#মুম্বই: একেবারে রূপকথার মতো বিয়ে হয়েছে রণবীর আলিয়ার৷ বিয়েতে সব্যসাচীর সাদা শাড়িতে সেজেছিলেন আলিয়া৷ এবার সামনে এল রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানের ছবি৷ মেহেন্দিতে আলিয়া পরেছিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা গোলাপী ল্যাহেঙ্গা৷ তবে এই ল্যহেঙ্গা কিন্তু যে সে ল্যাহেঙ্গা নয়৷ এর হস্তশিল্পে ব্যয় হয়েছে ৩০০০ ঘণ্টা৷
আরও পড়ুন: বিয়ের আসরে বরের 'জুতো চুরি', কনেপক্ষ চাইল ১১.৫ কোটি টাকা! আর রণবীর দিলেন...
আরও পড়ুন: তৈমুরের নাকে আঙুল-জেহ অন্যদিকে তাকিয়ে, ভাইয়ের বিয়েতে ছবি তুলতে হিমশিম করিনা!
১৮০টি রঙিন টেক্সটাইল প্যাচ রয়েছে এই ল্যাহেঙ্গায়৷। সত্যিকারের সোনার জরি এবং অ্যাপ্লিকে ভরা এই হাতে বোনা সিল্কে রয়েছে বেনারসি ব্রোকেড, জ্যাকোয়ার্ড, বাঁধানি, কাছা রেশম নট এবং কনের আগের পোশাকের কিছু স্ক্র্যাপ৷ ল্যাহেঙ্গা জুড়ে স্বপ্ন আঁকা, এ যেন আর আক নকশি কাঁথা৷
১৪ এপ্রিল, বৈশাখী লগ্নে বিয়ে করেন আলিয়া- রণবীর! তার আগের দিন বুধবার রণবীরের বাড়িতেই বসেছিল ‘রালিয়া’র মেহেন্দির আসর। রণবীর নিজের হাতে আলিয়ার নামের মেহেন্দি করেন। ফ্লোরাল লেহেঙ্গায়, গলায় কুন্দনের হার, মাথায় মাংগ টিকা, পরীর থেকে কোনও অংশে কম লাগছিল না আলিয়াকে৷ তবে মেহেন্দির ল্যাহেঙ্গার পিছনে যে রয়েছে এত কসরত, তা আর কে জানত!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhat, Alia Bhatt-Ranbir Kapoor Wedding, Manish Malhotra, Ranbir Kapoor Alia Bhatt Marriage