প্রসাধনী লাগবেই না! এই সহজ ব্যায়ামেই আপনার চিরতরুণ মুখের ত্বক থেকে বয়স থাকবে শত হস্ত দূরে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Facial muscle exercise : তারুণ্য ধরে রাখতে সম্প্রতি জনপ্রিয় হয়েছে মুখাবয়বের ব্যায়াম বা ফেশিয়াল মাসল এক্সারসাইজ ৷ এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে৷ দূর হয় ত্বকের নানা সমস্যা
যৌবন ও সৌন্দর্য ধরে রাখার জন্য আমাদের চেষ্টার অন্ত নেই৷ অস্ত্রোপচার থেকে প্রসাধনী-হরেক উপায় হাজির আমাদের কাছে৷ তবে মুখের ত্বকে তারুণ্য ধরে রাখতে সম্প্রতি জনপ্রিয় হয়েছে মুখাবয়বের ব্যায়াম বা ফেশিয়াল মাসল এক্সারসাইজ ৷ এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে৷ দূর হয় ত্বকের নানা সমস্যা৷
মুখের মাংসপেশির ব্যায়াম কেন করবেন
প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় বরাদ্দ রাখুন৷ তফাৎ নিজেই অনুভব করুন ৷ ঝুলে পড়া ত্বক, কুঞ্চিত চোখের পাতা-সহ নানা ত্বকে জরা ও বার্ধক্যের নানা সমস্যা দূর হয় এই ব্যায়ামে৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের ত্বক তার পেলবতা হারায় ৷ ফেসলিফ্ট এক্সারসাইজ সেই সমস্যা দূর করে৷ ত্বকের বাঁধন পোক্ত হয় ৷ রক্ত সঞ্চালন উন্নত হয় ৷ বিশেষজ্ঞদের মত, ত্বকে বার বার হাত দিলে ব্রণ ও অ্যাকনের সমস্যা বৃদ্ধি পায়৷ তাই চেষ্টা করুন ত্বক স্পর্শ না করে মুখের এই ব্যায়ামগুলি করতে ৷
advertisement
advertisement
ফোলা চোখের সমস্যা কমাতে
দুই হাতের মধ্যমা রাখুন কপালের মাঝে৷ এ বার দুই আঙল দিয়ে ‘ভি’-এর মতো আকার তৈরি করুন৷ এ বার উপরের দিকে তাকান৷ এই ভঙ্গি রিপিট করুন ৬ বার ৷ এ বার প্রতি হাতের তর্জনী রাখুন চোখের নীচে, চিকবোন বা হনুর হাড়ের উপরে ৷ দুটি ঠোঁট ঢুকিয়ে নিন ভিতরে ৷ স্বাভাবিক অবস্থায় ফেরার আগে উপরের দিকে তাকিয়ে উপরের চোখের পাতা কয়েক বার ফেলে চোখ খোলা বন্ধ করুন ৫ থেকে ৬ বার ৷
advertisement

বলিরেখা রোধ
চোখের পাতার উপর হাত রাখুন৷ এ বার ঘাড় থেকে মাথা পিছন দিকে হেলিয়ে দিন যতটা পারেন৷ আবার সামনের দিকে আনুন মাথা৷ হাতের আঙুলগুলিকে চিরুনির মতো ব্যবহার করে কপালে আলতো চাপ দিতে পারেন৷ ফলে দুই ভ্রুয়ের কাছে বলিরেখা রোধ হয়ে যাবে ৷ আঙুলগুলিকে বিস্তৃত করে কপালের উপর দিয়ে আলতো করে চালিয়ে নিন৷ এতে রক্ত সঞ্চালন ও অক্সিজেন চলাচল বাড়ে৷ সূক্ষ্ম দাগের সমস্যা কমে৷
advertisement
আরও পড়ুন : গরমমশলার কৌটোয় দারচিনি আছে তো! সব সমস্যা দূর করে চুল ভাল রাখতেও এই মশলা অতুলনীয়
লিপ টোনিং
বয়সের সঙ্গে সঙ্গে অনেকেরই ঠোঁটের দু’পাশে বলিরেখা পড়ে যায়৷ এই সমস্যা দূর করতে ঠোঁট কুঞ্চন করে ইংরেজি ‘ও’ শব্দ বলুন৷ তার পর আবার ঠোঁট বিস্তৃত করে হাসুন৷ তবে কোনও বারই আপনার দাঁত দেখা যাবে না৷ অন্তত বার সাতেক এই ব্যায়াম করতে হবে ৷
advertisement
মুখের ত্বক টানটান রাখতে
আপনার দু’ হাতের মধ্যমা রাখুন চিকবোনের উপরে৷ তার পর চওড়া হাসি হাসুন ৷ হাসার সময় হাতের আঙুল দিয়ে চাপ দিন চিকবোনের উপরে৷ এতে মাংসপেশি শক্ত ও টানটান থাকবে ৷

ডাবল চিন ও ঘাড়ের মেদ এড়াতে
advertisement
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডাবল চিন ও ঘাড়ে অতিরিক্ত মেদের সমস্যা দেখা দেয়৷ এর জন্য আপনার আঙুলের ডগা রাখুন ঘাড়ের নীচের দিকে৷ চামড়া টানটান করে ধরে রাখুন ৷ তার পর ধীরে ধীরে মাথা পিছনে হেলিয়ে দিন ৷ এতে ঘাড়ের আকার ঠিক থাকবে ৷ এটা দুবার রিপিট করুন ৷
আরও পড়ুন : রেশমি জমিনে চুমকির বুনোটে বোনা লেহঙ্গা পরনে রাজস্থানি কেল্লায়, সচিনকন্যা সারা যেন রূপকথার রাজকুমারি
ডাবল চিন সংক্রান্ত সমস্যা এড়াতে মাথা উঁচু করে ছাদের দিকে তাকান৷ তার পর ঠোঁট কুঞ্চন করে ইংরেজিতে ‘ও’ (O) অক্ষরটি উচ্চারণ করন ৷ তারপর ঠোঁট সমান্তরালে এনে চেপে ধরে রাখুন ৷ আবার ‘ও’ (O) উচ্চারণ করুন ৷ এই পদ্ধতি রিপিট করুন বার কয়েক ৷ এতে আপনার চিবুক বা থুতনি লাগোয়া ত্বক টানটান থাকবে৷
advertisement

মনে রাখুন
এই ব্যায়ামগুলি শুরুর আগে মুখে, ঘাড়ে ও গলায় হাল্কা ময়শ্চারাইজার মালিশ করে নিন৷
এক্সারসাইজ শেষ হলে এক গ্লাস জল পান করুন ৷ এতে ত্বক হাইড্রেটেড থাকবে ৷ কোলাজেন উৎপাদন বাড়বে ৷
অতিরিক্ত ফেসিয়াল এক্সারসাইজ করবেন না৷ তাতে হিতে বিপরীত হবে বলে মত বিশেষজ্ঞদের
ব্যালান্সড ডায়েট না থাকলে সব এক্সারসাইজই বৃথা
দিনে ১২ গ্লাস জল পান করলে ত্বক থেকে বয়সের ছাপ দূরেই থাকে
স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া, পর্যাপ্ত জলপান ও ঘুমের রুটিনও বজায় রাখুন ফেসিয়াল এক্সারসাইজের সঙ্গে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2022 7:53 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
প্রসাধনী লাগবেই না! এই সহজ ব্যায়ামেই আপনার চিরতরুণ মুখের ত্বক থেকে বয়স থাকবে শত হস্ত দূরে