জিনসের সঙ্গে শাড়ি, ব্লাউজের বদলে ক্রপ টপ, পুজোর সুপারহিট ফ্যাশনের হদিশ দিলেন ‘আঁকিবুকি’র ডিজাইনার অদিতি
Last Updated:
বাঙালির পুজোর সাজে প্রথম পছন্দ শাড়ি ৷ তবে শাড়ির চিরকালীন আবেদনকে এবার দিতে পারেন অন্য ট্যুইস্ট ৷
সারা বছরের প্রতীক্ষা শেষে হাজির দুর্গাপুজোর পাঁচদিন ৷ এই পাঁচদিন শুধু ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া, আড্ডা ও মন ভরে সাজগোজ ৷ সারা বছর বিনা সাজে অগোছালো থাকা মেয়েরও পুজোর কদিন সাজে থাকে বাড়তি নজর ৷ এবারে পুজোর ট্রেন্ড কী আর কী পরলেই পুজোর ভিড়ে সকলের নজর থাকবে আপনার দিকে, পরামর্শ দিলেন ‘আঁকিবুকিঁ’ বুটিকের কর্ণধার-ডিজাইনার অদিতি চক্রবর্তী ৷
বাঙালির পুজোর সাজে প্রথম পছন্দ শাড়ি ৷ তবে শাড়ির চিরকালীন আবেদনকে এবার দিতে পারেন অন্য ট্যুইস্ট ৷ এবার পুজোয় ব্লাউজ নিয়ে একটু চ্যালেঞ্জ নেওয়া যেতেই পারে ৷ ব্লাউজ নয়, শাড়ির সঙ্গে পরতে পারেন ক্রপ টপ ৷ ব্যাক নট, নুডল স্ট্র্যাপ, ব্যাক লেস ডিজাইনের ক্রপ টপ বেছে নেওয়া যেতে পারে ৷ একটু সাহসী হতে চাইলে চলতে পারে হল্টার নেকও ৷ ব্লাউজের ক্ষেত্রে এবছর পিঠে এমব্রয়ডারি ও প্যাচ ওয়ার্ক ডিজাইন ট্রেন্ড ৷ তবে চেহারার সঙ্গে না মানালে পিঠে কাজ করা বা আঁকা ঢাউস কিছু পরবেন না। অন্য কেউ পরছে বা ফ্যাশনে ইন হলেই তা সবাইকে নাও মানাতে পারে ৷ পেটিকোটের বদলে জিনস বা জেগিংসের সঙ্গেও শাড়ি পরে চমকে দিতে পারেন ৷
advertisement
advertisement
পিওর খাদি কটন বরাবরই ফ্যাশনে ইনথিঙ্ক ৷ পুজোর কদিন খাদি নিয়ে পরীক্ষা নিরীক্ষা ৷ শাড়ির ক্ষেত্রে চোখে ধাক্কা লাগে এমন রঙ না বেছে আরামদায়ক রঙ বাছুন ৷ পরতে পারেন সলিড কালার ৷ এছাড়া সাদার আবেদন চিরন্তন ৷ সাদা খাদির উপর মাছি, ফড়িং, বেবি ও চশমার মতো নানা মোটিফের শাড়ি পাবেন ‘আঁকিবুকিঁ’ বুটিকে ৷
advertisement
গত পুজো থেকেই ‘ওয়ান পিস’ ফ্যাশনে ইন ৷ এবারেও পুজোয় ‘ড্রেস’-এর চাহিদা শীর্ষে ৷ আট থেকে আশি সবাই বেছে নিতে পারেন মানানসই ড্রেস ৷ টিন এজাররা হাঁটু অবধি ঝুল বাছলেও চল্লিশোর্ধ মহিলাদের ক্ষেত্রে ফ্লোর লেন্থ বা হাঁটুর নীচ অবধি ঝুলের ড্রেস মানাবে ভাল ৷
advertisement
পোশাক বাছার সময় প্রথমেই মাথায় রাখা উচিত নিজের বডি টাইপ ৷ শরীরের কোন ভাঁজকে হাইলাইট করলে আপনাকে ভাল লাগবে তা বুঝে পোশাক পরুন ৷ পিঠে চর্বি থাকলে ব্যাকলেস পরবেন না ৷ পেটের বাড়তি মেদ ঢাকতে প্যারালাল, অ্যাস্ট্রিমেটাল কাট ড্রেস ও টপ বেছে নিতে পারেন ৷ শরীরের নীচের ভাগকে হাইলাইট করতে কোমর থেকে ফ্রিল দেওয়া কোনও স্কার্ট বা ড্রেস বেছে নিতে পারেন ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2019 8:22 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জিনসের সঙ্গে শাড়ি, ব্লাউজের বদলে ক্রপ টপ, পুজোর সুপারহিট ফ্যাশনের হদিশ দিলেন ‘আঁকিবুকি’র ডিজাইনার অদিতি




