চুলের সমস্যায় নাকাল হননি, এমন মানুষ জেরবার৷ চুল ভাল রাখতে আমরা হাজারো উপায়ের শরণাপন্ন হই৷ কিন্তু অনেকেই জানি না দারচিনি চুলের যত্নে অসামান্য৷
2/ 7
দারচিনি চুল পড়া কমিয়ে দেয়৷ নিয়ন্ত্রণ করে টাক পড়ার সমস্যাও৷ এর পনিফেলন উপাদান প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে ৷ এর অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ স্ক্যাল্পের সমস্যা দূর করে৷
3/ 7
চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব রক্ষার জন্যও দারচিনি কার্যকরী৷ দারচিনির এসেনশিয়ার অয়েলে স্ক্যাল্পে রক্তপ্রবাহ বাড়ায় ৷ ফলে চুলের গড়ন বৃদ্ধি পায় ৷
4/ 7
দারচিনির এসেনশিয়াল অয়েলে সিনামালডিহাইড উপাদান আছে৷ এতে চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব বজায় থাকে৷
5/ 7
দারচিনির অ্যান্টি ইনফ্লেম্যাটরি, অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিফাঙ্গাল গুণে স্ক্যাল্প ও চুলের সংক্রমণ, ইনফ্লেম্যাশন, খুশকি-সহ নানা সমস্যা নিয়ন্ত্রিত হয়৷
6/ 7
শ্যাম্পুর সঙ্গে দারচিনির তেল মেশালে উকুন নিয়ন্ত্রণ করে৷ বাচ্চাদের মাথায় উকুন কমানোর জন্য দারচিনির তেল বিকল্পহীন৷
7/ 7
দারচিনির তেল খুব হাল্কা৷ হেয়ার ফলিকলসের মধ্যে দিয়ে সহজেই যাতায়াত করতে পারে৷ ড্রাই স্ক্যাল্পের সমস্যাতেও কার্যকর এই তেল ৷ ফলে স্ল্পিট এন্ড ও খুশকির সমস্যা দূর করে এই তেল ৷