Father and Daughter Salute Moment: পুলিশ আধিকারিক বাবার পথে পা রেখে মেয়েও একই পেশায়, দু’জনে মুখোমুখি অভিবাদন-পর্বে

Last Updated:

Father and Daughter Salute Moment: আইটিবিপি ছবির ক্যাপশন দিয়েছে ‘‘গর্বিত বাবা তাঁর গর্বিত মেয়ের কাছ থেকে স্যালুট গ্রহণ করছেন৷’’

মুখোমুখি এক প্রৌঢ় এবং এক তরুণী৷ দু’জনের পরনেই পুলিশের উর্দি৷ স্যালুট করছেন একে অপরকে৷ ছবিটি সম্প্রতি পোস্ট করেছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি (ITBP)৷ অল্প কয়েক দিনের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে ছবিটি৷ কারণ ছবিতে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা নিছক ঊর্ধ্বতন নিম্নতন কর্মচারী নন৷ বরং তাঁরা বাবা-মেয়ে৷ আইটিবিপি ছবির ক্যাপশন দিয়েছে ‘‘গর্বিত বাবা তাঁর গর্বিত মেয়ের কাছ থেকে স্যালুট গ্রহণ করছেন৷’’
আরও পড়ুন : হাঁপানির সমস্যার জেরে কষ্ট হয় আতসবাজির দূষণে? রইল বাঁচার উপায়
ছবির তরুণী নাম অপেক্ষা নিম্বাডিয়া (Apeksha Nimbadia)৷ তিনি উত্তরপ্রদেশের মোরাদাবাদের ডক্টর বি আর অম্বেডকর পুলিশ অ্যাকাডেমি থেকে স্নাতক হয়েছেন৷ তাঁর বাবা এপিএস নিম্বাদিয়া (APS Nimbadia) আইটিবিপি –র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল৷ কর্মসূত্রে তাঁর সামনেই প্যারেড করেন তাঁর সুযোগ্য কন্যা ৷
advertisement
advertisement
আরও পড়ুন : অপ্রস্তুত অবস্থা এড়াতে পেটের মেদ কমাতে চান? আজ থেকেই শুরু করুন এই নিয়মগুলি
অপেক্ষা এ বার ডেপুটি সাব ইনস্পেক্টর পদে যোগ দেবেন উত্তরপ্রদেশ পুলিশে৷ পুলিশবাহিনীতে চাকরি করা তাঁদের পরিবারের কয়েক প্রজন্মের ধারা৷ পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে পুলিশের উর্দি ধারণ করেছেন অপেক্ষা৷
advertisement
আরও পড়ুন : আমাদের আনন্দ যেন ওদের কষ্টের কারণ না হয়; দীপাবলিতে পোষ্যকে সুরক্ষিত রাখুন এই উপায়ে!
বাবার পথ অনুসরণ করা মেয়ের ছবি দেখে নেটিজেনরা উচ্ছ্বসিত৷ কোনও নেটিজেন মন্তব্যে লিখেছেন, ‘আপনাদের দু’জনকেই অভিবাদন৷’ আর এক জন লিখেছেন ‘কী গর্বের মুহূর্ত’৷ আর এক দন লিখেছেন ‘জয় হিন্দ’৷ বাবা-মেয়ের ছবি ইতিমধ্যেই ভেসে গিয়েছে ইমোজিতে৷ লাইক এসেছে ১৬ হাজারের বেশি৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Father and Daughter Salute Moment: পুলিশ আধিকারিক বাবার পথে পা রেখে মেয়েও একই পেশায়, দু’জনে মুখোমুখি অভিবাদন-পর্বে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement