Pressure Cooker Age: কত বছর পুরনো হলে প্রেশার কুকার বদলানো উচিত? পরামর্শ দিলেন চিকিৎসক, জানুন কীভাবে শরীরে ঢুকছে বিষ

Last Updated:

ওই চিকিৎসক গত ২২ অগাস্ট এই পোস্টটি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন৷ তার পর থেকে ১ লক্ষেরও বেশি ভিউ হয়েছে এই পোস্টের৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কমবেশি সব পরিবারেই রান্নার কাজে প্রেশার কুকার ব্যবহার করা হয়৷ মাংস থেকে শুরু করে ভাত-ডাল-সব্জি, অল্প সময়ে খাবার সেদ্ধ করার জন্য প্রেশার কুকারের জুড়ি মেলা ভার৷ অধিকাংশ বাড়িতেই অন্যান্য বাসনপত্রের মতো প্রেশার কুকারও বছরের পর বছর ব্যবহার করা হয়৷ কারণ সাধারণত প্রেশার কুকার খুবই শক্তপোক্ত হয়৷ বিশেষত সেগুলি কয়েক বছরের পুরনো হলে তো কথাই নেই৷
কিন্তু নির্ঝঞ্ঝাট এই প্রেশার কুকারও যে শরীরের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক হতে পারে, এমন আশঙ্কার কথা হয়তো কেউ কল্পনাতেও আনবেন না৷ সম্প্রতি সমাজমাধ্যমে করা একটি পোস্টে এই আশঙ্কার কথাই তুলে ধরেছেন অর্থোপেডিক সার্জন এবং স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মনন ভোরা৷ ওই পোস্টে তিনি পরামর্শ দিয়েছেন, বেশ কয়েক বছর পুরনো হয়ে গেলেই প্রেশার কুকার বাতিল করে দেওয়া উচিত৷ ওই চিকিৎসকের এই দাবি ঘিরে সমাজমাধ্যমে জোর চর্চা এবং বিতর্ক শুরু হয়েছে৷
advertisement
কেন পুরনো প্রেশার কুকার স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক?
সমাজমাধ্যমে করা ওই পোস্টে চিকিৎসক মনন ভোরা দাবি করেছেন, প্রেশার কুকার পুরনো হয়ে গেলে তার ভিতর থেকে ছোট ছোট শিসার কুচি খাবারের মধ্যে মিশতে শুরু করে৷ শিসা একবার শরীরে ঢুকে গেলে তা সহজে শরীর থেকে বেরোয় না৷ বরং রক্ত, হাড়, মস্তিষ্কের ভিতরেই তা জমতে শুরু করে৷
advertisement
advertisement
নিঃশব্দে শরীরের ভিতরে এ ভাবে শিসা জমতে শুরু করে দীর্ঘমেয়াদী ভিত্তিতে শরীরের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দেয়৷ শরীরে শিসা জমতে থাকলে দ্রুত ক্লান্তি গ্রাস করে, স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব পড়ে, স্মৃতিভ্রম হয় এমন কি মেজাজও খিটখিটে হয়ে যেতে পারে৷

 

View this post on Instagram

 

A post shared by Dr. Manan Vora (@dr.mananvora)

advertisement
শিশুদের জন্যও শরীরে শিসা জমা খুবই ক্ষতিকারক৷ শরীরে শিসার বিপজ্জনক উপস্থিতি শিশুদের মস্তিষ্ককের কাজকে দুর্বল করে দেয়৷ তাদের বুদ্ধিমত্তা কমে যেতে পারে৷ তাই বাইরে থেকে দেখতে ঠিকঠাক লাগলেও পুরনো প্রেশার কুকার আদতে বড়সড় ক্ষতি করে দিচ্ছে বলেই দাবি করেছেন ওই চিকিৎসক৷
কী দেখে বুঝবেন যে প্রেশার কুকার বদলানো উচিত?
প্রেশার কুকার দশ বছর পুরনো হলেই তা বদলে ফেলা উচিত৷
advertisement
প্রেশার কুকারের গায়ে আঁচড়, কালো ছোপ অথবা ভিতরের দিকে রং চটে গেলেই বুঝতে হবে সেটি বাতিল করার সময় এসে গিয়েছে৷
প্রেশার কুকারের লিড বা হুইসেলের জায়গাটি ঢিলে হয়ে গেলেই বুঝতে হবে সেটি আর ব্যবহারের জন্য নিরাপদ নয়৷
প্রেশার কুকারে তৈরি খাবারের স্বাদ ধাতব লাগলেই সেটিকে বড় বিপদসঙ্কেত হিসেবেই ধরে নিতে হবে৷
advertisement
ওই চিকিৎসক গত ২২ অগাস্ট এই পোস্টটি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন৷ তার পর থেকে ১ লক্ষেরও বেশি ভিউ হয়েছে এই পোস্টের৷ শেয়ারও হয়েছে প্রচুর৷ সেখানে অনেকেই পুরনো অ্যালুমিনিয়ামের প্রেশার কুকারের বদলে স্টিলের তৈরি প্রেশার কুকার ব্যবহারের পরামর্শ দিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pressure Cooker Age: কত বছর পুরনো হলে প্রেশার কুকার বদলানো উচিত? পরামর্শ দিলেন চিকিৎসক, জানুন কীভাবে শরীরে ঢুকছে বিষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement