একঢাল চুল হলে তবেই তো পুজোর সাজ হবে নজরকাড়া! আজ থেকেই এই রুটিন মানতে শুরু করে দিন দেখি!

Last Updated:

Durga Puja 2022: Hair Care: চুল একটু ঠিকঠাক না হলে কিন্তু জুঁইয়ের মালাই হোক বা একধারে কয়েকটা সারবাঁধা ফুল- সাজ খুলবে না। তাহলে উপায়?

পুজোয় কেশদামে রূপরেখার দামিনী ঝলসে উঠবেই
পুজোয় কেশদামে রূপরেখার দামিনী ঝলসে উঠবেই
দৈর্ঘ্যের ব্যাপারটা ছেড়ে দিলেও বিশেষ করে পুজোর ক'টা দিন সাজের জন্য চুলের একটু যত্ন নেওয়া দরকার। তবেই না নানা রকম খোঁপা থেকে বেণীর সাজে উৎসবের রূপ পরিপূর্ণতা পাবে। তাছাড়া আরেকটা ব্যাপারও আছে। উৎসব মানেই চুলের সাজে ফুলের হাজিরা অনিবার্য- চুল একটু ঠিকঠাক না হলে কিন্তু জুঁইয়ের মালাই হোক বা একধারে কয়েকটা সারবাঁধা ফুল- সাজ খুলবে না। তাহলে উপায়?
তেলে চুল তাজা
চুল ভাল রাখতে হলে তেল দিতেই হবে। বেশি কিছুর দরকার নেই, কয়েক ফোঁটা নারকেল তেল বেশ করে আলগা হাতে মাসাজ করে ঘুমিয়ে পড়লেই হল। সকালে উঠে শ্যাম্পু করে কন্ডিশনার লাগালেই কাজ শেষ- এই মাসটা এটুকু করতে পারলে পুজোয় কেশদামে রূপরেখার দামিনী ঝলসে উঠবেই!
advertisement
শ্যাম্পু হবে হালকা
advertisement
মানে বাজারের প্যারাবেন, সালফেটের মতো রাসায়নিকে ভরা শ্যাম্পু চলবে না, ভাল কোনও হালকা আয়ুর্বেদিক শ্যাম্পু বেছে নিতে হবে। তবেই চুল হবে নরম, ফুরফুরে। মণ্ডপ থেকে মণ্ডপে যখন পা পড়বে ঢাকের তালে, তার তালেই কেঁপে উঠবে চুলের বাহারও।
advertisement
ভেজা চুল শুকিয়ে নেওয়া বা একটু ফাঁপিয়ে নেওয়ার জন্য যন্ত্রটা কাজের বটে। তবে হাজার হোক, এভাবে চুল শুকানোটা কৃত্রম, ফলে তার একটা ধকল চুলকে নিতেই হয়। তাই রোজ ব্লো ড্রাই করার অভ্যেস থাকলে সেটা এখনই ছাড়তে হবে।
হেয়ার মাস্ক
ডিপ কন্ডিশনিংয়ের জন্য নারকেল তেল, অ্যালোভেরা জেল আর শিকাকাই পাউডার দিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় হেয়ার মাস্ক। মিশ্রণটা ভাল করে মেখে, শুকিয়ে গেলে শ্যাম্পু করে উঠে পড়লেই হল। সপ্তাহে বার দুই এটা করতে পারলে ভাল হয়।
advertisement
এ সবই ছিল বাইরের কথা। চুল ভাল রাখতে হলে একটু খাওয়াদাওয়ার দিকেও নজর দিতে হবে। সেক্ষেত্রে ভিটামিন সি, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারলে অনেকটা কাজে দেবে। বাইরের ভাজাভুজি তোলা থাক পুজোর দিনগুলোর জন্যই- এখন বরং নিজেকে উজ্জ্বল করে তোলাই উচিত হবে, তাই না? হাজার হোক, মা আসছেন ঝলমলে সাজে, এসে আমাদের বিবর্ণ দেখলে তাঁরও কি আর ভাল লাগবে!
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
একঢাল চুল হলে তবেই তো পুজোর সাজ হবে নজরকাড়া! আজ থেকেই এই রুটিন মানতে শুরু করে দিন দেখি!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement