পেশাদার ঘুমন্ত চাই! উৎকৃষ্ট মানের নিদ্রায় দীর্ঘ ক্ষণ ঘুমোলেই পাবেন লোভনীয় চাকরি

Last Updated:

Sleeping Quality : চাকরির শর্ত হিসেবে তারা চেয়েছে এমন চাকরিপ্রার্থী যাঁরা যে কোনও পরিস্থিতিতে প্রচুর ঘুমোতে পারেন৷

ঘুম নিয়ে দেদার আলোচনাও করতে হবে
ঘুম নিয়ে দেদার আলোচনাও করতে হবে
ঘুমের গুণমান হতে হবে ব্যতিক্রমী ও অত্যন্ত উৎকৃষ্ট৷ এটাই শর্ত চাকরির৷ শর্ত রেখেছে এক মার্কিন ম্যাট্রেস প্রস্তুতকারী সংস্থা৷ তারা পেশাদার ঘুমন্ত খুঁজছে নিজেদের সংস্থার জন্য৷ নিউইয়র্কের ওই সংস্থার নাম ‘ক্যাসপার স্লিপার্স’৷ তারা ম্যাট্রেস তৈরি করে ৷ তাদের সংস্থায় চাকরির শর্ত হিসেবে তারা চেয়েছে এমন চাকরিপ্রার্থী যাঁরা যে কোনও পরিস্থিতিতে প্রচুর ঘুমোতে পারেন৷
সংস্থার চাকরি সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে ‘‘আমাদের দোকানে ঘুমোন৷ বাইরের জগতে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে ঘুমোন ৷ বিরল ঘটনায় যদি আপনি একান্তই না ঘুমোন, তাহলে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিন অন্যদের সঙ্গে৷’’ অর্থাৎ শুধু ঘুমলোই চলবে না ৷ ঘুম নিয়ে দেদার আলোচনাও করতে হবে ৷ সংস্থার জন্য ঘুমোলে মিলবে পারিশ্রমিকও৷ দরকারে পায়জামা পরনেও যাওয়া যাবে কর্মস্থলে৷ বিনামূল্যে ব্যবহার করা যাবে সংস্থার জিনিস ৷ কাজ করতে পারবেন আংশিক সময়ের জন্যও৷
advertisement
advertisement
আগ্রহীরা আবেদন করতে পারবেন ১১ অগাস্ট পর্যন্ত ৷ উৎসাহীরা তাঁদের ঘুমনোর দক্ষতা শেয়ার করতে পারেন টিক টক-এও৷ পাশাপাশি আরও এক লোভনীয় চাকরির সুযোগের কথা এখন ভাইরাল ৷ কানাডার এক সংস্থা খুঁজছে ‘চিফ ক্যান্ডি অফিসার’৷ মনোনীত কর্মীকে প্রতি মাসে প্রায় সাড়ে তিন হাজার ক্যান্ডি টেস্ট করে দেখতে হবে ৷ মতামত দিতে হবে স্বাদ নিয়ে ৷ তাঁদের মতামতের উপর নির্ভর করেই নতুন স্বাদের ক্যান্ডি আসবে বাজারে ৷
advertisement
আরও পড়ুন : গরমমশলার কৌটোয় দারচিনি আছে তো! সব সমস্যা দূর করে চুল ভাল রাখতেও এই মশলা অতুলনীয়
ক্যান্ডি ফানহাউস নামে ওই সংস্থার বক্তব্য এই চাকরির জন্য মিষ্টি জাতীয় খাবারের প্রতি অফুরন্ত উৎসাহ ও আগ্রহ থাকতে হবে ৷ এই পদের জন্য ৫ বছরের বেশি যে কোনও বয়সের মানুষ আবেদন করতে পারবেন ৷ দরকার নেই পূর্ব অভিজ্ঞতারও৷ আবেদন করা যাবে ৩১ অগাস্ট পর্যন্ত ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পেশাদার ঘুমন্ত চাই! উৎকৃষ্ট মানের নিদ্রায় দীর্ঘ ক্ষণ ঘুমোলেই পাবেন লোভনীয় চাকরি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement