Success Story: অভিনয়ের কেরিয়ার ছেড়ে সকালে পড়াশোনা, রাতে চাকরি! কোনও কোচিং ছাড়াই তারকার ছেলে আজ সফল আইএএস অফিসার

Last Updated:

Success Story: অভিনেতা তথা ফিল্ম জগতের তারকাদের সন্তানরা সাধারণত অভিনয়কেই বেছে নেন কেরিয়ার হিসেবে৷ কিন্তু তাঁদের মধ্যেও কেউ কেউ ভালবাসেন কমফোর্ট জোন থেকে বেরিয়ে অন্য পেশায় পা রাখতে

তামিল বিনোদন ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা চিন্নি জয়ন্তের ছেলে তিনি
তামিল বিনোদন ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা চিন্নি জয়ন্তের ছেলে তিনি
চেন্নাই : অভিনেতা তথা ফিল্ম জগতের তারকাদের সন্তানরা সাধারণত অভিনয়কেই বেছে নেন কেরিয়ার হিসেবে৷ কিন্তু তাঁদের মধ্যেও কেউ কেউ ভালবাসেন কমফোর্ট জোন থেকে বেরিয়ে অন্য পেশায় পা রাখতে৷ সেই বিরল তালিকায় একজন আইএএস অফিসার শ্রুতাঞ্জয়া৷ তামিল বিনোদন ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা চিন্নি জয়ন্তের ছেলে তিনি৷ অভিনেতা চিন্নির প্রকৃত নাম কৃষ্ণমূর্তি নারায়ণ৷ আটের দশকে রজনীকান্ত অভিনীত বহু ছবির কমেডিয়ান ছিলেন চিন্নি৷
ছোট থেকেই বন্ধুবান্ধবদের সঙ্গে অভিনয় করতে ভালবাসেন শ্রুতাঞ্জয়া৷ একটা সময় পর্যন্ত থিয়েটারে নিয়মিত অভিনয়ও করতেন৷ তার মাঝেই স্নাতক হন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে৷ অশোক বিশ্বদ্যালয় স্নাতকোত্তর সম্পূর্ণ করেন তিনি৷
আরও পড়ুন : কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের হাতের কাজে অভিভূত রাজ্যপাল ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলে কিনলেন মাটির জিনিস
পড়াশোনা শেষ করে তিনি চাকরি নেন একটি স্টার্ট আপে৷ তখনই ঠিক করেন চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেবেন৷ দিনে ৪-৫ ঘণ্টা পড়াশোনা করতেন৷ রাতের শিফ্টে অফিস করতেন৷ ধীরে ধীরে বাড়িয়ে দেন পড়াশোনার সময়৷ দিনে ১০-১২ ঘণ্টাও পড়াশোনা করেছেন তিনি৷
advertisement
advertisement
২০১৫ সালে উত্তীর্ণ হন ইউপিএসসি পরীক্ষায়৷ সর্বভারতীয় মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৭৫৷ এখন তিনি একজন সফল আইএএস অফিসার৷ সাব কালেক্টর হিসেবে কর্মরত তামিলনাড়ুর ত্রিপ্পুর জেলায়৷ ছেলের সাফল্যে গর্বিত অভিনেতা চিন্নি তথা কৃষ্ণমূর্তি নারায়ণ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Success Story: অভিনয়ের কেরিয়ার ছেড়ে সকালে পড়াশোনা, রাতে চাকরি! কোনও কোচিং ছাড়াই তারকার ছেলে আজ সফল আইএএস অফিসার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement