Durga Puja Interior: পুজোয় দেদার খানাপিনা, রান্নাঘরে আঁশটে গন্ধ ? গাদাগাদা খরচ নয়, সহজ ঘরোয়া উপায়ে রান্নাঘর দুর্গন্ধমুক্ত করুন

Last Updated:

পুজো মানেই খানাপিনা! হাজার রকমের রান্না...খাওবার পাট তো চুকল... কিন্তু তারপর রান্নাঘরে ঘুরপাক খায় গা গুলিয়ে ওঠা আঁশটে গন্ধ ! বিশেষ করে বেশি আমিষ রান্না করলে! হাজার নামীদামি রুম ফ্রেশনার ব্যবহার করেও এই গন্ধর মোকাবিলা কর যায় না! তবে, টেনশন শিকেয় তুলুন! সহজ, ঘরোয়া উপায়ে রান্নাঘর দুর্গন্ধমুক্ত করুন

Durga Puja Interior
Durga Puja Interior
কলকাতা: পুজো মানেই খানাপিনা! হাজার রকমের রান্না…খাওবার পাট তো চুকল… কিন্তু তারপর রান্নাঘরে ঘুরপাক খায় গা গুলিয়ে ওঠা আঁশটে গন্ধ ! বিশেষ করে বেশি আমিষ রান্না করলে! হাজার নামীদামি রুম ফ্রেশনার ব্যবহার করেও এই গন্ধর মোকাবিলা কর যায় না! তবে, টেনশন শিকেয় তুলুন!
সহজ, ঘরোয়া উপায়ে রান্নাঘর দুর্গন্ধমুক্ত করুন
কয়েকটা পাতিলেবুর স্লাইস ২২৫ ডিগ্রিতে প্রি-হিট করা আভেনে বেক করুন। এবার আভেনের দরজা খুলে কয়েক ঘণ্টা রেখে দিন। স্যাঁতসেতে গন্ধ উবে যাবে।
advertisement
অল্প এলাচ, দারচিনি ও তেজপাতা জলে ফুটিয়ে নিন। ফুটে গেলে আঁচ হালকা করে বেশ কিছুক্ষণ আঁচে বসিয়ে রাখুন, যাতে গোটা রান্নাঘরে ভাপ ছড়িয়ে পরে।
advertisement
যদি বাঁধাকপি বা মুলো সেদ্ধ করেন, তা হলে রান্নাঘরে টেকা দায়! তাই এই সবজিগুলোর সেদ্ধ করার সময় জলে একটুকরো পাতিলেবু দিয়ে দিন। মাছের গন্ধ তাড়াতে অল্প অলিভ অয়েলের মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখুন।
শুকনো ও ভেজা ময়লা আলাদা বাক্সে রাখুন। যেসমস্ত জিনিস সহজে পচে যায়, সেগুলোকে নিয়মিত বাইরে ফেলার ব্যবস্থা করুন। প্রতিবার নোংরা বাইরে ফেলে আসার পর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে ডাস্টবিন ধুয়ে, রোদে শুকিয়ে নিন। পাশাপাশি প্রতিবার ডাস্টবিন ব্যবহার করার আগে ডাস্টবিনের ভিতর অর্ধেক কাপ বোরক্স ছড়িয়ে নিন। আর সরাসরি বিন-এ নয়, ময়লা ফেলুন বিন-এর ভিতরে রাখা ডিসপোজাল গার্বেজ ব্যাগে।
advertisement
এঁটো বাসন রাতেই ধুয়ে ফেললে, রান্নার সময় এক্সহস্ট চালালে, বাসন মাজার স্পাঞ্জ প্রতি সপ্তাহে বদলালে এবং চিমনিতে জমা তেল রোজ পরিস্কার করে ফেললে রান্নাঘরের গন্ধ পালাবে!
সিংকের খোলা মুখে ১ কাপ ভিনিগার ও বেকিং সোডা মিশিয়ে ঢেলে দিন। আধঘন্টা রেখে জল ঢেলে দিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Interior: পুজোয় দেদার খানাপিনা, রান্নাঘরে আঁশটে গন্ধ ? গাদাগাদা খরচ নয়, সহজ ঘরোয়া উপায়ে রান্নাঘর দুর্গন্ধমুক্ত করুন
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement