ধনতেরসে (Dhanteras 2021) শুভ কিছু কিনে আমাদের দীপাবলির (Diwali 2021) আনন্দের সূত্রপাত হয়৷ বেশি কিছু না পারলেও অনেকেই একটা অন্তত রুপোর কয়েন কিনে থাকি৷ এই দিনে সোনা রুপোর গয়না কেনা কেবলমাত্র শুভ রীতিই নয়, বরং বুদ্ধিদীপ্ত বিনিয়োগও (smart investment)৷ যদি বাজেট বেশি থাকে, বা অগ্রহায়ণ-মাঘে প্রিয়জনের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ঠিক হয়ে থাকে তাহলে ধনতেরসে কিনতেই পারেন মূল্যবান অলঙ্কার৷ সোনা রুপো কিনতে ইচ্ছে না করলে, যদি সামর্থ্যে কুলিয়ে যায়, তাহলে ধনতেরসে বরং কিনুন হিরের নেকলেস৷ জীবনভরের সংগ্রহ হয়ে থাকবে৷ সোনার ভারী বালা বা চুরিতে বিনিয়োগ করলেও তা বৃথা যাবে না৷ একদিকে আলোর উৎসবে আপনার সাজে উজ্জ্বল মাত্রা যোগ করবে, অন্যদিকে জীবনভরের সংগ্রহ হয়ে থাকবে ৷ ভারী গয়না বদলে যদি হাল্কা ছিমছাম নক্সা পছন্দ হয়, তা হলে সোনার বদলে কিনুন হিরের গয়না৷ হিরের গয়নায় অবশ্য সাবেকি নক্সার তুলনায় আধুনিক ডিজাইনের জনপ্রিয়তা বেশি৷ চিরাচরিত গয়নার নক্সায় যদি নতুনত্ব চান, তাহলে কিনতে পারেন মিনাকারি৷ সোনা ছাড়া জাঙ্ক জুয়েলারিতেও মিনাকারি খুবই ট্রেন্ডি৷ ধনতেরসে যাঁরা গয়না কেনেন, তাঁদের কাছে মডিউলার জুয়েলারিও ইদানীং বেশ জনপ্রিয়৷ আধুনিক এই নক্সাগুলি একদিকে টেকসই, অন্যদিকে আবার বেশ ট্রেন্ডি৷ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অনেক রকম পোশাকের সঙ্গে পরা যায়৷