হোম /খবর /লাইফস্টাইল /
আলিয়ার মেহেন্দির ল্যাহেঙ্গা যে সে ল্যাহেঙ্গা নয়! শুনে চোখ কপালে উঠবে আপনারও...

Alia Bhatt Ranbir Kapoor wedding: আলিয়ার মেহেন্দির ল্যাহেঙ্গা যে সে ল্যাহেঙ্গা নয়, জানুন এর বিশেষত্ব! শুনে চোখ কপালে উঠবে আপনারও...

জানেন নাকি এই ল্যাহেঙ্গার বিশেষত্ব?

জানেন নাকি এই ল্যাহেঙ্গার বিশেষত্ব?

Alia Bhatt Ranbir Kapoor wedding: মেহেন্দিতে আলিয়া পরেছিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা গোলাপী ল্যাহেঙ্গা৷ তবে এই ল্যহেঙ্গা কিন্তু যে সে ল্যাহেঙ্গা নয়৷ এর হস্তশিল্পে ব্যয় হয়েছে ৩০০০ ঘণ্টা৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: একেবারে রূপকথার মতো বিয়ে হয়েছে রণবীর আলিয়ার৷ বিয়েতে সব্যসাচীর সাদা শাড়িতে সেজেছিলেন আলিয়া৷ এবার সামনে এল রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানের ছবি৷ মেহেন্দিতে আলিয়া পরেছিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা গোলাপী ল্যাহেঙ্গা৷ তবে এই ল্যহেঙ্গা কিন্তু যে সে ল্যাহেঙ্গা নয়৷ এর হস্তশিল্পে ব্যয় হয়েছে ৩০০০ ঘণ্টা৷

আরও পড়ুন: বিয়ের আসরে বরের 'জুতো চুরি', কনেপক্ষ চাইল ১১.৫ কোটি টাকা! আর রণবীর দিলেন...

বলিউডের দুই তারকার বিয়ে ও তার সঙ্গে জড়িত নানা অনুষ্ঠানের ছবি-ভিডিও দেখে মুগ্ধ ভক্তেরা। বিয়ের আগেরদিন পালি হিলের বাস্তু অ্যাপার্টমেন্টেই মেহেন্দির অনুষ্ঠান হয়েছিল রণবীর-আলিয়ার। সেখানকার ছবি শনিবার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নায়িকা। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়াও মেহেন্দিতে নিমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রিতে রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুরা। আলিয়ার শেয়ার করা ছবিতে উঠে এসেছে সেদিনের নানা মুহূর্ত।

আরও পড়ুন: তৈমুরের নাকে আঙুল-জেহ অন্যদিকে তাকিয়ে, ভাইয়ের বিয়েতে ছবি তুলতে হিমশিম করিনা!

১৮০টি রঙিন টেক্সটাইল প্যাচ রয়েছে এই ল্যাহেঙ্গায়৷। সত্যিকারের সোনার জরি এবং অ্যাপ্লিকে ভরা এই হাতে বোনা সিল্কে রয়েছে বেনারসি ব্রোকেড, জ্যাকোয়ার্ড, বাঁধানি, কাছা রেশম নট এবং কনের আগের পোশাকের কিছু স্ক্র্যাপ৷ ল্যাহেঙ্গা জুড়ে স্বপ্ন আঁকা, এ যেন আর আক নকশি কাঁথা৷

Published by:Rachana Majumder
First published:

Tags: Alia Bhat, Alia Bhatt-Ranbir Kapoor Wedding, Manish Malhotra, Ranbir Kapoor Alia Bhatt Marriage