Dubai Millionaire’s Wife: সন্তান প্রসবের কষ্ট সহ্য করবেন বলে স্বামীর কাছ থেকে উপহার ও নগদ মিলিয়ে ২.৫ কোটি টাকা পাচ্ছেন স্ত্রী

Last Updated:

Dubai Millionaire’s Wife: দুবাইয়ের এক ধনকুবেরের স্ত্রী সৌদি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাঁর রাজকীয় ও বিলাসী জীবনযাত্রার জন্য। তাঁর জীবনসঙ্গীর ধনসম্পদ নানা ভাবে প্রতিফলিত হয় তরুণীর জীবনযাত্রায়

দুবাইয়ের এক ধনকুবেরের স্ত্রী সৌদি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত
দুবাইয়ের এক ধনকুবেরের স্ত্রী সৌদি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত
দুবাই : পিতৃত্ব এবং মাতৃত্ব সব সময়ই বিশেষ মুহূর্ত যে কারওর জীবনে। সকলেই কমবেশি চেষ্টা করেন স্ত্রীর যত্ন আত্তি করতে এই বিশেষ সময়ে। কার্যত সব প্রচেষ্টাকে ছাপিয়ে গিয়েছে দুবাইয়ের এক ঘটনা। জানা গিয়েছে, দুবাইয়ের এক ধনকুবেরের স্ত্রী সৌদি তাক লাগিয়ে দিয়েছেন অভিনবত্বে। জানা গিয়েছে তিনি সন্তানের মা হবেন বলে স্বামীর কাছ থেকে উপহার ও টাকা মিলিয়ে ভারতীয় মুদ্রায় আড়াই কোটি টাকা চেয়েছেন।
দুবাইয়ের এক ধনকুবেরের স্ত্রী সৌদি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাঁর রাজকীয় ও বিলাসী জীবনযাত্রার জন্য। তাঁর জীবনসঙ্গীর ধনসম্পদ নানা ভাবে প্রতিফলিত হয় তরুণীর জীবনযাত্রায়। বিলাসিতায় পরিপূর্ণ জীবন, ছুটি কাটানোর আকাশছোঁয়া খরচ চোখ ঝলসে দেয় নেটিজনদের। ওই সৌদি তরুণীর আশা, সন্তানের জন্মদানের পরিবর্তে তিনি বহুমূল্য উপহার পাবেন।
আরও পড়ুন : অভিনয়ের কেরিয়ার ছেড়ে সকালে পড়াশোনা, রাতে চাকরি! কোনও কোচিং ছাড়াই তারকার ছেলে আজ সফল আইএএস অফিসার
জানা গিয়েছে সৌদি একটি নতুন গাড়ি এবং মহার্ঘ্য হার্মিজ বার্কিন হ্যান্ডব্যাগ চেয়েছেন। দু’টি মিলিয়ে দাম পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ লক্ষ থেকে ৫৫ লক্ষ টাকা। পাশাপাশি সন্তানের জন্ম দেওয়ার সময় যে যন্ত্রণা তাঁকে সহ্য করতে হবে, তার জন্য ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকা করে পেয়েছেন তিনি। বহুমূল্য গাড়ির পাশাপাশি তাঁর রূপচর্চার আকাশছোঁয়া খরচও মেটান স্বামী। অট্টালিকাসম বাড়িতে বহু পরিচারক থাকলেও প্রশিক্ষিত নার্স রাখা হয়েছে যাতে সৌদির পরিচর্যায় কোনও ক্ষতি না হয়। সন্তানের জন্ম দেওয়ার পরও যাতে বিলাসী জীবনযাত্রা ব্যাহত না হয়, খেয়াল রাখা হচ্ছে সেদিকেও।
advertisement
advertisement
মাতৃত্ব ও সন্তানপালনের প্রতি সৌদির দৃষ্টিভঙ্গি নেটমাধ্যমে তীব্র সমালোচিত হয়েছে। কিন্তু তাতে কিছু এসে যায়নি সুন্দরী তরুণীর। তিনি সন্তানের জন্ম দেওয়া বা মা হওয়াকে ধনসম্পদ ও বিলাসিতা বৃদ্ধির সুযোগ বলে মনে করেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dubai Millionaire’s Wife: সন্তান প্রসবের কষ্ট সহ্য করবেন বলে স্বামীর কাছ থেকে উপহার ও নগদ মিলিয়ে ২.৫ কোটি টাকা পাচ্ছেন স্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement