Tips for Women : ঘরে বাইরে সমানতালে কাজ করতে গিয়ে ঠান্ডায় নাজেহাল? মহিলাদের জন্য রইল সহজ টিপস

Last Updated:

মহিলারা কিছু নিয়ম মেনে চলুন৷ তাহলে সারাদিন সব কাজ সময়মতো করতে পারবেন৷ পাশাপাশি ভাল থাকবে নিজেদের শরীরস্বাস্থ্যও (Easy tips for women to stay energetic daylong in winter)

দিনভর সব কাজ সুষ্ঠুভাবে করার জন্য আমাদের সবথেকে বেশি প্রয়োজন পর্যাপ্ত এনার্জি৷ এখানকার আর্থসামাজিক ব্যবস্থায় আমাদের একইসঙ্গে একাধিক কাজ করতে হয়৷ বিশেষ করে মহিলাদের একইসঙ্গে ঘরে বাইরে সামলাতে হয়৷ শীতের মরশুমে দিনের মেয়াদ ছোট হয়ে পড়ে বলে তাঁদের সব কাজ সারতে হয় ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে৷ এনার্জির যোগান ঠিকমতো না থাকলে মহিলারা সব কাজ সামলে উঠতে পারবেন না৷ মহিলারা কিছু নিয়ম মেনে চলুন৷ তাহলে সারাদিন সব কাজ সময়মতো করতে পারবেন৷ পাশাপাশি ভাল থাকবে নিজেদের শরীরস্বাস্থ্যও (Easy tips for women to stay energetic daylong in winter)৷
আমাদের প্রত্যেকের কাজের বাঁধা গত বা ছক আছে৷ আমাদের শরীর সেই ছকেই কাজ করতে অভ্যস্ত৷ আমাদের সেই চেনা ছকই হল ‘বায়োলজিক্যাল ক্লক’৷ সেই অনুযায়ী আমরা কেউ হয়তো সকালে কর্মক্ষম থাকি৷ আবার অনেকে হয়তো বেশি স্বচ্ছন্দ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বা রাতে কাজ করতে৷ আমাদের বায়ো ক্লক অনুযায়ী ঠিক করে নিতে হবে কাজের সূচিও৷
advertisement
advertisement
আপনাকে শুধু ফিট রাখাই নয়৷ শরীরচর্চা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে৷ সম্প্রতিক গবেষণায় দাবি, যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন তাঁদের দেহে টি সেল বেশি বা উন্নত৷ পাশাপাশি, স্ট্রেস হরমোন কোর্টিসোল নিয়ন্ত্রণেও সাহায্য করে শরীরচর্চা৷
advertisement
আমাদের এনার্জি লেভেলের পিছনে অবদান রয়েছে আমাদের খাবারেরও৷ ডায়েটে বেশি করে রাখতে হবে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফল ও শাকসব্জি৷ এছাড়াও নিয়মিত খেতে হবে নানারকম দানাশস্য, দুধ এবং অন্যান্য পুষ্টিকর খাবার৷ বাড়ির বাকি সদস্যদের সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশনের সময় মহিলারা যত্ন নিন নিজেদের আহার্যেরও৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tips for Women : ঘরে বাইরে সমানতালে কাজ করতে গিয়ে ঠান্ডায় নাজেহাল? মহিলাদের জন্য রইল সহজ টিপস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement