মুখের সব ত্রুটি নিমেষে দূর, পুজোয় নিখুঁত সুন্দরী হওয়ার সহজ সাজ-টিপস

Last Updated:

Durga Puja 2022 : Make Up tips : মুখ যে রকমই হোক না কেন, ঠিকঠাক মেকআপ করতে পারলে সেটাই সরু আর লম্বা দেখাবে।

কীভাবে সাজতে হবে? রইল তারই টিপস
কীভাবে সাজতে হবে? রইল তারই টিপস
কত রকমের মুখ হয়! গোলা, ডিম্বাকার, চৌকো, পানপাতার মতো…। কিন্তু মুখে মেদ জমলে গাল ফুলে যায়, দেখা দেয় ডবল চিন। তখন মাথায় হাত। মনে হয়, সাজগোজ করে আর কী হবে, সবই মাটি! চিন্তা নেই, মুখ যে রকমই হোক না কেন, ঠিকঠাক মেকআপ করতে পারলে সেটাই সরু আর লম্বা দেখাবে। সে জন্য কীভাবে সাজতে হবে? রইল তারই টিপস।
কনটুরিং: মেকআপের সময় চিবুকের হাড়ের নিচে কনটুরিং করতে হবে। এটা সামনের জনের চোখে বিভ্রম সৃষ্টি করবে। ডবল চিন তো গায়েব হবেই। কনটুরিংয়ের রেখাকেই মনে হবে ধারালো চিবুক।
মোটা, বাঁকা ভুরু: মুখ লম্বাটে দেখাতে ভুরুর ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুখ যদি বড় হয়। কারণ ভুরুই ফ্রেম করবে গোটা মুখবে। বিশেষজ্ঞরা বলেন, ভুরু যত চওড়া এবং মোটা করে আঁকা হবে মুখ তত লম্বাটে দেখাবে। এ জন্য অনেকে ধনুকের মতো বাঁকানো ভুরু আঁকারও পরামর্শ দেন।
advertisement
advertisement
চোখের মেকআপ: এমন ভাবে মেকআপ করতে হবে যাতে চোখ বড় এবং লম্বা দেখায়। যামিনী রায়ের ছবির মতো টানা টানা চোখ আঁকতে পারলে সবচেয়ে ভাল। চোখের ইনার কর্নার আইলাইনার দিয়ে মোটা করে এঁকে নিতে হবে। সঙ্গে লাগাতে হবে মাসকারা।
আরও পড়ুন :  একঢাল চুল হলে তবেই তো পুজোর সাজ হবে নজরকাড়া! আজ থেকেই এই রুটিন মানতে শুরু করে দিন দেখি!
বড় চশমা: মুখ সরু এবং লম্বাটে দেখাতে বড় মোটা ফ্রেমের চশমা বা সানগ্লাস খুব কাজে আসে। এমন সানগ্লাস বাছতে হবে যাতে যাতে শুধু চোখ নয়, চোখের আশপাশও ঢেকে যায়। যেটা নেমে আসবে নাকের পাটা পর্যন্ত। তাহলেই অর্ধেক কাজ হয়ে যাবে।
advertisement
ক্যাট আইলাইনার: চোখই যেন দৃষ্টি টেনে নেয়। তাই চোখের মেকআপে বেশি ফোকাস করতে হবে। এ জন্য ক্যাট আইলাইনার সবচেয়ে ভাল বলে মনে করেন বিশেষজ্ঞরা। চোখের পরেও আরও একটু টানা থাকবে এই আইলাইনার। এটা দেখতেও ভাল লাগে।
আরও পড়ুন :  বেশি খাওয়ার প্রবণতা কমিয়ে রোগা হতে চাইলে সব সময় মেঝেতে আসনপিঁড়ি হয়ে বসে তবেই খাবার খান
হাইলাইট টি জোন: কপাল থেকে শুরু করে নাক হয়ে চিবুক পর্যন্ত অংশটাই মুখের টি জোন। এই অংশে গাঢ় মেকআপের পরামর্শ দেওয়া হয়। এতে মুখ সরু এবং লম্বা দেখায়। তাছাড়া টি জোন হাইলাইটেড থাকলে সামনের জনের ফোকাস ওই অংশেই ঘোরাফেরা করবে।
advertisement
হাই হেয়ারস্টাইল: সাধারণ খোঁপা নয়। মাথার চুল উঁচু করে বাঁধতে হবে। সেটা পনিটেল হতে পারে বা চুড়ো। এতেও মুখ সরু দেখায়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মুখের সব ত্রুটি নিমেষে দূর, পুজোয় নিখুঁত সুন্দরী হওয়ার সহজ সাজ-টিপস
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement