Alia Bhatt Ranbir Kapoor wedding: আলিয়ার মেহেন্দির ল্যাহেঙ্গা যে সে ল্যাহেঙ্গা নয়, জানুন এর বিশেষত্ব! শুনে চোখ কপালে উঠবে আপনারও...

Last Updated:

Alia Bhatt Ranbir Kapoor wedding: মেহেন্দিতে আলিয়া পরেছিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা গোলাপী ল্যাহেঙ্গা৷ তবে এই ল্যহেঙ্গা কিন্তু যে সে ল্যাহেঙ্গা নয়৷ এর হস্তশিল্পে ব্যয় হয়েছে ৩০০০ ঘণ্টা৷

জানেন নাকি এই ল্যাহেঙ্গার বিশেষত্ব?
জানেন নাকি এই ল্যাহেঙ্গার বিশেষত্ব?
#মুম্বই: একেবারে রূপকথার মতো বিয়ে হয়েছে রণবীর আলিয়ার৷ বিয়েতে সব্যসাচীর সাদা শাড়িতে সেজেছিলেন আলিয়া৷ এবার সামনে এল রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানের ছবি৷ মেহেন্দিতে আলিয়া পরেছিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা গোলাপী ল্যাহেঙ্গা৷ তবে এই ল্যহেঙ্গা কিন্তু যে সে ল্যাহেঙ্গা নয়৷ এর হস্তশিল্পে ব্যয় হয়েছে ৩০০০ ঘণ্টা৷
advertisement
advertisement
বলিউডের দুই তারকার বিয়ে ও তার সঙ্গে জড়িত নানা অনুষ্ঠানের ছবি-ভিডিও দেখে মুগ্ধ ভক্তেরা। বিয়ের আগেরদিন পালি হিলের বাস্তু অ্যাপার্টমেন্টেই মেহেন্দির অনুষ্ঠান হয়েছিল রণবীর-আলিয়ার। সেখানকার ছবি শনিবার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নায়িকা। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়াও মেহেন্দিতে নিমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রিতে রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুরা। আলিয়ার শেয়ার করা ছবিতে উঠে এসেছে সেদিনের নানা মুহূর্ত।
advertisement
১৮০টি রঙিন টেক্সটাইল প্যাচ রয়েছে এই ল্যাহেঙ্গায়৷। সত্যিকারের সোনার জরি এবং অ্যাপ্লিকে ভরা এই হাতে বোনা সিল্কে রয়েছে বেনারসি ব্রোকেড, জ্যাকোয়ার্ড, বাঁধানি, কাছা রেশম নট এবং কনের আগের পোশাকের কিছু স্ক্র্যাপ৷ ল্যাহেঙ্গা জুড়ে স্বপ্ন আঁকা, এ যেন আর আক নকশি কাঁথা৷
advertisement
১৪ এপ্রিল, বৈশাখী লগ্নে বিয়ে করেন আলিয়া- রণবীর! তার আগের দিন বুধবার রণবীরের বাড়িতেই বসেছিল ‘রালিয়া’র মেহেন্দির আসর। রণবীর নিজের হাতে আলিয়ার নামের মেহেন্দি করেন। ফ্লোরাল লেহেঙ্গায়, গলায় কুন্দনের হার, মাথায় মাংগ টিকা, পরীর থেকে কোনও অংশে কম লাগছিল না আলিয়াকে৷ তবে মেহেন্দির ল্যাহেঙ্গার পিছনে যে রয়েছে এত কসরত, তা আর কে জানত!
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Alia Bhatt Ranbir Kapoor wedding: আলিয়ার মেহেন্দির ল্যাহেঙ্গা যে সে ল্যাহেঙ্গা নয়, জানুন এর বিশেষত্ব! শুনে চোখ কপালে উঠবে আপনারও...
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement