বেছে নেওয়া যেতে পারে ৷ একটু সাহসী হতে চাইলে চলতে পারে হল্টার নেকও ৷ ব্লাউজের ক্ষেত্রে এবছর পিঠে এমব্রয়ডারি ও প্যাচ ওয়ার্ক ডিজাইন ট্রেন্ড ৷  তবে চেহারার সঙ্গে না মানালে পিঠে কাজ করা বা আঁকা ঢাউস কিছু পরবেন না। অন্য কেউ পরছে বা ফ্যাশনে ইন হলেই তা সবাইকে নাও মানাতে পারে ৷ পেটিকোটের বদলে জিনস বা জেগিংসের সঙ্গেও শাড়ি পরে চমকে দিতে পারেন ৷
advertisement
70765916_1798399323639784_667893927361118208_n
advertisement
পিওর খাদি কটন বরাবরই ফ্যাশনে ইনথিঙ্ক ৷ পুজোর কদিন খাদি নিয়ে পরীক্ষা নিরীক্ষা ৷ শাড়ির ক্ষেত্রে চোখে ধাক্কা লাগে এমন রঙ না বেছে আরামদায়ক রঙ বাছুন ৷ পরতে পারেন সলিড কালার ৷ এছাড়া সাদার আবেদন চিরন্তন ৷ সাদা খাদির উপর মাছি, ফড়িং, বেবি ও চশমার মতো নানা মোটিফের শাড়ি পাবেন ‘আঁকিবুকিঁ’ বুটিকে ৷
advertisement
70168964_1790220097791040_915676380283273216_n
গত পুজো থেকেই ‘ওয়ান পিস’ ফ্যাশনে ইন ৷ এবারেও পুজোয় ‘ড্রেস’-এর চাহিদা শীর্ষে ৷ আট থেকে আশি সবাই বেছে নিতে পারেন মানানসই ড্রেস ৷ টিন এজাররা হাঁটু অবধি ঝুল বাছলেও চল্লিশোর্ধ মহিলাদের ক্ষেত্রে ফ্লোর লেন্থ বা হাঁটুর নীচ অবধি ঝুলের ড্রেস মানাবে ভাল ৷
advertisement
69916160_1790218234457893_5704035985805803520_n
পোশাক বাছার সময় প্রথমেই মাথায় রাখা উচিত নিজের বডি টাইপ ৷ শরীরের কোন ভাঁজকে হাইলাইট করলে আপনাকে ভাল লাগবে তা বুঝে পোশাক পরুন ৷ পিঠে চর্বি থাকলে ব্যাকলেস পরবেন না ৷ পেটের বাড়তি মেদ ঢাকতে প্যারালাল, অ্যাস্ট্রিমেটাল কাট ড্রেস ও টপ বেছে নিতে পারেন ৷ শরীরের নীচের ভাগকে হাইলাইট করতে কোমর থেকে ফ্রিল দেওয়া কোনও স্কার্ট বা ড্রেস বেছে নিতে পারেন ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জিনসের সঙ্গে শাড়ি, ব্লাউজের বদলে ক্রপ টপ, পুজোর সুপারহিট ফ্যাশনের হদিশ দিলেন ‘আঁকিবুকি’র ডিজাইনার অদিতি
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement