Governor CV Ananda Bose: কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের হাতের কাজে অভিভূত রাজ্যপাল 'ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট' স্টলে কিনলেন মাটির জিনিস

Last Updated:

Governor CV Ananda Bose: রাজ্যপাল কৃষ্ণনগরবাসীদের তৈরি মৃৎশিল্পের ভূয়সী প্রশংসা করেন।তিনি কিছু মাটির জিনিস কিনেওছেন। এখানকার মৃৎশিল্পীদের তৈরি জিনিসের বৃহত্তর বাজার ও জনপ্রিয়তা বাড়ানোর উপর বিশেষ জোর দেন।

তিনি কৃষ্ণনগরবাসীদের তৈরি মৃৎশিল্পের ভূয়সী প্রশংসা করেন
তিনি কৃষ্ণনগরবাসীদের তৈরি মৃৎশিল্পের ভূয়সী প্রশংসা করেন
কৃষ্ণনগর: কৃষ্ণনগর স্টেশনে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলে মৃৎশিল্পীদের কারুকার্য দেখে অভিভূত রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস। ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতাধীন ওএসওপি স্টল ‘লোকনাথ টেরাকোটা’-র বিক্রেতার সঙ্গে তিনি আলাপচারিতায় জিজ্ঞাসা করেন যে তাঁরা এত সুলভ মূল্যে কীভাবে এইসব সামগ্রী বিক্রয় করেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই সামগ্রী কী দিয়ে তৈরি এবং তার রূপকার কে এই ব্যাপারেও তিনি খোঁজ খবর নেন এবং তিনি এই স্টলগুলির জিনিসপত্র বিক্রয়ের সাফল্য কামনা করেন।
মাননীয় রাজ্যপাল, কৃষ্ণনগরের নান্দনিক মৃৎশিল্প নিয়ে জানতেন কিন্তু এখন তার চাক্ষুষ প্রমাণ পেলেন। শেষে তিনি কৃষ্ণনগরবাসীদের তৈরি মৃৎশিল্পের ভূয়সী প্রশংসা করেন।মাননীয় রাজ্যপাল কিছু মাটির জিনিস কিনেওছেন। তিনি এখানকার মৃৎশিল্পীদের তৈরি জিনিসের বৃহত্তর বাজার ও জনপ্রিয়তা বাড়ানোর উপর বিশেষ জোর দেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, শ্রী কৌশিক মিত্র জানান ” আচমকাই মাননীয় রাজ্যপাল কৃষ্ণনগর স্টেশনে এসে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলের ব্যাপারে খোঁজ নেন এবং নিজেই স্টলে এসে বিক্রেতার সঙ্গে কথাবার্তা বলে অত্যন্ত খুশি হন।”
advertisement
আরও পড়ুন :  চলতি মাসেই দেশের বিস্তীর্ণ অংশে বইবে তীব্র তাপপ্রবাহ! আসতে চলেছে ভয়াবহ গ্রীষ্মকাল! সতর্কতা আবহাওয়া দফতরের
ইতিমধ্যেই ভোকাল ফর লোকালে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রেলস্টেশনেও ইতিমধ্যেই স্থানীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। এই প্রকল্পে শান্তিপুর, কৃষ্ণনগর, জয়নগর, শিলিগুড়ি, মালদার মতো একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন বাছাই করা হয়েছে। যেখানে স্থানীয় জিনিস বিক্রি করা শুরু হয়েছে৷ রেল আধিকারিকদের বক্তব্য, বিভিন্ন স্টেশনে স্থানীয় ব্যবসায়ীরা এতে লাভবান হচ্ছেন৷ ফলে আগামী দিনেও স্থায়ী স্টল থেকে স্থানীয় পণ্য বিক্রি চলবে। রেল চাইছে সব স্টেশনেই ভোকাল ফর লোকাল চালু রাখতে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Governor CV Ananda Bose: কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের হাতের কাজে অভিভূত রাজ্যপাল 'ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট' স্টলে কিনলেন মাটির জিনিস
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement