Priceless Diamond: ‘ঝুটো পাথর’ ভেবে আর একটু হলেই ডাস্টবিনে, তরুণীর হাতে ২০ কোটির হিরে!

Last Updated:

নিলামঘরে গিয়ে শুনলেন তার মধ্যে একটি আংটি, যার পাথরকে তিনি ‘ঝুটো’ গয়না বলে ভেবেছিলেন, সেটি আসলে বহুমূল্য হিরে (priceless diamond)!

লন্ডন : এক বছর ধরে জমিয়ে রেখেছিলেন জাঙ্ক জুয়েলারিগুলো (Junk Jewellery) ৷ ভেবেছিলেন সময়মতো বিক্রি করে দেবেন৷ কিন্তু নিলামঘরে গিয়ে শুনলেন তার মধ্যে একটি আংটি, যার পাথরকে তিনি ‘ঝুটো’ গয়না বলে ভেবেছিলেন, সেটি আসলে বহুমূল্য হিরে (priceless diamond)! উত্তর পূর্ব ইংল্যান্ডের (North East England) এই ঘটনা নেটমাধ্যমে আসতেই চক্ষুচড়কগাছ নেটিজেনদের৷
ওই মহিলার ব্যাগ ভর্তি ছিল ঝুটো গয়নায় ৷ তার মধ্যেই একটি পাথর আসলে ৩৪ ক্যারাটের হিরে! শোনা যাচ্ছে, এর দাম হতে পারে ২ মিলিয়ন পাউন্ড!ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ঘটনার কথা শেয়ার করেছে নিলামসংস্থা৷ হিরের ছবি পোস্ট করে তাঁরা বিবরণ দিয়েছেন পুরো ঘটনার৷ আয়তনে ১ পাউন্ড মুদ্রার থেকেও বড় ওই হিরে৷
আরও পড়ুন : পুলিশ আধিকারিক বাবার পথে পা রেখে মেয়েও একই পেশায়, দু’জনে মুখোমুখি অভিবাদন-পর্বে
নিলামঘরও প্রথমে ভেবেছিল ওই পাথর আসলে কিউবিক জিরকোনিয়া৷ যা নাকি দেখতে নকল হিরের মতো৷ গুরুত্বহীন ভেবে অবহেলায় ওই আংটি রাখা ছিল ডিরেক্টরের অফিসে৷ কিন্তু পাথরটিকে দেখে সন্দেহ হয় এক কর্মীর৷ তাঁর কথাতেই বিশেষজ্ঞকে দিয়ে পরীক্ষা করানো হয়৷ তার পর জানা যায়, আংটির পাথর আসলে প্রকৃত হিরে! নিলমাঘরের তরফে সেটি পাঠানো হয় লন্ডন ও বেলজিয়ামে৷ জানা যায়, ওই পাথর আসলে ৩৪ ক্যারাটের অমূল্য হিরে৷
advertisement
advertisement
আরও পড়ুন : ধনতেরসে গয়না কিনবেন? দেখে নিন কোনটা আপনার পছন্দ
হিরে মালকিনের নাম এখনও প্রকাশ্যে আসেনি৷ তিনি চান, তাঁর নাম ও পরিচয় গোপনই থাকুক৷ আগামী ৩০ নভেম্বর নিলাম করা হবে ওই হীরকখণ্ডের৷ নিলামসংস্থার প্রতিনিধি মার্ক লেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন হিরেটি ওই মহিলা কোথা থেকে পেয়েছেন, তিনি মনে করে বলতে পারেননি৷ জানিয়েছেন এ প্রসঙ্গে তাঁর স্মৃতি সম্পূর্ণ মুছে গিয়েছে৷ বাকি জাঙ্ক জুয়েলারির সঙ্গে ওই হিরের আংটিও নাকি তিনি ডাস্টবিনেই ফেলে দিতে যাচ্ছিলেন৷ এক প্রতিবেশীর পরামর্শে শেষে তিনি পাথরগুলি নিয়ে আসেন নিলামঘরে৷ তার পরই জানা যায় আসল রহস্য ৷
advertisement
আরও পড়ুন : গয়না ছাড়া আর কোন কোন জিনিস কিনতে পারেন ধনত্রয়োদশীতে
নিলামসংস্থার পক্ষে মার্ক লেন জানিয়েছেন তিনি গত ৫ বছর ধরে এই সংস্থা পরিচালনা করছেন৷ এখনও অবধি তিনি যা যা জিনিস নিলামের দরদামে তুলেছেন, তার মধ্যে এই হিরেই সর্বোচ্চ মূল্যের৷ সংস্থা ওয়েবসাইটে জানানো হয়েছে, হিরের আংটির দাম নিলামে সর্বোচ্চ উঠতে পারে ২০ মিলিয়ন পাউন্ড৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২০ কোটি টাকারও বেশি৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Priceless Diamond: ‘ঝুটো পাথর’ ভেবে আর একটু হলেই ডাস্টবিনে, তরুণীর হাতে ২০ কোটির হিরে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement