Diwali 2021: দীপাবলিতে যেন অনেক ক্ষণ ধরে জ্বলে থাকে প্রদীপের আলো? মেনে চলুন এই নিয়মগুলি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
যতই টুনি আলো আসুক না কেন, মাটির প্রদীপের (earthen lamp) সৌন্দর্য এখনও অম্লান৷ কালীপুজো এবং দীপাবলিতে (KaliPuja and Diwali) বাড়ির প্রতি কোণ উদ্ভাসিত হোক প্রদীপের আলোয়৷ অনেক বাঙালি পরিবারে ফুলের পাপড়ি আর শুকনো রং দিয়ে করা রঙ্গোলিও (Rangoli) এখন বেশ ট্রেন্ডিং৷ কিন্তু প্রদীপের শিখা (Diya) দীর্ঘক্ষণ ধরে না জ্বললেই সব আয়োজন মাটি৷ কিছু টুকিটাকি মনে রাখলেই প্রদীপের শিখা হবে দীর্ঘস্থায়ী৷
রুপো, পিতল বা মাটির প্রদীপ ব্যবহার করুন দীপাবলির সন্ধ্যা আলোকিত করে তোলা জন্য৷ যদি মাটির প্রদীপ নেন, তাহলে আগের দিন সারারাত জলে ভিজিয়ে রাখুন৷ পরের দিন ব্যবহারের আগে রোদে ভাল করে শুকিয়ে নিন৷ এর ফলে প্রদীপ তেল শুষে নেবে না৷
আরও পড়ুন : ভূত চতুর্দশীর ‘১৪ শাক’ ঠিক কোনগুলো? জানুন তাদের অপরিসীম গুণাগুণ
চেষ্টা করবেন একটা উঁচু জলচৌকিতে প্রদীপগুলি সাজানোর৷ এখন বাড়িতে কুলুঙ্গি থাকে না৷ তাই বলে মাটিতেই প্রদীপ বসিয়ে দেবেন না৷ দরজার কাছে দেওয়ার কথা হলে আলাদা৷ নয়তো প্রদীপ সব সময় বসান উঁচু কোনও আধারে৷ সেখানে আবির বা শুকনো রং এবং চাল দিয়ে তৈরি করুন ‘অষ্টদল’, আট পাপড়ি সমেত পদ্মফুল৷ ইচ্ছে হলে অন্য নক্সাও করতে পারেন৷ নক্সার মাঝে বসান বড় প্রদীপটিকে৷ চার ধারে সাজিয়ে দিন বাকি বাতিগুলিকে৷
advertisement
advertisement
প্রদীপ কত ক্ষণ ধরে জ্বলবে, তার জন্য গুরুত্বপূর্ণ এর সলতেও৷ বাড়িতে যদি সলতে তৈরি করতে পারেন, তাহলে খুবই ভাল৷ নয়তো কিনতেও পাওয়া যায় দশকর্মা ভান্ডারে৷ তবে গেঞ্জি কাপড়ের তৈরি সলতে কখনওই কিনবেন না৷ তুলো দিয়ে তৈরি সলতেই সবথেকে ভাল৷ লম্বাটে বা গোল, প্রদীপের আকার বুঝে সলতে ব্যবহার করুন৷
আরও পড়ুন : ‘ঝুটো পাথর’ ভেবে আর একটু হলেই ডাস্টবিনে, তরুণীর হাতে ২০ কোটির হিরে!
প্রদীপের জন্য আপনি ঘি, সর্ষের তেল, তিলের তেল বা রেড়ির তেল যাকে আমরা ক্যাস্টর অয়েল বলে চিনি, যে কোনও একটা ব্যবহার করতে পারেন৷ রেড়ির তেলেও কিন্তু প্রদীপ খুব সুন্দর প্রজ্বলিত হয়৷ প্রদীপে তেলের যোগান মাঝে মাঝেই দিয়ে যেতে হবে৷ তবে সলতে যেন পুরোপুরে ডুবে না যায়, সে খেয়ালও রাখতে হবে৷ অনেক বাড়িতে কোনও ব্রত বা উপবাস চলার সময় ‘অখণ্ডজ্যোতি’ পালন করা হয়৷ অর্থাৎ যত ক্ষণ ব্রত চলবে, তত ক্ষণ প্রদীপও জ্বলবে ৷ সেক্ষেত্রে নতুন সলতে প্রজ্বলিত করে পুরনো, ব্যবহৃত সলতেটি আলতো করে সরিয়ে নিতে হবে৷
advertisement
আরও পড়ুন : পুলিশ আধিকারিক বাবার পথে পা রেখে মেয়েও একই পেশায়, দু’জনে মুখোমুখি অভিবাদন-পর্বে
কথায় যে বলে ‘সলতে পাকানো’-র অর্থ কোনও জিনিসের প্রস্তুতি, সেটি কিন্তু আক্ষরিক অর্থেই সত্যি৷ প্রদীপের জন্য সলতে আগে থেকে প্রস্তুত করতে হবে৷ ঘি গরম করে গলিয়ে নিন৷ বাড়িতে তৈরি খাঁটি ঘি হলে সব থেকে ভাল৷ এ বার একটা এয়ারটাইট কৌটোয় ওই তরল ঘি রেখে তার মধ্যে চুবিয়ে রাখুন সলতেগুলি৷ তার পর কৌটোর মুখ বন্ধ করে দিন৷ যখন প্রদীপ জ্বালানোর সময় আসবে, তখন একে একে সলতে সাবধানে বার করে নিন৷ সলতে যত বেশি ঘিয়ে দ্রবীভূত হয়ে থাকবে, তত উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী হবে প্রদীপের শিখা৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2021 3:49 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diwali 2021: দীপাবলিতে যেন অনেক ক্ষণ ধরে জ্বলে থাকে প্রদীপের আলো? মেনে চলুন এই নিয়মগুলি